-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার কিনা সেটা আমি সম্পুর্ণ রুপে বলতে পারব না । তবে যে মানুষটা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা ও পরিশ্রম করবে সে অবশ্যই ঠকবে না । ফরেক্স মার্কেটে পরিশ্রমই হল ভাগ্য । যে যত বেশি পরিশ্রমি সে তত সৌভাগ্যবান । কেননা কথায় আছে পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি । তাই যত বেশি পারেন কৈৗশলগত পরিশ্রম করে দেখুন চমৎকার হবে এর রেজাল্ট ।
-
ভাই আপনি এমন একটা প্রশ্ন করেছেন যার সরাসরি উত্তর আমার কাছে নেই বা আমার কাছে কিছুটা দুরসাহস বোধ হয় কারন ফরেক্স মার্কেটে যারা বস ট্রেডার তাদের নিকট গেলে উত্তরটা হয় ফরেক্স মা্র্কেটে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল আপনার পরিশ্রম লব্ধ জ্ঞান আর দক্ষতা তবে আমি এগুলোর পাশাপাশি ভাগ্যকে একটু একটু মানি , ধন্যবাদ।
-
আমি মনে করি ফরেক্স এ প্রফিট ভাগ্যের উপর নির্ভর করে না বরং দক্ষতার উপর নির্ভর করে।কিছু কিছু সময় ভাগ্যের উপর অনেক প্রফিট আসতে পারে।তবে ভাগ্যের উপর নির্ভর হওয়া উচিত নয়। তাই সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভালো করে শিক্ষা নেওয়া এবং ভালো এনালাইসিস করতে জানা।তাহলেই প্রফিট সম্ভব।
-
লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
-
প্রফিট করা কোন ভাগ্যের ব্যপার না । প্রতিটা ব্যবসায়ে লাভ লস থাকে , বুঝে ব্যবসা করতে পারলে ব্যবসায়ে লাভ হবে আর বুঝতে না পারলে লস হবে । তেমনি ফরেক্স একটা আন্তর্জাতিক বিজনেস । এখানেও লাভ লস হবে । ফরেক্সে যারা বুঝে কাজ করতে পারবে তারা ফরেক্সে লাভ করবে আর যারা ফরেক্স সম্পর্কে বুঝবে না তারা ফরেক্সে লস করবে । ফরেক্সে বুঝে কাজ করতে পারলে অনেক লাভ করা যাবে । তাই ফরেক্সে কাজ করার আগে ফরেক্সের কাজ সম্পর্কে ভাল করে জেনে তারপর ফরেক্সে আস্তে হবে ।
-
প্রতিটি ব্যাবসায় লাভ লস আছে । ফরেক্স ও তেমনি একটি ব্যাবসা এখানে লাভ লস আছে সেটি অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে। তবে ভাগ্য যতটা কাজ করে তার চেয়ে দক্ষতা,জ্ঞান না থাকলে আবশ্যই লস হবে । তাই সফল হতে হলে শুধু ভাগ্যের উপর নির্ভর করলে হবে না ।
-
প্রতিটা ব্যবসায় লস একটি স্বাভাবিক ব্যাপার তাই বলে যে প্রফিট হবে নাসে টা ভাবা ঠিক নয় ।ফরেক্স ব্যাবসা দেখা যায় অনেক বড় বড় বিশ্লেষক আছেন যাদের অনেক সময় যে কোনো কারনে লস হয়ে যায় কিন্ত তাদের ইতিহাস চেক করলে দেখা যাবে তাদের প্রফিট এর প্রিমান বেশি । তাই আমরা ভাগ্যের উপর পুরোপুরি বিশ্বাস না করি আমরা ফরেক্স টা ভাল করে শিখি । তা হলে আমাদের ভাগ্যের উপর নির্ভর করতে হবে না ।
-
ফরেক্স একটা ব্যবসা, এখানে ভাগ্য বলে কিছু নাই । আমি মনে করি যে ট্রেডার যত কঠোর পরিশ্রম করবে সে তত প্রফিট করবে । তবে মাঝে মাঝে ভাগ্য কাজ করে । আমি ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি । এই জন্য ফরেক্স ব্যবসা থেকে প্রফিট করার জন্য অনেক পরিশ্রম করি, আমি ভাগ্যের উপরে কখনো নির্ভর করি না । কারন ভাগ্য সব সময় লাভ করিয়ে দিতে পারে না ।
-
প্রফিট করা আমি সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করি না। কারন আমি যদি না জেনে না বুঝে ট্রেড করে থাকি তাহলে সেটা ভাগ্যর উপর নির্ভর করে। আর বুঝে শুনে ট্রেড ওপেন করলে সেটা অনেকটা প্রফিট হওয়ার সম্ভবানা থাকে। আর মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে সেটা বেশিরভাগ সময়ে প্রফিট হবে।
-
আমার মতে ফরেক্স করা বয়স লাগে না যে কেউ করতে পারে। কারন এটা ইন্টারনেট দিয়ে ঘরে বসে কাজ করে যায়।এটা করার কোন বয়স নাই সব বয়েসের মানুষ করতে পারে। এবং আমি আর অ মনে করি বেকার মানুষ এ কাজ করতে পারে। বসে থাকার চাইতে কাজ করা অনেক ভালো। তাই কেউ বসে না থাকে এ কাজ করা অনেক ভালো আমি মনে করি। তাই শব মানুষ এ কাজ করতে পারে।