-
প্রায় শতভাগ ফরেক্স ট্রেডারই ট্রেড করে প্রচুর অর্থ উপার্জন করতে চায়। তবে এক্ষেত্রে শতকরা ৯০-৯৫ ভাগ ফরেক্স ট্রেডার তার কাঙ্ক্ষিত স্থানে পোঁছাতে না পারার কারন , কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সুনির্দিষ্টসূত্র র অভাব, পদ্ধতিহীন যাত্র, পরিকল্পনাহীন ভাবে কাজ করা, ধৈর্যের অভাব, শৃঙ্খলার অভাব, ব্যবসায়িক মানসিকতার অভাব, শখ বা ইচ্ছামাফিক ট্রেড করা , আনধাজে ট্রেড করা, পর্যাপ্ত প্রচেষ্টার অভাব অল্পতে তুষ্ট হতে চাওয়া
-
ফরেক্স মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় আর এজন্যই অত্যন্ত ঝুকিঁ থাকে এই মার্কেটে ৷ সেজন্য এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হবে । প্রত্যক ট্রেড থেকে আমরা লাভ করতে পারব না আর এজন্য ফরেক্স এ গড়ে লাভ করা নিয়ে খুশী থাকতে হবে যা উপার্জন করতে পারেন সেটা নিয়েই ।
-
আপনি যদি এখানে এই সূত্রটি ঘুরে দেখেন, আপনি জানেন যে সেখানে কতজন বণিক রয়েছেন যারা এই ক্ষেত্রের নাম বিনিময় করার বিষয়ে সন্ধান করছেন, আমি বুঝতে পেরেছি যে আমি এমন অনেক ব্যক্তিকে দেখেছি যারা এক্সচেঞ্জের সম্পূর্ণ তথ্য ছাড়াই বাজারে নেমেছিল, এবং আমরা সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে লস প্রথমে এবং তারপরে লস অর্জন করতে চাই, তারা মনে করে যে বিনিময় এখানে গ্রহণযোগ্য নয়, কেবল ওয়াশআউট, যাদের প্রথমে এবং পরে শুরু করা শিখতে হবে।
-
ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যেখানে খুব সহজেই যেমন অনেক অর্থ আয় করা যায় ঠিক তেমনই সামান্য ভুলের জন্য অনেক ক্ষতির ও সম্মুখীন হওয়া লাগতে পারে । বেশিরভাগ ফরেক্স ট্রেডাররাই ঠিকমত জ্ঞান অর্জন না করে, ডেমোতে প্র্যাকটিস না করে, মার্কেট এর অবস্থা না বুঝেই ট্রেড করে থাকে । অভিজ্ঞতা না অর্জন করেই লোভের বশীভূত হয়ে ট্রেড করে প্রচুর লস করে থাকে । তাদের জন্য ফরেক্স ট্রেডিং নেতিবাচক হয়ে উঠে এবং তারা নিজেরা লুজার হিসেবে পরিচিতি গড়ে তলে ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ ৯০ - ৯৫ ভাগ মানুষ লস করে এবং ব্যবসায় টিকে থাকতে পারে না। আসলে এই ব্যবসায় লসের পিছনে অনেক কারণ রয়েছে। যে কারণ গুলো কে আমরা সঠিক ভাবে গুরুত্ব দেই না, গুরুত্ব না দেওয়ার কারণেই আমাদের ব্যবসায় অধপতন নেমে আসে। আমরা ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে সঠিক অভিজ্ঞতা অর্জন না করেই ট্রেডিং করতে শুরু করা, ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস না করা ইত্যাদি কারণেই অনেক ট্রেডার লোজার হয়ে যায়।
-
হ্যাঁ ভাই ফরেক্স ট্রেডিং এ বেশিরভাগ ট্রেডারই তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না কারণ প্রথমেই আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে অবাস্তব কল্পনা করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসি । ভাবি যে ফরেক্স ট্রেডিং হল বড়লোক হবার খুবই সহজ একটা মাধ্যম , কিন্তু যখন ট্রেড করে লস করতে থাকি তখনই ফরেক্স ট্রেডিং নিয়ে বাস্তবতা বুঝতে পারি । আর আমাদের লসের াই কারণটা হল ফরেক্স ট্রেডিং না শিখে ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করতে চাওয়া ।
-
ফরেক্স এ কথা সত্য যে ৯০-৯৫ ভাগ ট্রেডার লুজার। কেন তারা লুজার। সবাই চায় ফরেক্স এ লাভ করতে। আসলে এখানে অনেক কিছু মানার ব্যপার আছে। শেখার ব্যপার আছে। কিন্তু সব ট্রেডার ই কি পারে সব কিছু মানতে এবং শিখতে। এর মধ্য অনেক আছে যারা না শিখে ফরেক্স ট্রেড শুরু করে। ফরেক্স কে গ্যম্বলিং মনে করে নিজের সব টাকা, ঘরবারি পরযন্ত বেচে দেয়।
-
ফরেক্স এ ৯০/৯৫ ভাগ মানুষই লুজার হয় কারণ তারা মানি ম্যনেজমেন্ট মেনে চলে না এবং শুরুতেই স্ক্যালপিং করতে চায়, ঝুকে পরে প্রচুর লোভে। স্ক্যালপিং একটি ঝুকিপূর্ণ কৌশল যেটা বিগেনাররা চাইলেই করতে পারে না। বিগেনারদের জন্য লং টাইম ট্রেড করাই শ্রেয়।
-
ফরেক্স বিজনেস অন্য বিজনেস এর তুলনায় আলাদা এবং মজার। এই কারনে অনেকেই ফরেক্স বিজনেস করতে আগ্রহী। কিন্তু দুঃখের বিষয় ফরেক্স বিজনেসে ৯০-৯৫% ট্রেডার শুধু লস করে থাকেন। এর কারন হচ্ছে অভিজ্ঞতার অভাব,মার্কেট সম্পরকে ভাল জ্ঞান না থাকা,নিয়ম না মেনে ট্রেড করা, অতিরিক্ত লোভ। ফরেক্স কোন খেলা নয়। এখানে ট্রেড করতে হলে জেনে,বুঝে করতে হবে।
-
ফরেক্স মার্কেটে অধিকাংশ নতুন ফরেক্স ট্রেডাররা শতকরা ৯৫ জন লস করে । অধিকাংশ মার্কেটে লোভের বসে ট্রেড করে থাকে । লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলেই আপনার এ্যাকাউন্ট শূন্য হতে সময় দিবে না । তাই অামরা ভালোভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।