-
এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে এবং কারেন্সি পেয়ারের উপরে , যেমন পাউন্ড ডলারের সেশন বা মুভমেন্ট শুরু হয় দুপুর ১ টার পরে এর আগে যদি ট্রেড করেন তাহলে অযথাই বসে থাকতে হবে। আবার ইউরো ডলারের মুভ শুরু হয় বিকাল ৫ টার পরে , এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো এখানে বিশদ বর্ণনা সম্ভব নয়।
-
আপনি যদি ইনট্রে ডে ট্রেডার হোন তাহলে আপনি লন্ডন সেশনেএ ট্রেড করতে পারেন। ফরেক্স মার্কেট এ সবচেয়ে লন্ডন সেশন এ মার্কেট বেশি মুভ হয়। যারা স্কালপিং করে তারা এই সময়টা ট্রেড করে প্রফিট তুলে নেয় মার্কেট থেকে। আর যদি লং টার্ম ট্রেড করেন তাহলে আপনি দিন শেষে যখন নিউৈইয়র্ক ক্যান্ডল ক্লোজ হয় তখন মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারেন।
-
দিনে ফরেক্স মার্কেট দিনে ট্রেড করা ভাল এই কথা টার সাথে আমি একমত নই।
কেননা ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে । এই পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। আর চব্বিশ ঘন্টার যে কোন সময় ট্রেড কারা যায় কেননা ২৪ ঘন্টাই মার্কেটে মুভমেন্ট হয়। আর হ্যা ফরেক্সে ট্রেড করার জন্য ঐ সময় গুলোই উত্তম যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি থাকে।
-
সপ্তাহে দুইদিন বাদে ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টার সর্বক্ষণ মার্কেটের কার্যক্রম চলতে থাকে । আর এই কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয় আমাদের ট্রেডার এরকৃত ট্রেডগুলো । এই ট্রেডগুলোর ফলে মার্কেটে অনেক মুভমেন্ট থাকে । তবে আমি মনে করি না যে নিদ্দিষ্ট কোন ধরনের সময় থাকা উচিত । কেননা যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন । আমি সাধারণত রাতে ট্রেড করি ।
-
প্রথমত আপনাকে ফরেক্স এ ট্রেড করার সময় লক্ষ্য রাখতে মার্কেট মুভিং এর উপর মভিং যদি ভাল হয় তাহলে ট্রেড করা উচিত। আমি মনে করি দুপুর ২ তার পরে এবং সন্ধ্যা ৬.৩০ টার পরে ট্রেড করে ভাল প্রফিত করা যায়।
-
ভাই ফরেক্স মার্কেটে নির্দিষ্ট কোন ভাল সময় নেই ট্রেড করবার । মার্কেটের অবস্থা বুঝে যেকোনো সময় আপনি ট্রেড করতে পারেন এবং আপনার আনাল্যসিস যদি ভাল হয় তাহলে সে ট্রেড থেকে লাভও করতে পারবেন । কিন্তু আমি এখন বললাম সন্ধ্যার ট্রেড করে ভাল ফলাফল পাওয়া যায় , কিন্তু আপনার লস হল সেটা তো আমার কোন দোষ না ভাই । আসলে সন্ধ্যার সময় নিউজ খুব বেশি থাকে বিশেষ করে গুরুত্বপূর্ণ নিউজ গুলো । তাই এই সময়ে আপনি মার্কেট আনাল্যসিস করে ট্রেড দিলে ভাল ফলাফল পেতে পারেন ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে । এই পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। কারন এই চব্বিশ ঘন্টাই মার্কেটে মুভ থাকে। তবে সবসময় মার্কেটে একরকম মুভ থাকে না। যখন দুইটি সেশন ওভার ল্যাপ করে তখন মার্কেটে খুব মুভ করে। তখন ট্রেড করা উচিত এছাড়াও সপ্তাহের মাঝামাঝি মার্কেটে ভালো মুভ করে। তখনও ট্রেড করা যায়।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে এই পাঁচ দিনের রাত দিন চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়।তবে আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য ঐ সময় গুলোই উত্তম যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি ভাল থাকে ।আর রাতে মার্কেট মুভমেন্ট কম থাকে । তাই আমি মনে করি দিনে ট্রেড করেই ভাল ।
-
আমার মতে দিনে সকালের দিকে ট্রেড করা সবচেয়ে ভাল।কারণ সকাল টাইমে মার্কেট সবসময় খুবই স্বাভাবিক থাকে । যার কারণে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে খুব সহজেই প্রফিট করা যায় এবং লোকসানের সম্ভাবনা খুব কম থাকে। লোকসান হলেও অল্প পরিমাণ হয়।
-
আমার মনে হয় খুব সকালে ট্রেড করলে বেশী ঝুকি নেই ।তবে যে ঝুকি ছাড়া ট্রেড করবে সে কখনোই সফলকাম হতে পারবে না । অামরা বেশী এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করি তাহলেই অামরা সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।