ট্রেডিং কপি করা মানেই হল কোন কিছু নতুন শেখা থেকে বঞ্চিত হওয়া । আর একটি ট্রেড থেকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখার আছে আর এই বিশয়গুলিই অভিজ্ঞতার ঝুলিকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলে । তাছারা আরেকজনের ট্রেড কপি করলে যে লাভ হবে এই গ্যরান্টি দেয়া কখনো সম্ভব নয় বলে নিজে নিজেই ট্রেড করা উচিত যাতে নিজের ভুলগুলি থেকে কমপক্ষে কিছু শেখা যায় ।