আসলে এসএল হিট করেনা এমন মানের ফরেক্স ট্রেডার আমার জানা মতে কোথাও দেখেনি।ব্যবসা করতে গেলে লাভ লস হবে এটায় স্বাভাবিক ,তবে যারা প্রফেশনাল তারাও লাভ লস করলেও তাদের লাভে ধারাবাহিকতা থাকে এ কারনে তারা সফল ফরেক্স ট্রেডার।
Printable View
আসলে এসএল হিট করেনা এমন মানের ফরেক্স ট্রেডার আমার জানা মতে কোথাও দেখেনি।ব্যবসা করতে গেলে লাভ লস হবে এটায় স্বাভাবিক ,তবে যারা প্রফেশনাল তারাও লাভ লস করলেও তাদের লাভে ধারাবাহিকতা থাকে এ কারনে তারা সফল ফরেক্স ট্রেডার।
এখানে আমরা সবাই সাধারন ট্রেডার । একানে কেউ অসাধারন ট্রেডার নেই । আমার মনে হয় না এখানে কউ ইচ্ছা করলেই অসাধারন হতে পারে । আসলে আমরা সবাই যার যার অবস্থান থেকে খুবেই সাধারন । আর ফরেক্স মার্কেট এর এমন মুভম্নেট যে এখানে অসাধারন হওয়ার কোন ধরনের উপায় নেই বলে আমি মনে করি ।
ফরেক্স মার্কেটে সকলেই প্রথম নিজেদেরকে সাধারন ট্রেডার হিসাবে মনে করে কিন্তু ধীরে ধরে সেই এক সময় পারফেক্ট দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করে।আসলে ফরেক্স মার্কেটে সফলতা সাথে টিকে থাকতে হলে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতার কোন বিকল্প নেই।
সাধারণ ট্রেডার থেকে আস্তে আস্তে নিজের পরিশ্রমের দ্বারাই মানুষ হয়ে থাকে অসাধারণ আর ফরেক্স মার্কেটে সাধারণ ট্রেডার হতে শুরু করে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এখানে পরিশ্রম করবে এবং ফরেক্সের পেছনে লেগে থাকবে দিন শেষে জয়ের হাসি সেই হাসতে পারবে এই মার্কেট ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি ফরেক্স সম্পর্কে জানতে এবং শিখতে হবে যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতা বয়ে আনতে পারে এজন্য আমি মনে করি আর ৫টা ট্রেডারের মত আপনি ট্রেড করলে ফরেক্স থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন ।
আমি মনে করি আর ৫টা ট্রেডারের মত আপনি ট্রেড করলে ফরেক্স থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন । আর বিশেষ আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে লোভ এবং ধৈয্য এই দুটো যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন । তবে অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কষ্টের । আপনার উচিত প্রথমে ডেমো ট্রেড করে নিজের অবস্থান শক্ত করা ।
ফরেক্সে বুঝেশুনে ও মার্কেট এনালাইসিস যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ট্রেডিং মাইন্ড ভালো।
নিজেকে সাধারন ট্রেডারই বলি। যদিও আমি এসএল ব্যবহার করি না, তবে টেক প্রফিট ব্যবহার করি। নিজেকে সাধারন ট্রেডার বলছি কারন আমি দক্ষ ট্রেডার দের মত অতো হয়তো লাভ করতে পারিনা এবং মাঝে মাঝেই লস করি। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে।ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে।
নিজেকে সাধারন ট্রেডার বলছি কারন আমি দক্ষ ট্রেডার দের মত অতো হয়তো লাভ করতে পারিনা এবং মাঝে মাঝেই লস করি। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে। তবে দক্ষ ট্রেডার হওয়ার সোপান হলো সাধারন ট্রেডার। আপনি যেমন ট্রেডার হন না কেন আপনাকে ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে নিয়ে আসতে হবে তা হলে আপনাকে বলা যাবে ফরেক্স মার্কেট এ আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন তাই আপনাকে নিয়মিত ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় স্টপ লসে বেশি হিট করে, কিন্তু আমাদের টেক প্রফিটে বেশি হিট করে না কারন আমরা অল্প প্রফিট হলেই ট্রেড ক্লোজ করি।আমি দক্ষ ট্রেডার দের মত অতো হয়তো লাভ করতে পারিনা এবং মাঝে মাঝেই লস করি। ফরেক্সে অধিকাংশ ট্রেডারই সাধারন ট্রেডার যারা লস করে লাভ করে লাভ লস মিলিয়েই চলে। তবে দক্ষ ট্রেডার হওয়ার সোপান হলো সাধারন ট্রেডার।
ট্রেডার হিসেবে আমি একজন ভাল ট্রেডারস না। আমি অত ভাল ট্রেড করতে পারিনা। আমি এই মারকেটে আরো জ্ঞান র্অজন করতে চাই। ডেমো করা ছাড়া ফরেক্স করলে এ মার্কেট থেকে কখনও লাভের মুখ দেখতে পাবেন না। এ ছাড়া ফরেক্স বিষয়ে প্রচুর পড়া শোনা করে নিজেকে এ মার্কেটের উপযোগী করে তুলতে হবে।