-
হ্যা এটি সত্য যে আমাদের বাংলাদেশে ফরেক্স ট্রেডিংয়ের জন্য এখন প্রর্যন্ত তেমন কোন মান সন্মত ফরেক্স ট্রেডিংয়ের জন্য প্রশিক্ষন কেন্দ্র তৈরি হয়নি যার ফলে দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডারদের সংখ্য অনেক বেশি কম। আমার মনে হয় যদি সরকারি উদ্দ্যেগে সেই ভাবে মানসন্পান্য ফরেক্স প্রশিক্ষন সেন্টার তৈরি করা যায় তা হলে আমাদের দেশেও অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডার তৈরি হবে।
-
এটি ঠিক যে বাংলাদেশে ফরেক্স শেখার জন্য মানসম্পান্য ফরেক্স ট্রেডিং সেন্টারের যথেষ্ট অভাব রয়েছে যার ফলে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পান্য ফরেক্স ট্রেডার সেই ভাবে তৈরি হচ্ছো না। তাই আমি মনে করি সরকারি এবং বেসরকারি উদ্দ্যেগে আরো বে বেশি মান সম্পান্য ফরেক্স ট্রেডিং সেন্টার তৈরি করা দরকার।
-
এমন অনেকেই রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ে তেমন একটা অভিজ্ঞ না এবং তাদের ফরেক্স ট্রেডিংয়ের উপর তেমন কোন প্রশিক্ষন নেই আর আমি মনে করি এর জন্য আমাদের দেশে ভাল মানের ফরেক্স ট্রেডিং প্রশিক্ষন সেন্টার না থাকাটাই প্রধান কারন। সেই কারনে ভাল মানের ফরেক্স প্রশিক্ষন সেন্টার অনেক বেশি তৈরি হওয়া প্রযোজন ।
-
বাংলাদেশের কোন জায়গায় কি ফরেক্স মার্কেট আছে কি না তা আমার জানা নেই তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি যদি কোন প্রকার প্রশিক্ষণ ছড়াই ট্রেড করেন তবে আপনি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারবে বলে আমি মনে করি না তাই ফরেক্স মার্কে ট্রেড করতে হলে প্রশিক্ষন খুব ধরকার।
-
আমি মনে করি ফরেক্স শুরুর পূর্বে প্রশিক্ষনের কোন বিকল্প নেই যথাযথো প্রশিক্ষনই একজন সফল/দক্ষ ট্রেডার তৈরী করতে পারে।কিন্তু আমাদের মত উন্নায়নশীল দেশে এ সম্পর্কে শিক্ষা নেওয়ার মত প্রতিষ্টানের দারুন অভাব রয়েছে। তাই এ্রই মার্কেট প্লেসে দক্ষ ট্রেডার তৈরীর জন্য প্রয়োজন নতুন নতুন ট্রেনিং সেন্টার এবং সরকারী পিষ্টপোষকতার।
-
আমরা অনেক পিছিয়ে আছি ফরেক্স প্রশিক্ষন থেকে। ফরেক্স কি? এই প্রশ্ন এখনও বেশির ভাগ মানুষেই জানেনা। এমতাবস্থায় ভাল প্রশিক্ষন ব্যাবস্থার ব্যপারটা অনেক কঠিন। তবে আমি আশা করি যে, সামনে হয়তো অধিক চাহিদার প্রেক্ষিতে আমরা ভাল প্রশিক্ষন ব্যাবস্থা পেযে যাব।
-
ভাই খুবই সুন্দর বলেছেন কিন্তু একটা ব্যপার বুঝলাম না। সেটা হল প্রশিক্ষণ। আপনি কোথায় প্রশিক্ষণ নিবেন? কেননা যারা প্রশিক্ষক বা ফরেক্স গুরু তারা সবাই লুজার। আর যারা গেই নার তাদের এত সময় কোথায়। সবার উপরে ফ্রডের অভাব নাই আমাদের দেশে তাই যারা শিখতে চান আগে গুরুদের ব্যপারে একটু খোজ খবর নিবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে ইন্টারনেট থেকে শিখে নেন। তবে বাংলাদেশে ভালো ফরেক্স ট্রেডিং সেন্টারের খুব অভাব। এর জন্য ফরেক্স শেখার জন্য ইন্টারনেট এর মাধ্যমই সবচেয়ে ভালো।
-
ফরেক্স করার আগে অবশ্যই প্রশিক্ষণ তাকা অনেক দরকার।।শুধু লেখা পড়া করলে যে ফরেক্স ব্যবসা করা যাই তা কিন্তুু ভুল।লেখা পড়া জানা তাকলে ভালো কিন্তুু শুধু লেখা পড়ায় হয় না।ব্যবসাতে উন্নত করতে চাইলে প্রশিক্ষণ ভালো মত নিতে হবে।আমাদের বাংলাদেশে ফরেক্স প্রশিক্ষ তেমন নাই ভালো।।তাই যারা ভালো বুঝে তাদের কাছ তেকে শিক্ষা নেওয়া উচিত
-
আমার ব্যক্তিগত অভিমত ফরেক্স শুরুর পূর্বে প্রশিক্ষনের কোন বিকল্প নেই যথাযথো প্রশিক্ষনই একজন সফল/দক্ষ ট্রেডার তৈরী করতে পারে।কিন্তু আমাদের মত উন্নায়নশীল দেশে এ সম্পর্কে শিক্ষা নেওয়ার মত প্রতিষ্টানের দারুন অভাব রয়েছে। তাই এ্রই মার্কেট প্লেসে দক্ষ ট্রেডার তৈরীর জন্য প্রয়োজন নতুন নতুন ট্রেনিং সেন্টার এবং সরকারী পৃষ্টপোষকতার।
-
সকল কিছুর একটা সুনিদিষ্ট নিয়ম রয়েছে ।নিয়মের বাইরে গেলে বা নিয়ম থেকে দূরে সবে গেলে আমরা উন্নতি করতে পারব না।সেজন্য আমাদেরকে আমাদের সেই নিয়মটিকে যথাযথভাবে পালন করতে হয়।ফরেক্সের ক্ষেত্রে তার বিপরীত কিছু ঘটে না।আমরা যদি আমাদের ট্রেডিং আইডিয়াগুলোকে কাজে লাগাতা পারি এবং ভালভাবে ট্রেড করতে পারি তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে প্রফিট করতে পারব।আর চেষ্টা করলে সব সম্বব।