-
লাভ লস ছাড়া এমন কোনো ট্রেডারই খুজে পাওয়া যাবেনা। তাই আমার মনে হয় এখানে লাভ করার পরও রেকর্ড রাখা উচিত আবার লস করার পরও রেকর্ড রাখা উচিত। যদি লাভ লসের রেকর্ড রাখা যায় তবে পরবর্তীতে বোঝা যায় কেন লাভ হলো কিংবা কেন লস হলো। তাই আমদের উচিত রেকড গুলা রেখে দেয়া এতে আমাদের নলেজ ও বাড়বে সাথে সাথে আমরা নিজের দোষ গুলা বুঝতে পারবো।
-
আসলে ফরেক্স বাজারে লাভ বা লস করে নাই এমন কোন ট্রেডার আছে কিনা সেটা আমার জানা নেই। তাই আমার মতে শুধু লাভের দিকগুলো তুলে না ধরে লসের কারণগুলো তুলে ধরা উচিত। কারণ নতুন যারা ফরেক্স বাজারে প্রবেশ করবে তারা উক্ত লস ওয়ালা ট্রেডারদের কথা চিন্তা করে যেন এই বাজার সম্পর্কে ভালভাবে জেনে বুঝে ট্রেডিং কৌশল পরিচালনা করতে আসে। তাহলে অবশ্যই নতুন ট্রেডাররা ভবিষ্যত কথা চিন্তা করে সফল ট্রেডিং কৌশল পরিচালনায় সফল হতে পারে।
-
প্রতিটা ট্রেডারই লাভ লসের সম্মুখিন হয়। নিয়মিত লাভ করলে তা রেকর্ড করে রাখতে হবে। লস হলে তা রেকর্ড করে রাখতে হবে। লাভ লস এর প্রতিটা হিসাব ও তার কারন জানা থাকলে আপনি সহজে এন্টি নেওয়া যায়। যদিও ইনিষ্টাফরেক্র আমাদের মাসিক এসটেটমেন্ট দিয়ে থাকে। আমাদের শুধু লসের কারন গুলো তুলে রাখলে হবে। লস ট্রেড গুলো বিশ্লেষন করে তা কমিয়ে আনার জন্য ব্যবস্তা নিতে হবে।
-
আমার কথার সাথে হয়তো সবাই একমত হবেন যে ফরেক্স মার্কেটে লাভ হবে এই কথা সঠিক ভাবে কেই বলতে পারবেনা লাভ এবং লস মিলে ফরেক্স ব্যাবসা।। আমাদের সবার উচিত লসের একটা রেকর্ড রাখা প্রয়োজন কারন এই লস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে লস থেকে বুঝতে কেন লস গুলো হল কেন আমার লাভটা ধরে রাখতে পারলাম না এই সকল প্রশ্নের উত্তর খুজতে হলে আমাদের লসের রেকর্ড রাখা প্রয়োজন।
-
ফরেক্স এমন একটা জায়গা যেখানে সবাই লাভ লস করে। লাভ লস ছাড়া এমন কোনো ট্রেডারই খুজে পাওয়া যাবেনা। তাই আমার মনে হয় এখানে লাভ করার পরও রেকর্ড রাখা উচিত আবার লস করার পরও রেকর্ড রাখা উচিত। যদি লাভ লসের রেকর্ড রাখা যায় তবে পরবর্তীতে বোঝা যায় কেন লাভ হলো কিংবা কেন লস হলো। তাই রেকর্ড রাখা জরুরি।
-
আমার মনে হয় লসের মধ্য দিয়েই ফরেক্স ট্রেড করতে হয় বা ফরেক্স শিখতে হয়। লস করে না এমন ট্রেডার হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর লসের কারণ খুঁজে সেই অভিজ্ঞতা নিয়েই নতুন ট্রেডার দক্ষ হয়ে ওঠে। কাজেই ফরেক্সে লস জরুরী। তবে এই লস রিয়াল একাউন্টে না হওয়াই ভাল। ডেমো একাউন্টে যত লস হয় হউক, তা আপনাকে দক্ষ হওয়ার পথে চালিত করবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় লাভলসের একটি টেক রেকর্ড তৈরি করতে হবে।আমরা বিভিন্ন কারনে ফরেক্স মার্কেটে লস খাই।কিন্তু আমরা লসের রেকর্ড রাখিনা।এবং পুনরায় একিই ভুলে আমরা লস খেয়ে থাকি।আর যদি আমরা লস খাই এবং কি কারনে লস খাচ্ছি এর যদি রেকর্ড রাখতাম।তাহলে ভবিষৎতে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমরা সাবধান হয়ে যেতাম।ফলে আমরা লসের হাত থেকে রক্ষা পেতাম।
তাই আমি বলতে পারি ফরেক্স লসের রেকর্ড রাখা খুব জরুরি।
-
ফরেক্স ব্যবসায় লস হবেই। কিন্তু এই লসের মধ্যে কিছু শিক্ষনিয় ব্যাপার আছে। কি কি কারনে ফরেক্সে লস হয় তা যদি রেকর্ড করে পরবর্তীতে দেখা হয় তবে অবশ্যই ভূলগুলো চোখে পড়বে। এবং তা সংশোধন করে ট্রেড করতে পারলে অবশ্যই ফরেক্স থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব।
-
আমি যেটা মনে করি ফরেক্স ট্রেডিং এ আমরা যারা ট্রেড করি তারা সবাই সফল হতে পারি না এখানে কেউ অনেক প্রফিট করতে পারে আবার কেউ সব হারিয়ে বিদায় নেয়। তবে আমি একটা বিষয় বিশ্বাস করি যে প্রতিটি ব্যবসায় লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক। তাই এখানে যারা লস করে তাদের উচিত সেই লসের রেকর্ড রাখা আর এ কারনেই রাখা উচিত যাতে করে পরবর্তীতে সেটা শুধরে নিতে পারে। আমরা যারা ফরেক্স ট্রেডিং এ নতুন তাদের উচিত প্রথম অবস্থায় ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে জানা ও অবিজ্ঞতা অর্জন করা তার পরে রিয়েল ট্রেডিং শুরু করা। তাহলে অন্তত এখানে সব হারিয়ে বিদায় নিতে হবে না।
-
মানুষ যদি কোন একটি ভুল কাজ করে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে কারণ সে যেন ভবিষ্যতে এরকম ভুল আর না করে বা বিপদে না পড়ে। ঠিক তেমনি ফরেক্স এ ট্রেড করার সময় কেউ যদি ভুল করে ট্রেডে লস করে তাহলে সে ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে সে ভবিষ্যতে ওই জিনিস গুলো এড়িয়ে তারপরে ট্রেড করে এবং সে তার ভুলটি ভাবে মনে রাখার চেষ্টা করে। কারণ এরকম ভুল যদি সে ভবিষ্যতে আবার করে তাহলে বড় ধরনের বিপদে পড়বে তাই ভুলকে অবশ্যই মনে রাখা উচিত। এরকম ভুলের মাধ্যমে সেজে লস করবে এ রেকর্ডটা যদি সে সংগ্রহ করে রাখে তাহলে রকমের লসের সম্মুখীন হতে হবে না।