আমি ভালো ভাবে না শিখে,না বুঝে,সঠিকভাবে আয়ত্ব না করে কখোনোও ট্রেড করবোনা৷কারণ আমি পরিষ্কার ভাবে জানি,দেখেছি ও বুঝেছি যে ফরেক্স মার্কেটে দক্ষতা-অভিজ্ঞতা ব্যাতীত কখোনোই নিয়মিত প্রফিট করা সম্ভব নয়৷এজন্যই আমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে শিখতে হবে৷
Printable View
আমি ভালো ভাবে না শিখে,না বুঝে,সঠিকভাবে আয়ত্ব না করে কখোনোও ট্রেড করবোনা৷কারণ আমি পরিষ্কার ভাবে জানি,দেখেছি ও বুঝেছি যে ফরেক্স মার্কেটে দক্ষতা-অভিজ্ঞতা ব্যাতীত কখোনোই নিয়মিত প্রফিট করা সম্ভব নয়৷এজন্যই আমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে শিখতে হবে৷
ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে।কোন মানুষ চায় না তার ট্রেড লস করতে। এবং আমি মনে করি ফরেক্স ট্রেড লাভ লস উভাই।ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। এবং আমার দারনা মতে কনফিউজিং সময়ে ট্রেড না করা উতম কাজ। এবং জকন দেকবেন আপনার প্রফিট এর সময় তকন আপনি ট্রেড করবেন।
এমন সময় আমি মার্কেট বন্ধ করে বেড়াতে যাবো আমার গার্লফ্রেন্ড নিয়ে । কেননা যখন আপনি কোনো প্রকার কনফিউশনে থাকবেন তখন কোনো অবস্থাতেই ট্রেড করবেন না । এটা একটা বদ অভ্যাস । এই অভ্যাস যদি না পালটাতে পারেন তাহলে আপনাকে অনেক লস করতে হবে । আর যদি লস করাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই । কিন্তু কেউই লস করতে চায় না । তাই ট্রেড নেয়ার পূর্বে সকল বিষয় খেয়াল করুন এবং বার বার অ্যানালাইসিস করুন । ট্রেড নেয়ার পরে অ্যানালাইসিস করে কোনো লাভ নেই ।
ফরেক্স মার্কেট এ কেউ লসের জন্য আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো আনাল্যসিস করে ট্রেড করুন।
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি মার্কেট সম্পর্কে দক্ষতার সাথে এনালাইসিসগুলো সঠিকভাবে পর্যালোচনা করার মত জ্ঞান অর্জন করতে হবে। এছাড়া ট্রেডিং কৌশলগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং নিখুত ভাবে জ্ঞান চর্চা করতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে। তাই আমার মতে ফরেক্স মার্কেট সম্পর্কে আগে জানুন তারপর ট্রেড করার চিন্তা করুন।
ফরেক্স মার্কেটে সবাই আসে কিছু লাভ করতে । কেউ ই আমার মনে হয় না লস করতে চাইবেন । যদি মার্কেটের অবস্থা এমন হয় যে ত্রেড করলেই লস তাহলে ত্রেড করার দরকার নেই । রিস্ক নেওয়ার থেকে ভাল একাউন্ট বাচাই রাখা। একাউন্ট এ ব্যলেন্স থাকলে লাভ হবেই। তাই নিশ্চিত না হয়ে ত্রেড করাটা বোকামি ।
আমার মন শুধু চায় একজন ভালো ট্রেডার হতে সেজন্য আমি প্রচুর পরিশ্রম করি আর ফরেক্স সম্পর্কে শিখতে চেষ্টা করি। আমি তাছাড়াও ডেমোতেও প্রচুর সময় ব্যয় করি মার্কেটের ট্রেন্ড বুঝার জন্য কারণ মার্কেট ট্রেন্ড সম্পর্কে সঠিক ধারনা না থাকলে কেউ ভালো করতে পারবেনা। আর যদি না বুঝে ট্রেড করে তবে সে ক্ষতির সম্মুখিন হতে পারে যেকোন সময়। অনেক সময় আমরা দেখেছি নাবুঝা ট্রেড কিছু সময় প্রফিট দিতেও পারে তবে সহজ কথা হচ্ছে একটি ভুল ট্রেড সব অর্জনকে শুন্যের কোঠায় নামিয়ে নিবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করলে লস করতেই হবে ফরেক্স মার্কেট এ কেও লস করে নাই এমন লোক পাওয়া যাবে না তবে ফরেক্স মার্কেট এ আপনার লস এর চেয়ে লাভ এর পরিমান বেশি থাকে সেই দিকে নজর দিতে হবে এর জন্য ফরেক্স মার্কেট এ রিস্ক রেওয়াড এর দিকে বেশি নিয়ে ট্রেড করে মানুষ এর জন্য বেশি লাভ থাকে এমন ট্রেডিং সিস্টেম সবাই ট্রেড করতে চাই
সবাই সফল ট্রেডার হতে চায়। আর চায় যেন ফরেক্স থেকে ইনকাম করা যায়।আর আমি ও চাই একজন সফল ও দক্ষ ট্রেডার হয়ে উঠতে । যেন ফরেক্স থেকে ইনকাম করতে।
ভাইজান আমি এখানে ট্রেড করতে চাই। হ্যা, আপনার কথা ঠিক আছে যে, ট্রেড ওপেন করলেই যদি আমাকে বার বার লসের সমুখীন হতে হয় তাহলে কি করব? আপনার এই বক্তব্যটা আমার অনেক ভাল লাগলো ভাই, আপনি একটা অনেক যুক্তি সঙ্গত প্রশ্ন করেছেন। তবে ভাই, লাইফে সমস্যা যতই থাক এর সমাধানও কিন্তু রয়েছে। আর ব্যবসা করতে হলে আমাদেরকে লাভ- লস দুটোই মেনে নিয়ে সর্বদা কাজ করতে হবে। তাই লসটা যাতে কম হয় সেজন্য মানি ম্যানেজ ম্যান্ট করে কাজ করতে হবে।