-
ফএক্স হল আসলে যারা ছাত্র তদের জন্য কারন তাদের অন্য কোন উপার্জন আর পথ খোলা থাকে না তাই তাদের চলতে খুব ই অসুবিধা হয় তারা যদি ফরেক্স করে তবে তাদের অন্তত পক্ষে হাত খরচ টা উঠবে । র ফরেক্স এ যে হে তু কোন ধরা বাধা নাই তাই যে কেউ চাইলে ই ফরেক্স এ যোগদান করে অর্থ উপার্জন করতে পারে । আমাদের সবারই কাজের ফাকে কিচু বেকার সময় থাকে তা যদি আমরা ফরেক্স ব্যয় করি তবে আমরা কিছু অতিরিক্ত অর্থ হয়ত উপার্জন করতে পারব । তবে আমি বলতে চাই ফরেক্স আসলে ছাত্রদের জন্য ।
-
আমি বলবো ফরেক্স সবার জন্য। কারন এটা একটা বিজনেস। এখানে সবাই কাজ করতে পারবে। ফরেক্স একটা লাভ জনক বিজনেস। এখানে কাজ করলে যে কই অল্পদিনে বরলক হতে পারবে। ফরেক্স বিজনেস আমাদের দেশের বেকার জুবকদের জন্য বেশি জরুরি। তাই আমি একজন স্টুডেন্ট। আমিও ফরেক্স এ কাজ করি। তাই বলব ফরেক্স বিজনেস সবার জন্য।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসা সবার জন্য, ফরেক্স ব্যবসা সবাই করতে পারবেন, তবে সবাই ফরেক্স থেকে টাকা আয় করতে পারবেন কি না এটা নির্ভর করে তাই উপর, কারন ফরেক্স থেকে টাকা আয় করতে ফরেক্স মার্কেটের জ্ঞান ও অভিজ্ঞতা একান্ত প্রয়োজন, তাই ফরেক্স থেকে টাকা আয় করতে চাইলে আপনাকে আগে ফরেক্স ব্যবসার জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন।
-
ফরেক্স এমন একটা মার্কেট যেখান থেকে খুব অল্প সময়ে অনেক টাকা আয় করে নিজের ভাগ্য পরিবর্তন করা সম্ভব । তবে ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে । ফরেক্সে সবাই কাজ করার সুযোগ পাই তাই যদি সবাই ভাল করে ফরেক্স শিখে ফরেক্সে কাজ করতে পারে তাহলে ফরেক্সের মাধ্যমে সবাই কাজ করে টাকা আয় করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে । ফরেক্স সবার জন্য উন্মুক্ত ।
-
Impossible is nothing
Every one who try to win i mean profit. however he need a learn by forex a day,a week, a month,a leapyaer,And Year. So can be near of success.....
-
Impossble is nothing
How to tricks in Forex any body knows that,specially some one know that in market Ea robot Available,this is Fake or real please suggest me on behaif..... THis is very good this to undersdant about forex. Good thing will happen..............................!!!!!!!!!
-
আমি মনে করি ফরেক্স সবাই করতে পারে ফরেক্স করার জন্য কোন নিধারিত ব্যক্তি নেই | আমার জানা মনে ফরেক্স শিক্ষক ,ছাত্র, ব্যাংকার , যেকন চাকরি জীবি সবাই করতে পারে |তবে ফরেক্স এ দক্ষতা ছারা আয় করা সম্ভব না আপনি ফরেক্স যত দক্ষতা অজন করতে পারবেন তত ফরেক্স ভাল ফল পাবেন |
-
আমি মনে করি ফরেক্স সবার জন্য। কারন এটা একটা বিজনেস। এখানে সবাই কাজ করতে পারবে। ফরেক্স একটা লাভ জনক বিজনেস। এখানে কাজ করলে যে কই অল্পদিনে বরলক হতে পারবে। ফরেক্স বিজনেস আমাদের দেশের বেকার জুবকদের জন্য বেশি জরুরি। তাই আমি একজন স্টুডেন্ট। আমিও ফরেক্স এ কাজ করি। তাই বলব ফরেক্স বিজনেস সবার জন্য।
-
একটা কথা প্রচলিত আছে যে যত ধাক্কা খায় তত পাক্কা হয় । যে যত বেশি পরিমাণে ধাক্কা খাবে সে তত বেশি পরিমানে পাক্কা হবে । অর্থ্যাৎ ফরেক্স মার্কেটে লস বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি সব কিছুই আমাদেরকে অনেক শক্তিশালী করে যদিও আমাদেরকে ক্ষণিকের লস বহন করতে হয় । কিন্ত, তা দীর্ঘস্থায়ী লাভের সৃষ্টি করে । তাই ফরেক্স মার্কেটে যত বেশি সম্ভব নিজের উপর আত্নবিশ্বাস বৃদ্ধি করতে হবে ।
-
ফরেক্স কোন গোষ্টি বা কোন মানুষের কাছে সীমাবদ্ধ নয়। যে কেউ ফরেক্স করতে পারে। শুধ তার জন্য ইন্টারনেট কানেক্টযুক্ত কোন কম্পিউটার বা মোবাইল ডিভাইস প্রয়োজন। তার পর ফরেক্স শিখে ব্যবসা শুরু করে দিতে পারেন যে কেউ। দারুন ব্যবসা।