-
আমি বলবো প্রথমেই ফরেক্স কে পেশা হিসেবে নেওয়া ঠিক না কারন এখানে দক্ষতার একটা ব্যপার আছে। এক দিনে সব কাজে পারদর্শী হওয়া যায় না ফরেক্স অ্যানালাইসিস করতে শিখা মোটামুটি সময়ের প্রোয়জন তাই আমার মতে প্রথমে পেশা হিসেবে নেওয়া উচিৎ হবে বলে আমি মনে করি না।
-
শুরুতেই ফরেক্স কে পেশা হিসাবে নেয়া আসলেই অনেক কঠিন । কারন শুরুতে অনেকে অনেক লস করে থাকে । আমি ও অনেক অনেক লস করতাম । তাই আমি প্রথমে ফরেক্সকে পেশা হিসাবে নিতে চায়নি । কিন্তু এখন আমি ফরেক্স ব্যবসাকে আমার পেশা হিসাবে নিয়েছি । আমি বলবো যে সকলকে শুরুতেই ফরেক্স কে পেশা হিসাবে নেয়া ঠিক না ।
-
আসলে শুরুতে হক আর শেষে হক যে কোন সময় ফরেকস কে পেশা হিসাবে নিতে হলে আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে ডিমো প্যাকটিস করতে হবে তার পর নামতে হবে তাহলে সফলতা পওয়া যাবে অন্যথায় ফকির হয়ে ঘরে ফিরতে হবে
-
না ভাই আমি শুরুতে ফরেক্সকে পেশা হিসেবে নেই নি। কারন আমি শুরুতে ফরেক্স ভাল করে শিখার জন্য ফরেক্স করতেছি। আমি ফরেক্স থেকে যেদিন লাভ করব সেই দিন হয়তো আমি ফরেক্সকে আমার পেশা বা আর অন্য কোন কিছু বলে মেনে নিব যে ফরেক্স আমার কাছে আসলে কী।
-
আসলে ফরেক্সকে পেশা হিসাবে নেওয়াটা বা না নেওয়াটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাবুদ্ধির উপর নির্ভর করে।
তবে আমার মনে হয় ফরেক্সকে পেশা হিসাবে নেওয়ার আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্সকে পেশা হিসাবে নেওয়া উচিত তাহলে আপনি সফল হবেন।
-
শুরুতেই কোন ব্যবসা পেশা হিসেবে নেওয়াটা ঠিক না।কারন একটা ব্যবসা প্রতিষ্ঠিত করতে সময় লাগে আবার ঐ ব্যবসা থেকে লস ও যেতে পারে।তবে আমি মনে করি ফরেএক্স ব্যবসা আগে শিখে নিয়ে তারপর নিজের পেশা হিসেবে নেওয়া উচিত।কারন এই ব্যবসাই দক্ষ হতে পারলে প্রচুর টাকা আয় করা যাই।
-
শুরুতেই ফরেক্স কে পেশা হিসেবে নেওয়াটা ঠিক হবে বলে আমি মনে করি। তবে যদি আপনি ফরেক্স কে শুরু থেকেই পেশা হিসেবে নিতে চান তাহলে শুরুর দিকে বেশ কিছু টাকা আপনাকে লস করতে হবে তা ধরেই রাখবেন। লস করার পর অধৈর্য না হয়ে ধৈর্য সহকারে আপনার লস হয়ে যাওয়ার কারনগুলো খন্ডানোর চেষ্টা করেন। ফরেক্স এর প্রত্যেক টা বিষয় খুব গুরুত্যের সাথে শিখুন কারন এটাই আপনার পেশা। ইনসা-আল্লাহ আপনি সফল হবেন।
-
হ্যা আমি মনে করি ফরেক্স একটি খুবি লাভজনক ব্যাবসা এখানে প্রথক দিকে কিছু লস হলেও এই ব্যাবসার কিছু নিওয়ম আছে যদি শিখে নেয়া যায় তবে এখানে ক্যাশ হারানোর কোন প্রশ্নই নাই । শুধু লাভই হতে থাকবে ।
-
আগে যাচাই বাছাই করে নেয়া উচিত। শুরুতেই ফরেক্স কে যাচাই বাছাই করে নিতে হবে। প্রথমে এটাকে পার্ট টাইম পেশা হিসেবে নিতে হবে। এরপর দেখতে হবে এখানে আপনি কেমন করেন, ভবিষ্যতে এখানে আপনি কেমন করতে পারবেন। পাশাপাশি অন্যান্য পেশায় আপনার সম্ভাবনাকেও মাথায় রাখবেন। তারপর সিদ্ধান্ত নিবেন।
-
আমি বলবো শুরুতেই ফরেক্স কে পেশা হিসাবে নেয়ার প্রয়োজন নেই, প্রথমে পারটাইম করে করে যখন পূর্ণ রুপে শিখতে পারবেন তখন ফরেক্স কে প্রফেশন হিসাবে নিতে পারেন। এতে আপনি অবশ্যই সফল হবেন আশা করি। আর যদি না শিখেই আপনি ফরেক্স ট্রেড শুরু করেন তা হলে আপনি কখনও এখান থেকে লাভ করতে পারবেন না। তাই আমার পরামর্শ হচ্ছে আগে শিখেন তারপর ট্রেড করা শুরু করেন তাহলে আপনি কখনও ক্ষতি গ্রস্ত হবার সম্ভবনা নেই।