-
আপনার লস রিকভারি করার একটাই উপায় আছে আর সেটা হচ্ছে আপনি কম রিক্স নিয়ে ট্রেড করার চিন্তা করতে হবে এবং পাশাপাশি আপনাকে লোভ না করে ট্রেড করার মত মন মানসিকতা তৈরি করতে হবে। আর ধীরে ধীরে আপনি যখন ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুটা দক্ষ ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনার পুরোনো লস রিকভারি করা যায়। ফরেক্স মার্কেটে রিকভারি করার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনে দক্ষ হয়ে উঠতে হবে। এবং তার পাশাপাশি আপনাকে কম রিক্স নিয়ে ট্রেড করার পরিকল্পনা করতে হবে।
-
এটি খুবই গুরুত্তপূর্ন যে আমরা লস করলে সেটা কিভাবে রিকভার করব। কারন আমরা ফরেক্স এ প্রতিটা ট্রেড থেকে লাভবান হতে পারব না। তাই দুই একটা কিংবা আর ও বেশি ট্রেড এ আমাদের লস হতে পারে। তাই একটি ট্রেড এ লস হলে সেটা আমাদের রিকভার এর দিকে আগে নজর দিতে হবে।
-
এমন অবস্হা হলে অবশ্যই আপনাকে রিয়েল ট্রেড বন্ধ করে নতুন করে দীর্ঘদিন ব্যাপী ডেমো প্র্যাকটিস করে করে দক্ষতা অর্জন করে নিতে হবে৷ট্রেডিং কৌশলগুলো ভালো করে শিখতে হবে,সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করতে হবে৷
-
এটা খুবই সর্তক থাকা উচিত যেন আমাদের একাধিক ট্রেড এ লস না হয়। কারন একাধিক ট্রেড এ লস হলে আমরা রিকভার করতে পারব না। আর রিকভার করাও অনেক কস্টের ব্যাপার। আপনি একটা ট্রেড এ লস করলে মনে রাখবেন যেন অই লস টা আগে রিকভার করার।
-
ঘাবড়ানোর কিছুই নেই, একদম হতাশ হবেন না । এখানে লাভ লস হওয়াটা স্বাভাবিক । কারন এখানে ধৈর্য নিয়ে ঠাণ্ডা মাথায় সঠিক পজিশন ও সঠিক সময়ে সঠিকভাবে এনাল্যাইসিসের মধ্য দিয়ে সবদিক বিচার বিশ্লেষণ করে এবং লর্ট সাইজ কম রেখে আপনাকে ট্রেডগুলো নিতে হবে । কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, কেন হচ্ছে সেখান থেকে শিক্ষা নিতে হবে । এবং পরিশেষে বলব হাল ছাড়া যাবে না, আর এভাবেই লস রিকভার করা সম্ভব হবে ।
-
ভাই আপনি যদি এ রকম প্রতিটি ট্রেডে লস করেন তাহলে রিয়েল ট্রেড বন্ধ করে দিন। ডেমো ট্রেড করুন আবার এবং আপনি স্ট্রেটেজি ঠিক আছে কিনা সেটা যাচাই করুন। আপনার রিয়েল ট্রেডে যদি লস হয় তাহলে কখনও ট্রেড করা উচিত নয়। তার মানে বুঝতে হবে আপনার ট্রেডিং দক্ষতায় কোন না কোন সমস্যা আছে। আপনার দক্ষতার যে সমস্যা গুলো আছে সেগুলো যদি আপনার ঠিক করে নেন তাহলে রিকভার হয়ে যাবে তবে ধৈর্য্য ধারন করতে হবে। যদি আপনি লস রিকভার করার পিছনে ছুটেন তাহলে আপনি আরও বড় লটে ট্রেড করবেন আর যখন তখন না বুঝে ট্রেড করবেন তাতে আপনার লসের সম্ভবনা বাড়বে কমবে না। সুতরাং মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
-
আমরা লস করার পর থমেই নেমে পরি তা রিকভার করার জন্য যা আর একটি বড় ভুল.কারণ তখন আইটি হয়ে পরে রেভেন্গে ট্রেড.তাই লস হলে লস চিন্তিত করে তা বিশ্লেষণ করুন কেনল লস হলো.তার পর তা সংশোধন এর মাধ্যমে লস রিকভার করার চেষ্টা করুন.এইভাবে আমরা ভুল থেকে শিক্ষার মাধ্যমে এইভাবে লস রিকভার করতে পারি.
-
ফরেক্স এমন একটি মার্কেট এখানে সহজে লস রিকভারি করা যায় না বরং আপনি চেষ্টা করতে পারেন কিভাবে আপনার ফরেক্স মার্কেটে লস হয়েছে এবং উক্ত লস গুলো কেন হয় সেই কারণগুলো খুজে বের করতে হবে। আর যদি আপনি সঠিকভাবে কারণগুলো খুজে বের করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে তেমন একটা লস খাবেন না। বরং ক্রমানয়ে আপনি এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে।
-
ভাই ফরেক্সে নিজের লসকে রিকভার করার একটাই উপায় সেটা হল আপনাকে আপনার লসগুলো থেকে খুব ভালভাবে যাচাই করতে হবে যে, আপনি কোন কোন জায়গাতে কিভাবে আপনার লসগুলো হল। সেটা আগে বের করা, তারপর সে অনুযায়ী পরবর্তি কার্যক্রম গ্রহন করা। তাহলে আপনি আর সেই আগের জায়গাগুলোতে আর ট্রেড নিবেন না, অর্থাৎ* আগের তুলনায় দেখবেন যে তুলনামূলক ভাবে আপনার লস ট্রেডের সংখ্যা কমে এসেছে। তখন আপনি রিকভারের চিন্তা করতে পারবেন।
-
লস হলে হতাশ না হয়ে ধৈর্য্য ধারন করতে হবে এবং লসের প্রকৃত কারন খুজে বের করতে হবে ।আপনাকে এনালাইসিস করতে হবে মার্কেট মুভমেন্ট দেখতে হবে নিউজ ফলোআপ করতে হবে ।সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নেয়ার চেষ্টা করতে হবে ।