-
1 Attachment(s)
আমি মনে করি , নিউজ দেখা হল প্রচুর সময় নষ্ট করা, এটি ট্রেডিং কে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জটিল করে তোলে, নিউজ চ্যানেল বন্ধ করে তথাকথিত এক্সপার্ট দের মতামত কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি আপনার নিজের মত price action নিয়ে পড়ে থাকুন, কথা দিচ্ছি, লাভ ছাড়া ক্ষতি হবেনা !!
[ATTACH=CONFIG]16184[/ATTACH]
-
ট্রেডিং চাইলেই সবাই করতে পারে না কারন আমি মনে করি এটা অনেক রিস্কি হয়ে যায় যদি না ভালো করে নিউজ সম্পর্কে আগাম ধারনা নেওয়া যায়। নিউজ যখন রিলিজ হয় তখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি হয় তাই দু এক মিনিটের মধ্যেই প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারলে ভালো হয়। কারন ইমপ্যাক্ট অনেক সময়ই পজিটিভ হয়ে পরে নেগেটিভ হয়ে যায়।
-
প্রতিদিনই ফরেক্সে বিভিন্ন ধরনের নিউজ রিলিজ হয়। এই নিউজ গুলোর মাঝে কিছু আছে কম গুরুত্বপূর্ন, কিছু আছে মোটামুটি মানের গুরুত্বপূর্ন, আবার কিছু আছে খুব বেশি গুরুত্বপূর্ন। নিউজ গুলো ফরেক্স মার্কেটে অনেক প্রভাব ফেলে। বিশেষ করে এফ ও এম সি, এন এফ পি, ক্যাশ রেটের মতো নিউজ গুলো তো মার্কেটে ঝড় বইয়ে দেয়। নিউজ ফলো করে ট্রেড করাটাই হলো নিউজ ট্রেডিং।
-
আপনার অনেক বেশি মূলধন থাকলেও কখনও লোভী হয়ে উঠবেন না। অর্থ পরিচালনার অনুসরণ করে প্রচুর আকার নির্বাচন করুন। স্মার্ট মুনাফা অর্জনের জন্য যদি আপনার খুব পুঁজি থিবিটবিস খুব পূর্ব হয় তবে, আমি আপনার সাথে একমত এবং আপনি যদি আমাদের বড় মূলধন পরিচালনা করতে চান তবে আমাদের সঠিক অর্থ পরিচালন করতে হবে, কিছুটা ছোট নির্বাচন করতে হবে। দীর্ঘ সময় ধরে বাজারে থাকার জন্য প্রচুর পরিমাণে বাণিজ্য করা গুরুত্বপূর্ণ। কেননা নিউজ টাইমে ফরেক্স মার্কেটের পেয়ারগুলো সবচেয়ে বেশি মুভমেন্ট করে থাক। আর সে অনুযায়ী সকল ট্রেডার মার্কেটের পজিশন সঠিকভাবে বুঝতে পারে না। আর যারা মার্কেট টাইমে নিউজ এনালাইসিস করে মার্কেটের অবস্থা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারে এবং সে অনুযায়ী ট্রেড করে প্রফিট উপার্জন করতে পারে।
-
প্রতিদিনই ফরেক্সে বিভিন্ন ধরনের নিউজ রিলিজ হয়। এই নিউজ গুলোর মাঝে কিছু আছে কম গুরুত্বপূর্ন, কিছু আছে মোটামুটি মানের গুরুত্বপূর্ন, আবার কিছু আছে খুব বেশি গুরুত্বপূর্ন। নিউজ গুলো ফরেক্স মার্কেটে অনেক প্রভাব ফেলে। বিশেষ করে এফ ও এম সি, এন এফ পি, ক্যাশ রেটের মতো নিউজ গুলো তো মার্কেটে ঝড় বইয়ে দেয়। নিউজ ফলো করে ট্রেড করাটাই হলো নিউজ ট্রেডিং।ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং এর জন্য আপনাকে আগে কোন নিউজের ইম্পেক্ট কি রকম তা আগে ভাল করে জানতে হবে । অন্যতায় আপনি বড় ধরনের লসের সম্মুখিন হতে পারেন । আমার মতে আমাদের মত ক্ষুদ্র ট্রেডার ফরেক্স মার্কেটে নিউজের সময় মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকাই উত্তম ।