ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম অন্যতম ব্যবসা। ফরেক্স করতে পেরে আমি নিজে খুব ভাল একটা বিজনেস হিসাবে মনে করি। করন ফরেক্স করার জন্য বাইরে যেতে হয় না। আমরা ঘরে বসে করতে পারি। পৃথিবিতে এরকম ব্যবসা কোথাও নেই যা ঘরে বসে করা যায়।
Printable View
ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম অন্যতম ব্যবসা। ফরেক্স করতে পেরে আমি নিজে খুব ভাল একটা বিজনেস হিসাবে মনে করি। করন ফরেক্স করার জন্য বাইরে যেতে হয় না। আমরা ঘরে বসে করতে পারি। পৃথিবিতে এরকম ব্যবসা কোথাও নেই যা ঘরে বসে করা যায়।
ফরেক্স বিজনেস আসলে আমার কাছে ও অনেক মজার বিজনেস মনে হয় কারন ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা ক্রয় বিক্রয়ের মার্কেট এই মার্কেট মুদ্রার দাম বাডুক কিংবা কমুক আমাদের প্রফিট ঠিকমত হয় তাই আমরা প্রচুর টাকা আয় করতে পারি।তবে এই মার্কেট অবজ্ঞতা এবং দক্ষতা থাকাই মুল কথা।
আপনি ঠিকই বলেছেন, ফরেক্স আসলেই একটি ব্যতিক্রমধর্মী মজার ব্যবসা,কারণ এখানে যে কোন ব্যক্তিই স্বাধীনভাবে ব্যবসায় অংশগ্রহণ করতে পারে এবং এর জন্য তার কারো কাছে কোন প্রকার জবাবদিহিতার প্রয়োজন হয় না,তেমনি এখানে ব্যবসা করার জন্য তাকে ঘরের বাইরে বা কোন নির্দিষ্ট স্থানে যাওয়ার প্রয়োজন হয় না এমনকি কোন নির্দিষ্ট সময় নির্ধারণ করা নেই অর্থাৎ সে তার পছন্দ মতো সময়কে কাজে লাগিয়ে এখানে ব্যবসা করার মাধ্যমে আয় করতে পারে,আর সব থেকে মজার বিষয় হল ফরেক্স অনেকটা শেয়ার ব্যবসার মতই কিন্তু শেয়ার ব্যবসায় শুধুমাত্র পণ্যের দাম বাড়লে লাভ করা যায়, কিন্তু ফরেক্সে কারেন্সি বা মুদ্রার দাম বাড়লেও লাভ করা যায় কমলে লাভ করা যায়। তাই এক কথায় বলা যায় যে ফরেক্স অবশ্যই একটি ব্যতিক্রমধর্মী মাজার ব্যবসা।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন । ফরেক্স ট্রেডিং বিজনেস আসলেই একটা বতিক্রম আর অনেক মজার একটা বিজনেস । কিন্তু এই মজাটা আমরা বেশি দিন ধরে রাখতে পারি না , কারণ আমরা না বুঝেই ফরেক্স ট্রেডিং থেকে অনেক কিছু পাবার কল্পনা করে ফেলি । তবে আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জেনে ফরেক্স ট্রেডিং স্টার্ট করেন তাহলে বুঝবেন ফরেক্স ট্রেডিং সত্যিকার অর্থে প্রচুর অর্থ আয়ের উৎস ছাড়াও অনেক মজার একটা বিজনেস । যেটা দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থ আয় করতে পারবেন ।
আমার কাছে ফরেক্স ব্যাবসা একটি মজার ব্যাবসা,কারন।ঘরে বসে ইন্টারনেট ব্যাবহার করে আমরা এই ব্যাবসা করে থাকি,এই ব্যাবসা করে আমরা অনেক অর্থ ইনকাম করতে পারি,তাই ফরেক্স মার্কেট কে আমরা মজার ব্যাবসা বলে থাকি,ফরেক্স থেকে অনেক ইনকামের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় ফরেক্স মার্কেট নিয়ে,তাই ফরেক্স ভাল বাবসা।
হ্যা আমিও মনে করি ফরেক্স একটি ব্যাতিক্রম ও মজার ব্যাবসা অন্যান্য ব্যাবসার তুলনায়। এখানে কোন শারীরিক পরিশ্রমের দরকার পড়েনা এখানে দরকার পড়ে মেধার যা আমাদের সকলেরই কমবেশি রয়েছি। যা এখানে খাটিয়ে আমরা খুব সহজেই কাজে লাগাতে পারি। এখানে দুটো অপশন রয়েছে বাই অথবা সেল আপনি যখন খুশি বুজেশুনে যেকোন দিকেই এন্ট্রি নিতে পারেন।
স্ক্যালপিং হ'ল ব্যবসায়ের দ্রুত পদ্ধতি এবং আপনাকে স্ব-স্ক্যাল্পার বলার জন্য আপনাকে অবশ্যই কয়েক মিনিট পরে বন্ধ হওয়া ট্রেডগুলি খুলতে হবে তাই বাজারে কোনও চলমান চলাকালীন আপনাকে বাণিজ্য করতে হবে না এবং সমস্ত প্রধান বাজার খোলা থাকার সময়টি বেছে নিতে হবে are বন্যার জন্য যাতে আপনি যে লাভটি সন্ধান করেন তা লাভ করতে হবে।
ফরেক্স ব্যবসা অবশ্যই ব্যতিক্রমধমী একটি ব্যবসা । কিন্তু মজার ব্যবসা ঐ ব্যক্তির জন্য যে এই ব্যবসা ভালোভাবে বুঝতে পেরেছে এবং এই ব্যবসার উপর দক্ষতা অর্জন করেছে । সুতরাং আমি বলব আমি এই ব্যবসার মাধ্যমে সেই মজা অর্জন করতে পারব । আপনারাও সকল দক্ষতা অর্জন করেন অবশ্যই সফলতা আসবে ।
ফরেক্স অবশ্যই একটা মজার ব্যবসা বটে।আপনি ভাল করে ধৈর্য নিয়ে যদি করেন তাহলে বুঝবেন ফরেক্স আসলে কত মজার।আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই এর থেকে ভাল ফলাফল পাব ।কারণ এখানে কি রয়েছে তা আমাদের মত ট্রেডার যারা আছে তারা ঠিকই বুঝেছে।সুতরাং ফরেক্স অসাম।
হ্যাঁ,ফরেক্স ব্যাবসা আসলেই একটা ব্যতিক্রম ও মজার ব্যাবসা ,এতে সকলে ইচ্ছা করলে অংশগ্রহন করতে পারে কারন এটা একটা উন্মুক্ত বাজার এতে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জনের একটা বিশাল সুবিধা রয়েছে তাই এটা সবার কাচে একটা মজার ব্যাবসা আর এতে সফলতা নিরভর করেআপনার ফরেক্স দক্ষতার