-
বর্তমান সময়ে ফরেক্স ট্রেডিং খুবই জনপ্রিয় একটা বিজনেস । সবাই চায় ফরেক্স ট্রেডিং এ একজন সফল ট্রেডার হতে । কিন্তু হাতে গণা কিছু সফল ট্রেডার আছে আমাদের দেশে । আমি খুবই সাধারণ কিছু বিষয় নিয়ে বলতে চাই যেটা হয়ত অনুসরণ করলে আপনি ধীরে ধীরে সফলতার মুখ দেখতে পারেন । বিষয়গুলো হল ঃ
১. ফরেক্স সম্পর্কে খুব ভালভাবে জ্ঞানার্জন ।
২. লাইভ ট্রেডিং এর পাশাপাশি ডেমো ট্রেডিং করতে হবে এবং ২ টার মাঝে তুলনা করতে হবে । যেমন ঃ একটা শর্ট টাইম ট্রেড করলে আরেকটা লং টার্ম ট্রেড করে টেস্ট করেন ।
৩. রিস্ক কম নিবেন , রিস্ক নেবার লেবেল টা হবে আপনার মূলধন এর উপর নির্ভরশীল ।
৪. মানি ম্যানেজমেন্ট ফলো করবেন ।
৫. লোভ পরিহার করবেন ।
৬. নিজের ট্রেডিং কৌশল গড়ে তুলুন ।
৭. ধৈর্য ধরুন এবং নিজের ট্রেডিং কৌশল এর উপর আস্থা রাখুন ।
-
মানি ম্যানেজমেন্ট মেনে কম রিস্ক নিয়ে মার্কেটের ট্রেন্ড বুঝে বর সময়ের ক্যান্ডেল দেখে , মানে দিন বা কমপক্ষে চার ঘন্টার ক্যান্ডেল দেখে বাই বা সেল দিতে হবে। একটা ট্রেড ওপেন করে যতক্ষন ট্রেন্ড থাকে ততক্ষন ট্রেড ক্লোজ করা যাবে না। মানে দির্ঘমেয়াদী ট্রেড করতে হবে। তাহলে আস্তে আস্তে এই মার্কেটে টিকে থাকা যাবে।
-
ফরেক্স ট্রেড করে মুনাফা অর্জন করা বা সফলতা অর্জন করার জন্য অনেক পরিশ্রমের দরকার। এজন্য প্রথমেই আমাদের ডেমো অ্যাকাউন্ট খুলে টেনে প্র্যাকটিস করতে হবে দুই থেকে চার মাস তার মধ্যেই ফরেক্সের সকল বিষয়গুলো ভালভাবে জেনে নিতে হবে। তারপর আমরা যখন ফরেক্সে ট্রেড করবো তখন দক্ষ অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে করব এবং বিভিন্ন ওয়েবসাইটে ফল রাখব যাতে কোনো তথ্য আসলে সেটা আমরা সাথে সাথেই জানতে পারি। চ্যাট করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমার মূলধন কি পরিমান আছে যেমন মূলধন সে অনুযায়ী ট্রেড করতে হবে প্রয়োজনে শর্ট কথা বললাম ট্রেড করতে হবে।
-
আপনাদের মাঝে আমি একেবারেই নতুন।আমার রিয়েল কোন একাউন্ট নেই।ডেমো প্রাকটিসএ আছি।আপনাদের মতামতগুলা খুব অভিজ্ঞতা সম্পূর্ণ। আশা করি নিজেকে আপনাদপর দেখানো পথে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো।আপনাদের মতামতে আমার মতন নতুনেরা অনেক কিছু শিখতে পরে।সবাইকে অনেক ধন্যবাদ ফোরামের সাথে থাকার জন্য।
-
প্রত্যেক ট্রেডারই ফরেক্স মার্কেটে আসার পূর্বে কিছু রঙিন রঙিন স্বপ্ন দেখে আর উক্ত স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা তাদের ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতাকে আরও অধিক সমৃদ্ধ করে * যা একসময় ঐসকল ট্রেডারদেরস্বপ্ন সমূহকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ফরেক্স ট্রেডিংয়ে সফলতা অর্জনের অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ট্রেডিং কৌশল, সঠিক ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, মার্কেট এনালাইসিস ইত্যাদির আলোকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা। লোভ,লালসা,আবেগ ইত্যাদি সঠিক ট্রেডিং কৌশল প্রণয়নের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হিসেবে কাজ করে থাকে তাই সফলতার সাথে সামনের দিকে অগ্রসর হতে হলে সব সময় উল্লেখিত বিষয়সমূহকে এড়িয়ে ট্রেডিং কৌশল প্রণয়ন করা একজন দক্ষ ও অভিজ্ঞ ফরেক্স ট্রেডারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
-
ট্রেডিং এ সফলতা অর্জন করতে হলে আপনাকেে প্রচুর পরিশ্রম করতে হবে।পরিশ্রম ছাড়া ফরেক্স এ সফলতা অর্জন সম্ভব না।ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য সহকারে আগে ফরেক্স শিখতে হবে।আপনার লোভ পরিহার করতে হবে।লোভ থাকলে কখনোই ফরেক্স এ সফলতা অর্জন করা সম্ভব না।লোভ পরিহার করে আগে আপনাকে ডেমোতে নিয়মিত প্র্যাক্টিস করতে হবে।এরপর আপনাকে আস্তে আস্তে ডেমোতে শিখতে হবে কখনে ট্রেড করার উপযুক্ত সময় কখন বাই এ ট্রেড করবেন কখন সেল এ ট্রেড করবেন।মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।মানি ম্যানেজমেন্ট কিভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এগুলো আপনাকে জানতে হবে।কখন স্টপলস কখন টেক প্রফিট বসাতে হবে এগুলো আপনাকে জানতে হবে।এসবগুলো নিয়মিত ডেমোতে প্র্যাক্টিস করবেন যখন দেখবেন আপনি নিয়মিত প্রফিট করছেন তখন রিয়্যাল ট্রেড শুরু করবেন। এভাবে সবকিছু নিয়ম মেনে শিখলে আপনি ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারবেন।
-
ট্রেডিং এ সফোলতা আনতে হলে অবশ্যই আপনাকে ভালো মানি ম্যানেজমেন্ট করতে জানতে হবে তাহলে আপিনি ভালো ট্রেডার হতে পারবন এবং আপনাকে এনালাইসিস করতে ভালো ভাবে শিখতে হবে তাহলে আপনি ভালো ট্রেডার হতে সক্ষম হবেন।
-
যে কোন কাজেই সফল হতে গেলে ধাপে ধাপে এগোতে হয় ঠিক তেমনি ট্রেডিং এ সফল হতে হলে কিছু কিছু বিষয়ে ধাপে ধাপে উন্নতি করতে হবে । প্রথমেই যে বিষয়টি সম্পর্কে ভাল ধারনা অর্জন করা প্রয়োজন তা হলো ফরেক্স আসলে কিভাবে কাজ করে । তারপর কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয় এবং সবশেষে কোন নিউজ মার্কেটে কি রকম প্রভাব ফেলে সেটি সম্পর্কে ভাল ধারনা অর্জন করা ।
-
ট্রেডে সফলতা অজর্ন করতে হলে আগে মার্কেট মুভমেন্ট কি তা বুঝার চেষ্টা করুন আর মার্কেট মুভমেন্ট বুঝার জন্য আপনাকে ভাল ভাবে অ্যানালাইসিস করতে জানতে হবে,ভাল মানি ম্যানেজমেন্টের বিষয়টি বুঝতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং সম্পরকে ভাল ভাবে এগতে হলে আমাদের আগে জেটা করতে হবে সেঠা হল ফরেক্স সম্পরকে ভাল জানা ফরেক্স ট্রেড কিভাবে করলে সফল হওয়া যায় সেই সম্পরকে ভাল করে জানতে হবে এবং সেগুল আস্তে আস্তে এগতে হবে তাহলে ফরেক্স ট্রেডে সফল হওয়া যায়।