ভাই আমার এক বন্ধুর একাউন্ট ভেরিফাই করতে গিয়ে এই প্রব্লেম হয়ছিল।পরে কোম্পানিকে মেইল করলে ঐ মেইল অনুযায়ি করলে একাউন্ট ভেরিফাই করে দিছিল।
Printable View
ভাই আমার এক বন্ধুর একাউন্ট ভেরিফাই করতে গিয়ে এই প্রব্লেম হয়ছিল।পরে কোম্পানিকে মেইল করলে ঐ মেইল অনুযায়ি করলে একাউন্ট ভেরিফাই করে দিছিল।
ফরেক্স এ ঝামেলা মুক্ত ভাবে ট্রেড করতে হলে প্রথমেই একাউন্ট ভেরিফিকেশান করে নিতে হবে, তা না হ্লে পরে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে।একাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনার আই কার্ডের দুই পাসের স্ক্যান কপি প্রথম পর্জায়ে সাবমিট করতে হবে ২য় পর্যায়ে আপনার বাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি অথবা আপনার পরিচয় বা অবস্থান সম্বলিত ডকুমেন্ট এর স্ক্যান কপি উপ্লদ করতে পারেন।তাহলেই আপনার একাউন্ট ভেরিফাই হবে এবং আপনার একাউন্ট বৈধতা পাবে।
ফরেক্স এ যারা নতুন আসে বা যারা নতুন ট্রেডার তারা প্রায়ই এই ভেরিফিকেশন সমস্যায় পড়ে থাকে। আসলে তারা বুঝতে পারে না কি ভাবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে সবার জন্য আমার পরামর্শ হল আপনার যদি ড্রাইভিং লাইসেন্স এবং পার্সপোর্ট থেকে থাকে তাহলে আপনি উক্ত ডকুমেন্ট সবমিট করুন। এ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আপনাকে কোন রকম সমস্যায় পড়তে হবে না।
ফরেক্স ব্রোকারে ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে একা্িউন্ট করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা তা য্চাই - বাচাই করা । ভেরিফাই করতে প্রয়োজনিয় ডকুমেন্টস দরকারঃ তা হল 1.আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স,ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে - এর কম্পিউটার স্ক্যান কপি 2.আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস , প্রথম স্তরের জন্য আপনার খেকে72 ঘন্টা সময় নিবে । দ্বিতৃয় স্তরে ভেরিফাই করতে প্রায় এই রকম সময় প্রয়োজন হয় ।
ভেরিফিকেশনে কারো সমস্য হয়নি এমন ট্রেডার নাই । আপনার পোষ্টর এজন্য ধন্যবাদ । আমি বার বার চেষ্ট করে প্রথম লেভেল ভেরিফিকেশন করতে পরি দ্বিতীয় টা পারিনা । তবে ব্যাংক ষ্টেটমেন্ট দিয়ে এখনে চেষ্ট করিনাই ।
আপনার অভিযোগটি সত্য নয়। কারণ আমাদের হাজার হাজার ক্লায়েন্ট কোনো প্রকার সমস্যার সম্মুখীন ছাড়াই তাদের ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন করছে। ট্রেডরা ভেরিফিকেশনের নির্দেশনা ভালভাবে না পড়ে না বুঝে ডকুমেন্ট আপলোড করে যার জন্য হয়রানির সম্মুখিন হয়। যদি ভেরিফিকেশনে আপনারদের কোন সমস্যা থাকে তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে আমাদের জানাতে পারেন। আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php
ধন্যবাদ
আপনার বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ। তবে তথ্যগুলো কিছুদিনে আগে পেলে আমার অনেক সুবিধা হত। আমি প্রথমে আমার ছদ্মনাম দিয়ে ইন্সটা একাউন্ট খুলে পরে জানতে পারি আমার জাতিয় পরিচয় পত্রের নাম দিতে হবে। পরে তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি নামের বানান চেঞ্জ যোগ্য কিন্তু নাম পরিবর্তন যোগ্য না। এখন আমাকে ২মাস অপেক্ষা করতে হবে, নতুন একাট একাউন্ট খুলে ফোরামের এটাচ করার জন্য। তাই আমি বর্তমানে খুবই অসুখি। আমি মনে করি আপনার তথ্যগুলো অনান্যদের খুব কাজে আসবে।
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন আমি ফরেক্স করার জন্য অনেক আগ্রহি আমি ভাবছি ফরেক্স মাকেটে ভেরিফিকেশন করতে হলে অনেক প্রব্লেম হবে আপনার কথা শুনে আমি অনেক সাহস পায়ছি এখন মনে হচ্ছে ফরেক্স মাকেটে ভেরিফিকেশন করতে পারব আর ফরেক্স মাকেটে আয় করতে পারব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথা গুল বলার জন্য |
আমি অনেক দিন ভেরিফাই নিয়ে ঝামেলায় পড়েছিলাম। প্রথম লেভেল ভেরিফাই এর জন্য আমি আইডি কার্ড দিয়েছিলাম। আবার অনেক সময় ভেরিফাই না হলে নিজে হাতে আইডি কার্ড তুলে একটা ছবি দিলে ভেরিফাই হয়ে যায়। আর ২য় লেভের জন্য আপনার ঠিকানা যাচাই করবে ইন্সটাফরেক্স। এজন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের স্কান কপি দিতে হবে।
যখনই কোনো রিয়েল একাউন্ট ওপেন করবেন তখনই সাথে সাথে ভেরিফিকেশান করে নেওয়া দরকার৷একাউন্টটি ভেরিফাইড থাকলে একাউন্টটির পুঁজি সহ প্রফিট ও সকল তথ্যাদি সুরক্ষিত থাকবে,নিরাপদ থাকবে৷ভেরিফিকেশনের জন্য আপনার n.i.d কার্ড এবং ব্যাংকের একটা স্ট্যাটমেন্টের স্ক্যান কপির প্রয়োজন হবে৷