যে কোন কাজকে মন থেকে ভালোবাসতে হবে। আর সেই কাজ যদি আন্তরিকতার সাথে করা যায় তাহলে সেই কাজ করতে কোণ সমস্যা হয় না। ফরেক্স এ মন স্টাড করে ট্রেড করতে হবে। লস ঠেকানোর জন্য পারফেক্ট স্টপ লস বসাতে হবে।
Printable View
যে কোন কাজকে মন থেকে ভালোবাসতে হবে। আর সেই কাজ যদি আন্তরিকতার সাথে করা যায় তাহলে সেই কাজ করতে কোণ সমস্যা হয় না। ফরেক্স এ মন স্টাড করে ট্রেড করতে হবে। লস ঠেকানোর জন্য পারফেক্ট স্টপ লস বসাতে হবে।
অনেক কষ্ট করে ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে আন্তরিকতার সাথে দীর্ঘদিন যাবৎ কঠোর ধৈর্য্য ধরে শিখেছি৷আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ? সেটা আজ ভাবতে গেলে অবাক হই ও আফসোস করি যে আমরা বাঙ্গালীরা এখোনোও কত অন্ধ্বকারে কুসংস্কারে পিছিয়ে আছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও নিয়মিত আমিও লিখছি যা অতীতে শিখেছি৷
ফরেক্সের প্রতি আমার আন্তরিকতা সঠিকভাবে ভাষা দিয়ে বোঝাতে গেলে অনেক কম হয়ে যাবে, কিন্তু তারপরেও বলতে হয় যে কোন মানুষ যদি সে তার লাইফে সৎ*ভাবে, সৎ*পথে হালাল রুজি পেতে চান তাহলে এই ফরেক্স মার্কেটে যোগদান করেন। কানন এই বিজনেসটা আসলেই এফিসিয়েন্ট। এবং বর্তমানে এই ব্যবসাটা এখন পৃথিবীর সকল মানুষের নিকট খু্ব জনপ্রিয় তথাপি আকর্ষণীয় একটা ব্যবসা, যা কিনা আমাদের সকলের হৃদ্বয়ে জায়গা করে চলেছে সবসময়।
ফরেক্স এ সবাই আসে অনেক আশা নিয়ে আর অল্প সময়ে অনেক আয় এরকম আশা নিয়ে। কিন্ত সে আশা যখন ট্রেডিং করা শুরু করি তখন সব আশা আস্তে আস্তে দুরাশায় পরিনত হতে থাকে। কারণ ফরেক্স থেকে টাকা আয় করা এতটা সহজ নয় আমরা যতটা ভাবি। তবে কেউ যদি নিরলস ভাবে কাজ করে যেতে পারেন এবং ডেমো প্র্যাকটিস করে যেতে পারেন আমার মনে হয় ১/২ বছরের ভেতরে আশার আলো দেখতে পাবেন তবে সাবধান অতিরিক্ত লোভ করবেন না। আমি আন্তরিক ফরেক্সে শেখার ব্যপারে এবং যেদিন ফরেক্স নিয়ে কাজ না করি সেদিন আমার মনে আমি কিছুই করিনি। আর ফরেক্স কাজ করা ছাড়া আমার আসলে কিছু ভালও লাগে না।
আন্তরিকতাতো নিশ্চই রয়েছে তা না হলে কি এই দীর্ঘদিন ধরে এই মার্কেটে পরে থাকি আর আমি মনে করি এই আন্তরিকতা তৈরি হয়েছে ফরেক্স থেকে ভাল প্রফিট লাভের নিশ্চয়তা থেকেই। আর আমার কাছে মনে হয় এখান থেকে অনেক ভাল প্রফিট লাভের নিশ্চয়তা রয়েছে বিধায়ই এই বিজনেস দিনকে দিন এত বেশি মানুষের কাজে জনপ্রিয় হয়ে উঠেছে।
আমরা যে কোন ব্যাবসা করতে গেলে যদি সেই ব্যাবসা আন্তরিকতার সাথে যদি না করি তাহলে সেই ব্যাবসা করে কোন লাভ হবে না সব ব্যাবসায় আন্তরিকতা থাকতে হবে,তেমনি ফরেক্স এক ধরনের ব্যাবসা এই ব্যাবসায় আন্তরিকতার সাথে করলে অনেক প্রফিট করা যায়।
ফরেক্সের প্রতি আমার আন্তরিকতার কথা বলে শেষ করার মত ভাষা আমার জানা নেই।সে জন্য আমি চাই ফরেক্সকে আমার জীবন চালানোর পেশা হিসাবে গ্রহন করতে।ফরেক্সের মত এমন একটা বৃহৎ ট্রেডকে বাংলাদেশের সাধারন মানুষের হাতের নাগালে আনার জন্য বাংলাদেশ ফরেক্স ফোরামকে আন্তরিক অভিনন্দন।
আমরা জানি মানুষের আশার কোন শেষ নেই । আমার আশা ছিলো অনলাইন থেকে টাকা আয় করব । তারপর আমার এক বড় ভাইয়ের কাছথেকে ফরেক্স মার্কেট সম্পকে জানতে পারি । সে আমাকে বলে ছিলো যে তুমি ফরেক্স মার্কেট ঘরে বসে অনলাইনের মাধোমে টাকা আয় করতে পারো । এখন আমি লেখাপড়ার পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারছি । তাই ফরেক্স মার্কেটের প্রতি এবং ঐ বড় ভাইর প্রতি অন্তরিকতার শেষ নেই ।
আমি যখন ফরেক্সে ধারাবাহিক বাবে লস করতাম তখন একটা সিদ্দান্ত নিয়েছিলাম ফরেক্স ট্রেড আর জীবনে করবো না। কয়েক সাপ্তাহে ফরেক্স থেকে বাহিরে ছিলাম। একদিন অ্যাকাউন্ট খুলে দেখি বেকেন্স ৫৫৩ ডলার। যেটা পেয়েছিলাম আমার রেপার কমিশন থেকে। এই আনন্দ আবার ফরেক্সে পিরে আসি, আজকে ৭ বছর ফরেক্সে আছি। ধারাবাহিক বাবে মাসে ১০-২০% প্রফিট করে আসছি। তাই ফরেক্স আমার জীবনের একটি অংশ। আমি অনেক আন্তরিক ফরেক্স এর প্রতি।
আন্তরিক ভাবে কোন কাজ না করলে সফলতা পাওয়া কঠিন । তাই ফরেক্স আন্তরিকতার সাথে করতে হবে । যেহেতু ফরেক্স থেকে আমরা কম কষ্টে টাকা আয় করতে পারছি সেহেতু এটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি।একজন বেকারের কাছে টাকা অর্জন করা অনেক বেশী কিছু।