প্রত্যেক ট্রেডারেরই উচিত ট্রেড করার পুর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা। অনেকসময় আমরা মার্কেট এনালাইসিস না করেই বেশি আপ বা ডাউন দেখেই ট্রেড নেয়া শুরু করি এতে করি পরবর্তিতে বুজতে পারি নিজের ভুলটা কিন্তু ততখনে লস করে বসে থাকি। তাই লস না খেতে হলে অবশ্যই ট্রেডের পুর্বে মার্কেট এনালাইসিস এর বিকল্প কিছুই নেই।