হ্যা এটা পুরাপুরি সত্য। যারা ফরেক্স কিছু বোঝে না তাদের উচিত ফরেক্স বিষয়ে জ্ঞান নিয়ে পরে ফরেক্সে কাজ করা।
ধন্যবাদ
Printable View
হ্যা এটা পুরাপুরি সত্য। যারা ফরেক্স কিছু বোঝে না তাদের উচিত ফরেক্স বিষয়ে জ্ঞান নিয়ে পরে ফরেক্সে কাজ করা।
ধন্যবাদ
আমরা যাহারা ট্রেডার আছি আমরা ও এখনো ভাল ভাবে মার্কেট বুঝতে পারিনি কারণ আমরা এখোনো মাঝে মাঝে ছোট বড় মিলে লাভ নস করি তহলে কি আমাদের দক্ষতা কম আছে না বেশী আছে বুঝিনা, তাই আমি বলব একটু হলেও দক্ষতা ছাড়া ফরেস্ক মার্কেট করা ঠিক হবেনা, হয়তো দক্ষতা ছাড়া আপনাকে বড় ধরণে লস হতে পারে।
আমরা জানি ভাই ফরেক্স এমন একটি মার্কেট এখানে হয়তো ভুল ট্রেড করে দুএকটি ভাল প্রফিট উপার্জন করতে পারবেন। কিন্তু সব সময় আপনার অদক্ষতা কাজে আসবে না বরং বেশির ভাগ সময় আপনাকে মূলধন জিরো করে দিতে পারে। অতএব ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই আগে এই মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি ট্রেডিং এর কৌশল এর অভিজ্ঞতাগুলো কঠোর মনোযোগ সহকারে জানতে হবে। এছাড়াও মার্কেটের বর্তমান ও ভবিষ্যতে কি অবস্থায় রূপ নিতে পারেন সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নতুবা আপনি আপনার অদক্ষতার জ্ঞান দিয়ে এই মার্কেটে কখনই টিকে থাকতে পারবেন না।
অদক্ষতা ফরেক্সে সফলতা আনে না। সফলতা তারাই পেয়ে থাকে যারা ট্রেড করে শিখে এবং দক্ষতা অর্জন করে। একজন ট্রেডার দক্ষতা লাভ বা ট্রেড ভালো করে না শিখে ট্রেড করে সাময়িক সময়ের জন্য লাভ করে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকেতে পারে না। একটি ট্রেড করে তখনই সফলতা পাওয়া যায় যখন একজন ট্রেডারের ফরেক্স সম্পর্কে ভালো ধারনা ও অভিজ্ঞতা থাকে।
ভুল ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী ।আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে।
আমার মতে আন্দাজে ট্রেড করে হয়ত লাভ করা যায় তবে সেটা ক্ষনস্থায়ী । আপনি যদি ফরেক্সে লং টার্ম সফল হতে চান তাহলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে । না হলে ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারব না । আর একোটা বিষয় আআমদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে । ফরেক্স থেকে যেমন লাভ করা যায় তেমন এখানে অনেকে লসও করে তাই শিখেই ফরেক্স করেন তার আগে নয় ।
আমিও তাই মনে করি অদক্ষতা দিয়ে কোন কাজ করলে হয়তো সাময়িক সময়ের জন্য টিকে থাকা সম্ভব কিন্তু দীর্ঘ সময়ে টিকে থাকা সম্ভব না। আর ফরেক্সে তো একেবারেই না। কেননা ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। এখানে কাজ করতে হলে প্রথমেই প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন এর বিকল্প কিছু নাই। এটা যে শুধু ফরেক্স ট্রেডিং এর জন্য তা কিন্তু নয় আপনি যে কোন কাজেই অদক্ষ হলে সেখানে বেশি দিন টিকে থাকতে পারবেননা। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করা।
অদক্ষতা আপনাকে সামান্য সময়ের জন্য হয়ত ভাগ্যের ক্রমে অনেক লাভ এতে দিতে পারে। কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে এবং সৎ ভাবে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স শিখতে হবে।
বাজার ব্যর্থতার কারণগুলির মধ্যে রয়েছে: ইতিবাচক এবং নেতিবাচক বাহ্যতা, পরিবেশ সংক্রান্ত উদ্বেগ, জনসাধারণের পণ্যগুলির অভাব, যোগ্যতার পণ্যগুলির আন্ডারপ্রোভিশন, শুল্কের পণ্যগুলির overprovision এবং একচেটিয়া ক্ষমতার অপব্যবহার
আসলে আপনি সত্যিই বলেছেন । একজন অদক্ষ ট্রেডারও ফরেক্স থেকে লাভ করে থাকে কিন্তু তাই বলে সে ফরেক্সে টিকে থাকতে পারেনা । আর এই খানেই একজন দক্ষ এবং অদক্ষ ট্রেডারের মধ্যে বিশাল পার্থক্য হয়ে দাড়ায় । লাভ কম বেশী সবাই করে থাকি কিন্তু মাস শেষে ওই ট্রেডারই সফল যে লসের চেয়ে লাভ বেশী করে কিন্তু তার ক্যাপিটাল এর কোন রিস্ক না নিয়েই । আর এভাবেই একজন দক্ষ ট্রেডার দিনের পর দিন ফরেক্সে টিকে থাকে এবং অভিজ্ঞতা অর্জন করে নিজেকে আরও পরিনত ট্রেডার হিসেবে গড়ে তোলে ।