ফরেক্স মার্কেট এ ট্রেড অনেক ট্রেডার অনেক কিছুু করতে পারছে। আমার দেখামতে একজন ট্রেডার মাত্র ৪০ ডলার বিনিয়োগ করে সে ১০০০ ডলার করেছিল। সেই ডলার দিয়ে নিয়মিতভোবে প্রফিট ও করেছে। তাই একটা বিষয় পরিস্খার যে এই মার্কেট থেকে অনেক কিছুই করা সম্ভব। কিন্তু তারজন্য আমাদের নিয়ম শৃঙ্খলা মানতে হবে।