-
আমি একজন নতুন ট্রেডার হিসেবে এখনো ডেমো শুরু করলাম মাত্র । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা অবশ্যই লাভ লসকে মেনে নেওয়ার ক্ষমতা থাকতে হবে । কেননা লাভ-লস উভয়ে হল মার্কেটের মৈলিক বিষয় । আর আমি ডেমোতে কিছুদিন ট্রেড করে বুঝতে পারলাম যে এখানে লাভের চেয়ে লস বেশি হবে যদিনা অামরা টেকনিকেলি ট্রেড করতে পারি ।
-
হ্যাঁ ফরেক্সে যেমন লাভ হয় তেমনি লস হয় এই কথাটি একদম সত্যি কথা । ফরেক্স থেকে খুব দ্রুত টাকা উপার্জন করা সম্ভব তেমন ভাবে সব লস করা সম্ভব । এই জন্য ফরেক্স মার্কেট যেন লস কম সে জন্য প্রচুর অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে হবে , এবং সব ধরনের অ্যানালাইসিস গুলো আয়ত্তে রাখতে হবে তা হলে আমরা লস কম করব আমাদের ব্যবসায় ।
-
ফরেক্স হল একটি মার্কেট প্লেস এখানে যেমন লাভ হয় তেমনি লস ও হয় । তবে যারা ফরেক্স এর ব্যাপারে ভালো ভাবে অভিজ্ঞতা অর্জন করেছে তারা লস খুব কম করে । তাই ফরেক্স এ লাভবান হতে হলে আমাদেরকে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে হবে । এবং আমরা যখন ট্রেডিং করব তখন ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে তারপর আসল ট্রেড করা উচিৎ , শুধু তাই নয় বিশ্বাস এবং শ্রম দিয়ে কাজ করতে হবে ।
-
ফরক্স একটি অনলাইন বিজনেস। এখা থেকে প্রফি ট পওয়া যেমন সহজ তেমনি কথিন এখানে টিককে থাকা টা। তাই ফরক্স করতে হইলে ফরেক্স এর ওপর ভাল অভিজ্ঞতা থাকতে হবে। অন্নথাই লাভ এর চেয়ে লস এর সম্ভাভনা অনেক বেশি হবে।
-
ফরেক্স এ সবাই লাভ করে তা নয় কেউ আবার লস ও করে। এ ফরেক্স এ লাভ- লস মিলেই আমাদেরকে ফরেক্স এ কাজ করতে হবে। তবে আমাদের যদি লাভ করতে হয় তাহলে আমাদের ফরেক্স সমন্ধে জ্ঞান থাকতে হবে। এবং আমাদের অনেক ফরেক্স এ সময় দিতে হবে ধৈয্য ও পরিশ্রমের ফলে ফরেক্স থেকে আয় করা সম্ভব হবেই।
-
ফরেক্স হল একটি মার্কেট প্লেস এখানে যেমন লাভ হয় আবার ঠিক তেমনি লস ও হয় । ফরেক্স এ লাভবান হতে হলে ফরেক্স এর ব্যাপারে ভালো ভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে , সুধু তাই নয় আমরা যখন ট্রেডিং করব তখন আমাদের ফরেক্স এর ট্রেড এর সম্পর্কে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে হবে । ফরেক্স এ আমরা যখন ট্রেডিং করব যদি তখন আমাদের ফরেক্স এর ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে লাভবান হওয়া সম্বভ ।
-
যে কোন ব্যবসায় লাভ লস হবে এটা মেনে নিয়েই ব্যবসা করতে হয়। তাই ফরেক্সে ও লাভ, লস দুটোই আছে। এখানে ট্রেড করলে যে শুধু লাভই হবে তা না লসও হবে। তবে আপনি যদি ভাল ভাবে শিখে ট্রেড করেন তা হলে ভাল মুনাফার আসা করতে পারেন।
-
ফরেক্স হল একটি মার্কেট প্লেস এখানে যেমন আমাদের লাভ হয় আবার ঠিক তেমনি আমাদের লস ও হয় । যদি ফরেক্স এর ব্যাপারে আমাদের ভালো অভিজ্ঞতা থাকে তাহলে বেশী লস খাওয়ার ভয় কম থাকে তাই সেটা সুধু নিভর করবে অভিজ্ঞতার উপর যে যত বেশী অভিজ্ঞ সে তত বেশী লাভ করতে পারে ।
-
ফরেক্স হল সাধারণত একটি মার্কেট প্লেস , আমরা জানি যে কোন মার্কেট প্লেস এ যেমন লাভ হয় আবার ঠিক তেমনি লস ও হয় । তাই যদি মার্কেট প্লেস এ লস হয় তাতে ভয় পাওয়ার কিছু নাই , কেননা যদি ফরেক্স এ লাভবান হতে হয় তাহলে আমাদের ফরেক্স এর ব্যাপারে ভালো করে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে । সুধু তাই নয় আমরা যখন ট্রেডিং করব তার আগে অবশ্যই ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তার পর আসল ট্রেড করতে হবে ।
-
ফরেক্স হল একটি মার্কেট প্লেস এখানে যেমন লাভ হবে আবার ঠিক তেমনি লস ও অনেক হবে তাই লস হলে ভয় পাওয়ার কিছু নেই । আমাদের যদি ফরেক্স এর ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে ফরেক্স এ লাভ করা যায় কিন্তু যদি অভিজ্ঞতা না থাকে তাহলে লাভবান হওয়া সম্বভ নয় । তাই আমাদের উচিৎ ফরেক্স এ লাভবান হওয়ার জন্য বেশী করে ফরেক্স থেকে অভিজ্ঞতা অর্জন করা । সুধু তাই নয় ফরেক্স এ লাভ করার জন্য বিশ্বাস এবং শ্রম দিয়ে কাজ করতে হবে ।