-
ফরেক্স মার্কেটে সফলতা পাবার জন্য ডেমো অ্যাকাউন্ট অনেক সাহায্য করে থাকে। কারন ডেমো ট্রেডের মাধ্যমে আমরা ফরেক্স শিখতে পারি। কিভাবে ফরেক্স থেকে আয় করা যায় সেটাও ডেমো ট্রেডের মাধ্যমে শিখতে পারি। তবে অনেক নতুন ট্রেডার আছে যারা ডেমো ট্রেড করতেই চাই না। ফলে যখন তারা রিয়েল ট্রেড শুরু করে তখন তারা শুধু লস করে। তাই ফরেক্স মার্কেটে সফলতা পাবার জন্য প্রথমেই ডেমো ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স মার্কেট ডেমো হল আপনি রিয়াল ট্রাড করা আগে ট্রাডিং সম্পরকে ধারনা নেয়ার জন্য ফরেক্স মার্কেট আপনাকে ফ্রী তে ডেমো করার বাবস্থা করে দিয়েছেন । ফরেক্স মার্কেট নতুন ডের জন্য ডেমো করা অনেক জরুরি অ্যান্ড অনেক কাজে দিবে ।
রিয়াল ট্রাড হল আপনি ফরেক্স মার্কেট প্রফিট এর জন্য আপনাকে ক্যাপিটাল দিয়ে ট্রাড করা বুজায় । আমি মনে করি ডেমো আয় করা সহয় রিয়াল ট্রাড করা তত সহজ নয় ।
-
ডেমো অ্যাকাউন্ট ত্রেদার বিভন্ন কৌশল রপ্ত করতে পারলেও তার ট্রেডিং সাইকলজির কোন ডেভেলপ হয়না যে কারনে রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড কয়ারার সময় তারা বিভিন্ন শমসশার সম্মুখীন হন। আমাদের প্রত্যেকেরই উচিত ডেমো একাউন্টে ট্রেড করা। কারন এখানে মনের মত সকল ধরনের টেকনিক ও স্ট্রাটেজী প্রয়োগ করা যায়।
-
আসলে অনেকে বলে থাকে ডেমো
অ্যাকাউন্ট ট্রডারদের ভিবিন্ন কৌশল আয়ত্ত
করতে পারলেও তার ট্রেডিং
সাইকোলজির কোন ডেভেলপ্ট হয়না যে
কারনে রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড
করার সময় তারা বিভিন্ন সমস্যার
সম্মুখীন হন। তাই ডেমো অ্যাকাউন্ট কে
রিয়াল অ্যাকাউন্ট এর মতই নেওয়া
উচিত। সবাই ডেমোতে প্রাক্টিস করা অতি প্রোয়জন।
-
ডেমো আর রিয়েল একাউন্টের মধ্যে মূল পার্থক্য হলো ডেমো একাউন্টে আমরা নকল ডলার দিয়ে ট্রেড করি, আর রিয়েল একাউন্টে আমরা আসল ডলার দিয়ে ট্রেড করি। ডেমো একাউন্ট থেকে মানি উইথড্র করা যায় না, কিন্তু রিয়েল একাউন্ট থেকে মানি উইথড্র করা যায়। ডেমো একাউন্ট ব্যবহার করা হয় ফরেক্স শেখার জন্য, রিয়েল একাউন্ট ব্যবহার করা হয় ফরেক্স থেকে আয় করার জন্য।
-
জি আসলে মূলত ট্রেডিং সিস্টেম পুরাই এক, সুতরাং শিক্ষার জন্য ডেমো একাউন্ট বেবহার করাই ভালো, কিন্তু অনেকে এটাতে বোরিং মনে করে থাকেন, তাদের জন্য ফোরাম বোনাস উপার্জনের অধমে ট্রেড করার উপায় তো থাকছেই. কেউ মানুষ মনে করেন, ডেমো তে কেন লাভ এবং লিভে অ লস করেন !, আসলে সামান্য পার্থক্য রয়েছে, ডেমো একাউন্ট এ কোনো স্লিপ্পাজে থাকে না, সুতরাং মার্কেট সধারণত আপনার ট্রেড এর উপরে কোনো প্রভাব পরে না.
-
ডেমো ও রিয়েল অ্যাকাউন্টের মাঝে মূল পার্থক্য হল ডিমো একাউন্টে কোন ব্যালেন্স ভরার প্রয়োজন হয় না কারন ব্যকার হাউজ কিছু র্ভাচুয়াল ডলার ডিমো একাউন্টে দিয়ে থাকে প্রাকটিসের জন্য অন্য দিকে রিয়েল একাউন্টে কোন ফী ব্যালেন্স থাকেনা ট্রেড করার আগে অবশ্যই ব্যালেন্স এ্যাড করে তার পরে ট্রেড শুরু করতে হয়।
-
রিয়েল একাউন্টে আপনি যা যা করতে পারেন তার সবই আপনি ডেমোতে করতে পারবেন শুধু পার্থক্য হচ্ছে ডেমোতে আপনার যে লাভ-লস হবে তা আপনার বহন করতে হবে না কিন্তু রিয়েল একাউন্টে তা আপনার বহন করতে হবে। রিয়েল একাউন্ট ভেরিফিকেশনের ব্যপার থাকে কিন্তু ডেমো একাউন্ট ভেরিফিকেশনে কোনো ঝামেলা নেই। ডেমোতে আপনার বিনিয়োগ করতে হবে না কিন্তু রিয়েল একাউন্টে আপনাকে বিনিয়োগ করতে হবে।
-
ডেমো অ্যাকাউন্ট হল লাইভ অ্যাকাউন্টের প্রতিরূপ। ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে সফল হলে লাইভ অ্যাকাউন্টে আপনি সফল হবেন ডেমো অ্যাকাউন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে আমরা লাইভ অ্যাকাউন্টে ভাল পারফর্মেন্স করতে পারব
-
আসলে শুরু তে ডেমো ও রিয়েল বলে কিছু নেই সব গুলোই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ডেমো মানেই যে নিজের টাকা না গেলে কি এমন ভাবা যাবেনা। ভাবতে হব এটাই আমার শেষ সম্বল তাই আমাকে তিক্তে গেলে আমার ইনকাম দরকার, তাই ডেমোতে বেশি ভুল শোধরানর জায়গা আছে কিন্তু রিয়েল একাউন্টে ভুল শোধরানর জায়গা নাই বললেই চলে। কারন এখানে হারলে হয়ত ফরেক্স আপানার জীবন থেকেই হেরে যেতে পারে।