ভাল ফরেক্স জানলে স্টপ লস দরকার হয় নাহ, যদি মানিমেনেজমেন্ত ঠিক থাকে।
অনেক অভিজ্ঞ ট্রেড আর আছে যারা স্টপ লস ব্যাবহার করে নাহ। তারা সময় ভিত্তিক ট্রেড করে।
সুতারং আগে একটা সিস্তাম ভাল মত বুজে তার পরে ট্রেড করতে হবে,
তবে নিউজ এর ক্ষেত্রে আলাদা হিসাব।
Printable View
ভাল ফরেক্স জানলে স্টপ লস দরকার হয় নাহ, যদি মানিমেনেজমেন্ত ঠিক থাকে।
অনেক অভিজ্ঞ ট্রেড আর আছে যারা স্টপ লস ব্যাবহার করে নাহ। তারা সময় ভিত্তিক ট্রেড করে।
সুতারং আগে একটা সিস্তাম ভাল মত বুজে তার পরে ট্রেড করতে হবে,
তবে নিউজ এর ক্ষেত্রে আলাদা হিসাব।
যে কোন সময় বড় মুভ করতে পারে সে সময় ট্রেড এ যদি আপনার স্টপ লস না দেওয়া থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে আর আপনি ফরেক্স মার্কেট এ স্টপ লস ছাড়া মানিমেনেজমেনট করতে পারবেন । মাঝে মাঝে আমাদের অনেক ট্রেড বিপরীতে চলে যায় তখন ওপেন করা ট্রেডটি পুনরায় আগের অবস্থানে আসতে অনেক সময় লাগে, ততক্ষন আমরা কম্পিউটারের সামনে অনেক সময় থাকতে পারি না।
ফরেক্স মার্কেটে স্টপলস আপনাকে বড় লসের হাত থেকে রক্ষা করবে। আপনি যদি স্টপলস ছারা ট্রেড করেন আর সেই ট্রেড যদি ট্রেন্ডের বিপরীতে হয়ে যায় তখন আপনাকে শুধু লসই গুনতে হবে। এক্ষেত্রে যদি আপনার ব্যালেন্স ছোট হয় তাহলে একাউন্ট জিরো হয়ে যেতে সময় লাগবে না তবে ব্যালেন্স বেশি আর কম রিস্ক নিয়ে ট্রেড করলে সেক্ষেত্রে স্টপলস ব্যাবহার না করলেও চলে।
হা স্টোপ লস টেক প্রফিট ইউজ করা ভালো তবে এটির সঠিক ব্যাবহার জানতে হবে। তবে হাতে ৩-৪ হাজার পিপ্স নিশ্চিত রাখলে আর স্টোপ লসের প্রয়োজন নাই। প্রয়োজন সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে এন্ট্রি নেওয়া। কারন সঠিক এন্ট্রি নিতে পারলে ২০০-৩০০ পিপ্স নিশ্চিত থাকে।
ভাল ফরেক্স জানলে স্টপ লস দরকার হয় নাহ, যদি মানিমেনেজমেন্ত ঠিক থাকে। অনেক অভিজ্ঞ ট্রেড আর আছে যারা স্টপ লস ব্যাবহার করে নাহ। তারা সময় ভিত্তিক ট্রেড করে। ফরেক্স মার্কেটে যারা স্ক্ল্যাপিং করে তদের স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করলেও চলে।কিন্তুু যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে বা যারা ফরেক্স মার্কেটে পার্ট টাইম হিসাবে কাজ করে তাদের অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে।তানা হলে বিশাল লসের সমূখীন হতে হবে।স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।তাই প্রতিটি ট্রেড কার সময় স্টপ লস টেক প্রফিট ব্যবহর করা উচিত।
টেক প্রফিট ও স্টপ লস দুটি আপনার অনুপস্থিতিতে ফরেক্স ট্রেডিংয়ে অটোমেটিক সিস্টেমে নির্ধারিত প্রাইসে ট্রেড ক্লোজ হয়ে যাওয়ার পদ্ধতি। ভালভাবে মার্কেট ,ক্যান্ডেলস্টিক বা বিভিন্ন চার্টসহ অন্যান্য বিষয়গুলো এ্যানালাইসিস করার পরে আপনি যখন এ্যান্ট্রি দেন এবং আপনি যেই প্রাইসে ট্রেড ক্লোজ করতে চান সেখানে মার্ক করে টেক প্রফিট বা স্টপ লস সেট করে রাখতে পারেন। আপনি দেখেন আর নাই দেখেন অটোমেটিক সিস্টেমে উক্ত প্রাইসে মার্কেট হিট করার সাথে সাথে ট্রেড ক্লোজ হয়ে আপনার ব্যালেন্সের সাথে এ্যাডজাস্ট হয়ে যাবে।
যে কোন ব্যবসা করতে হলে সেই ব্যবসার নিয়ম নিতি আইন কানুন জানা থাকতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেটের নিয়ম নিতি ভাল করে নাজানলে ক্ষতর সম্মক্ষিন হতে হবে। তাই আমি মনে করি ট্রেড করার সময় স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা অনেক ভাল বলে আমি মনে করি।
এবার আমাদের ট্রেডিং স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে পারি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া । কারণ এই টেক প্রফিট এবং স্টপ লস এর কারণে আমাদের ট্রেড অনেক বড় ধরনের লস থেকে বেঁচে যায় । আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রতিটি ট্রেডে স্টপ লস ব্যবহার করা কারণেই স্টপ লস ব্যবহারের ফলে আমরা আমাদের অ্যাকাউন্টকে মার্জিন কল এর হাত থেকে বাঁচাতে পারে । তাই আপনি যদি একটু নিরাপদে ট্রেডিং করতে চান তাহলে আপনার উচিত স্টপ লস ব্যবহার করা ।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । মার্কেট এ্যনালাইসিস করে, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে এবং ট্রেড ওপেন করার সাথে সাথে একটি পরিকল্পিত লজিকাল স্টপ লস ব্যবহার কারতে হবে। স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন ।কেননা স্টপ লস ব্যবহারে একজন ট্রেডার তার লসকে নিয়ন্ত্রনে নিতে পারে এবং টেক প্রফিট অপশন ব্যবহারে পর্যাপ্ত ও প্রত্যশিত লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে দিতে পারে যেখানে টেনশনের কারণ থাকে না ।
ব্যক্তিগতভাবে আমি বলবো স্টপ লস এবং টেক প্রফিটকে আমাদের ট্রেড এর বডি গার্ড বলা যেতে পারে । ফরেক্সের এই দুটি টুলস আমাদের একাউন্ট আমাদের ট্রেড কে উপযুক্ত লাভ নিয়ে মার্কেট থেকে ক্লজ করে দিবে তাতে আমরা মার্কেটের সামনে থাকি বা না থাকি । আর স্টপ লস আমাদের একাউন্ট কে রক্ষা করে।তাই তাদেরকে অবশ্যই স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার করা উচিৎ৷নইলে তাদের ব্যালেন্স দ্রুত শুন্য হয়ে যেতে পারে৷আর দক্ষ ট্রেডারদের পদ্ধতি সর্বদা ভিন্ন৷নতুন ট্রেডারগণ যখন দক্ষ হয়ে যাবেন তখন তাদেরকে এগুলো ব্যাবহার না করলেও ব্যালেন্সের কোনো সমস্যা হবেনা৷