আমার মতে ফরেক্স অনেক মজার। কারন ফরেক্স বিশ্বের যেকোনো জায়গা থেকেই করা যায় এবং সপ্তাহের 5 দিন যেকোনো সময় ট্রেড করা যাই। মোবাইল, লেপটপ, ডেস্কটপ যে কোনোটি দিয়েই ফরেক্স করা যায় । শুধু মাএ ইন্টারনেট কানেক্ট থাকলেই হল।
Printable View
আমার মতে ফরেক্স অনেক মজার। কারন ফরেক্স বিশ্বের যেকোনো জায়গা থেকেই করা যায় এবং সপ্তাহের 5 দিন যেকোনো সময় ট্রেড করা যাই। মোবাইল, লেপটপ, ডেস্কটপ যে কোনোটি দিয়েই ফরেক্স করা যায় । শুধু মাএ ইন্টারনেট কানেক্ট থাকলেই হল।
আসল ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
পৃথিবীর সব থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে ফরেক্স এটা ভাবলে সবাই মজা পাই যারা ফরেক্স এ কাজ করে। আর ফরেক্স থেকে ভা লাভ ও করা যায় সব পেসার লোক ফরেক্স এ কাজ করতে পারে। ফরেক্স এ কাজ করে জীবনে অনেক উন্নতি সাধন করা সম্ভব যা খুব দ্রুত।
বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল জনবহুল দেশ।স্বাধীনের পর থেকে এ দেশে জনসংখ্যা প্রচুর বেড়ে যায়।এই প্রচুর জনসংখ্যার কারনে কর্মসংস্থান যেন সোনার হরিন হয়ে দাড়িয়েছিল।সেই অবস্থায় বাংলাদেশের গুটিকয়েক জনগন ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা পায়।আস্তে আস্তে অনেকেই ফরেক্সের মাধ্যমে কমর্সংস্থানের অভাব পূরন করতে শুরু করে। এভাবে ফরেক্স বাংলাদেশের অনেকেরর কর্মসংস্থানের ব্যবস্থাসহ বর্তমান অর্থনৈতিক উন্নয়নের একটা হাতিয়ার হিসেবে পরিগনিত হচ্ছে।
ফরেক্স ব্যবসা কে আমি কখনো মজার ব্যবসা বলব না।কারন এই ব্যবসাই যত টেনশন করতে হয় তা অন্য কোন ব্যবসাতে করা লাগে না।তবে এই ব্যবসার কিছু সুবিধা আছে। আর সুবিধা গুলো হল ফরেক্স যেহেতু স্বাধীন ও মুক্ত ব্যবসা তাই এইখানে আপনিই বস।এই ব্যবসা ঘরে বসে করা যাই এবং কারো অধিনে থাকা লাগে না।তবে মার্কেট থেকে সাফলতা পেতে গেলে মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞ হতে হবে।
ফরেক্স এর বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। যা অন্যন্য ব্যবসায় থাকে না। এটা ঘরে বসে করা যায়। এটা র জন্য বাইরে যেতে হয় না। ফরেক্স বাসায় কম্পিউটার এবং ইন্টারনেট থাকলেই করা যেতে পারে। আর একাজে নিজের বস নিজেই। নিজের সিন্ধান্ত নিজেই নিতে হয়।
ফরেক্স মাকেট করতে আমার খুব ভাল লাগে ফরেক্স থেকে আয় করা যায় বলে | ফরেক্স মাকেটে আপোণী আয় করছেন না লস করছেন তা আপনার নিজের হাতে আমি মনে করি | ফরেক্স থেকে আয় করে অনেক টাকার মালিক হওয়া যায় তাই আমার ফরেক্স করতে ভাল লাগে |
ফরেক্স এ দক্ষ হলে ফরেক্স আপনার জন্য শুধু মজা আর মজা। আপনি এই ব্যবসা ঘরে বসেই করতে পারেন। এখানে কোন লোক বা জনবল নিয়োগ দিতে হয় না। এই ব্যবসার মালিক আপনি নিজেই আবার কর্মচারিও আপনি নিজে। ফরেক্স মার্কেটে কাজ করলে আপনি আপনার ফ্যামিলি কে অনেক বেশি সময় দেতে পারবেন।
ফরেক্স এতো মজার হওয়ার কারন হলো এখানে কোন টাইম ফ্রেম নাই যে এতো ঘন্টা কাজ করতেই হবে না হলে পেমেন্ট দিবে না। এখানে কারো গোলামি করার লাগে না। এখানে আনলিমিটেড ইনকাম এর সুযোগ আছে। একা একা ঘরে বসে এই কাজটা করা যায়। ফ্যামিলিকে অনেক বেশি সময় দেয়া যায়। আপনি সবসময় বিজি আবার সবসময় ফ্রি।
আমি একটা উদাহরণ দিই, আপনে যখন পরীক্ষার হলে ঢুকে পরিক্ষা দেন, তখন যদি আপনার পরীক্ষার সব প্রস্ন কমন থাকে তাহলে আপনার খুব মজা হবে, আরা যদি সব প্রশ্ন আপনার জন্য জটিল হয় তাহলে আপনার অনেক খারাপ লাগবে তখন আপনে পরিক্ষাই ফেল করবেন, তাই ফরেক্স মার্কেট এমন একটা জিনিষ আপনে যদি অভিজ্ঞ ট্রেডার হতে পারেন তাহলে ফরেক্স করে খুব মজা পাবেন।