-
ফোরাম খুব গুরুত্বপূর্ণ । যে ট্রেডার যত বেশী ফোরামে পোষ্ট দিবে সে তত বেশী দক্ষতাবান হতে পারবে । আমরা সর্বদা ফোরামে পোষ্ট দেওয়ার চেষ্টা করব । যে যত বেশী পোষ্ট দিবে সে ফরেক্স মার্কেট সর্ম্পকে বেশী বেশী জানতে পারে । আমরা আগে ফোরামে পোষ্ট বেশী বেশী পোষ্ট দেওয়ার চেষ্টা করব । আমরা কখনোই এ্যানালাইসিস ছাড়া ট্রেড করব না তাহলেই আমরা লসে পড়ব না ।
-
ফোরাম ফরেক্স ট্রেড এর একটি গুরুত্বপূর্ণ অ;শ । আমি ফোরাম কে ভালবাসি তার কারন হল, আমি ফোরাম থেকে অনেক শিখতে পারছি।আমি মনেকরি ফরেক্স বিষয়ে যেকোন তথ্য ফরেক্স বাংলা ফোরামের মাধ্যমে জানতে পারবো এবং এখানে জ্ঞনগর্ভ মূলক পোষ্ট করার মাধ্যমে কিছু অর্থ পাওয়া যায়।যা দিয়ে আমরা ট্রেড করতে পারবো এবং ট্রেড করে যে প্রফিট হবে তা আমরা উত্তোলন করতে পারবো।এজন্য বাংলা ফোরাম আমাদের কাছে ণ্ডরুত্ব অনেক।
-
ফোরামের গুরুত্ব আমাদের সকল ট্রেডারের দেয়া উচিত । আমরা যদি ফোরামের গুরুত্ব দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা চিন্তামুক্ত থাকতে পারি । অতএব সব সময় বেশী বেশী ফোরামে পোষ্ট দিতে চেষ্ট করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ব্যবসা বেশী বেশী করে করতে থাকেন তাহলেই লাভবান হতে পারবেন । আর ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার মন মানসিকতা করেন ।
-
ফরেক্স গুরুত্বপূর্ণ একারণেই যে বর্তমানে সারা বিশ্বব্যাপি ফরেক্সের অনেক বেশি জনপ্রিয়তা অছে এবং সারা বিশ্বব্যাপিই ফরেক্স তার অবস্থান সুদৃঢ় করে রেখেছে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে । নিজে একজন দক্ষ ট্রেডার হতে পারলে আরো দশজন ট্রেডারকে এই মার্কেটে তুলে আনা যাবে । তাই যত বেশি সম্ভব দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে ।
-
আসলে আমরা সবাই চাই নিজের পকেটের টাকা খরচ না করে দুই পয়সা আয় করতে। তাই তো সবাই ফোরামে এত এত সময় দেয় বা দেই। আর একটা কারণ হল আমরা যখন ফোরামে ঘোরাঘুরি করি তখন কিছু না কিছু হলে ও জানতে বা শিখতে পারে। এটা আসলে উপরি পাওয়া বলতে পারেন। তবে ফোরামের খালি কয়েকটা ডলারের জন্য্ ঘোরাফেরা করা আমার কাছে উচিত হবে বলে মনে হয় না।
-
হ্যা ভাই ফোরাম আমার কাছে অ অনেক গুরুত্ত পুরন একটা জায়গা ।আমি ফোরাম কে অনেক ভালবাসি।ফোরাম থেকে টাকা আয় করা যায় তার জন্য না । আমি ফোরাম কে ভালবাসি তার কারন হল, আমি ফোরাম থেকে অনেক শিখতে পেরেছি ।আই জন্নই আমি ফরুমকে ভালবাসি।
-
আমি বলবো ফোরামের গুরুত্ব সদূর প্রসারী। আমার আফসোস হয় কেন আমি আরো আগে এই ফোরামে যোগ দেই নি। যদি আগে আমি জানতে পারতাম এই ফোরাম সম্পর্কে তবে হয়ত বা আমার ৭০০-৮০০ ডলার হারাতে হত না। তবে যত যাই হোক এখন এর সাথে আছি এবং থাকবো।
-
ফরোরাম এত গুরুত্বপূর্ন হওয়ার কারণ হল শেখার জন্য । ফোরাম থেকে ফরেক্স ব্যবসাটি অনেক শেখা যায় । আমরা সব সময় ফোরামে পোষ্ট দিব নিজেকে দক্স ট্রেডার হিসেবে তৈরি করার জন্য । অতএব বেশী বেশী মার্কেট পর্যবেক্ষণ করতে হবে । আমরা সব সময় ফোরামে পোষ্ট ভালো ভাবে দিব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও বেশী বেশী ফোরামে পোষ্ট দিতে থাকেন ।
-
আমার মতে ফোরাম ফরেক্স ট্রেড এর একটি গুরুত্বপূর্ণ অ;শ । ফরুমের মাধ্যমে আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারি ।যা রিয়াল ট্রেড করার ক্ষেত্রে অনেক উপকারী । তাই ফোরাম কে সবাই অনেক গুরুত্ব দেয় । আর ফোরাম এর বোনাস
দিয়ে আপনি রিয়াল ট্রেড করতে পারবেন । যার ফলে আপনার নিজের টাকা দিয়ে ট্রেড করতে হয় না।
-
ফোরাম আসলে এমন একটি জায়গা যে আমাে যারা ফরেক্স করি তারা নিজেরা নিজেদের মাঝে অভিজ্ঞতার বিনিময় করতে পারি। আর অভিজ্ঞতা বিনিময় এতো গুরুত্বপূর্ন যে আপনিি এতো যা কিছু শিখেছেন ফরেক্সে এর ফোরামের মাধ্যমে তার চেয়েও বেশি জানা ও শেখা সম্ভব। তিাই ফোরাম খুবই গুরুত্বপূর্ন।