-
আমরা জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের টার্মিনালের একটি চার্ট ফলো করতে হয়। এই চার্টে আপনি যেমন ইর্চ্ছা তেমন ভাবে সাজিয়ে নিতে পারবেন। তবে চার্টে ক্যান্ডেল স্টিটি বেশি জনপ্রিয় একটি চার্ট। এই ক্যান্ডেল স্টিক অনুসারে ট্রেড করতে হলে আপনাকে ক্যান্ডেল এর আকৃতিগুলি আয়ত্ব করতে হবে। যদি আপনি তা পুরপুরি আইওত্ত করতে পারেন তাহলে আপনি এই মার্কেট এ সফল হতে পারবেন । ক্যালেন্ডারে হয়তো সেরকম কিছু সুবিধা আছে যার মাধ্যমে গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়ে ভাল প্রফিট পেতে পারেন।
-
জ্ঞান গর্ভে না ডুকলে যেমন কিছুই বোঝা যায় না তেমনি ফরেক্স । অামরা ফরেক্সের যতগুলো সাইড রয়েছে সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করব । পাশাপাশি ক্যালেন্ডার নামক অপশনটি ভালোভাবে পরিক্রমণ করব তাহলেই মার্কেট নিয়ে কিছুদূর পথ পাড়ি দিতে সক্ষম হব ।
-
ফরেক্স ক্যালেন্ডারের জন্য আপনারা কয়েকটি নির্ভরযোগ্য সাইট যেমন Forex Factory,Investing.com,Street Forex,Bloomberg....ইত্যাদি যে কোন সাইট সর্বদাই খেয়ালে রাখতে হবে৷এই সাইটগুলোতে আপনি ক্যালেনডার ছাড়াও অনেক গুরু্বপূর্ণ বিষয় পাবেন যেগুলো সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করার জন্য সহায়ক হবে৷সকল প্রকার নিউজ এখানেই পাবেন৷মার্কেটের গতিবিধি বা ট্রেন্ডের এবং সাপো্র্ট/রেসিস্ট্যান্সের লেভেল গুলোর কিছু পূর্বাভাষ পাবেন৷অর্থাৎ ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য এই সাইটগুলোতে স্টাডি করতে হবে৷
-
ফরেক্স কালেন্ডার বলে কিছু নেই, ইকোনোমিক ক্যালেন্ডার আছে, আপনি হয়ত ইকোনোমিক ক্যালেন্ডার বোঝাতে চেয়েছেন । অর্থনৈতিক ক্যালেন্ডার হল এমন একটি ক্যালেন্ডার যার মাধ্যমে একটি দেশের ইকোনোমিক রিপোর্ট প্রকাশ করা হয় । প্রতিটি ব্রোকার ইকোনমিক ক্যালেন্ডার প্রদান করে এবং এর মাধ্যমে নিউজ ট্রেডাররা নিউজ ট্রেড করে । প্রকৃতপক্ষে আমরা যে নিউজগুলো দেখি এগুলো একটি দেশের অর্থনৈতিক প্রতিবেদন । এগুলো একটি দেশের অর্থনৈতিক অবস্থা প্রকাশ করে এটাই হল ফরেক্স ক্যালেন্ডার ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমি মনে করি আমাদের টার্মিনালের একটি চার্ট ফলো করতে হতে পারে।আপনি যদি ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে জানতে চান তাহলে আপনি ফরেক্স ট্রেডিং চালিয়ে জান।আমি মনে করি ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে জানতে হলে ব্রোকারের ক্যালেন্ডার ভাল ভাবে দেখে নিলেই আমরা ভালো করে জানতে পারবো বুঝতে পারবো বলে আমি মনে করি
-
ফরেক্স কেলেন্ডারে আপনি ফরেক্স নিউজ পাবেন। এটি ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য অবেক জরুরী। একটি দেশের মুদ্রার দাম উঠা নামার জন্য নিউজের উপর নির্বর করতে হয়। নিউস ৩ প্রকার হয়ে থাকে হাই ইমপেক্ট নিউজ, লো আর মিডিয়াম। আমি www.forexfactory.com সাইড থেকে নিউস দেখে থাকি।
-
যারা নিউজ ট্রেড করেন তাদের জন্য ইকোনোমী ক্যালেন্ডার অত্যান্ত জরুরী একটি বিষয় এবং যারা নিউজ ট্রেড করেন না তাদের ও ইকোনোমী ক্যালেন্ডার এর দিকে নজর রাখতে হয় তা না হলে কখন কোন নিউজ বের হয় এটি না জেনে যদি ট্রেড করা হয় তাহলে যখন বড় কোন নিউজ বের হবে তখন আপনার অনেক বড় লস হতে পারে। তাই সকলকে ইকোনোমী ক্যালেন্ডার এর দিকে নজর রাখা একান্ত জরুরুী। এজন্য আমরা কিছু সাইট আছে যেখানে নিউজগুলি পেতে পারি তার মধ্যে মাই এফএক্স এবং ইনভেষ্টিং ডট কম অন্যতম। নিউজগুলি যদি হাই ইম্পেক্ট থাকে তাহলে মার্কেটে সেটি বেশি প্রভাব ফেলবে এবং মিডিয়াম ও লো ইমপেক্ট ও মোটামুটি মার্কেটে প্রভাব ফেলতে পারে।
-
এর গুরুত্ব নিয়ে বেশ কিছু আর্টিক্যাল পড়েছি। কিন্তু বিষয়টা এখনো ঠিক ভাবে বুঝে উঠতে পারছিনা। আমরে যে যে তারিকে করে থকি ট্রড সেটি কাই বুজান হই। ফরেক্স ট্রদ শপ্তেহে ৫ ধিন হই থাকে। হ্যাংগিন ম্যান ক্যান্ডেলস্টিক গুলি সম্পর্কে আপনাকে ভাল ধারনা নিতে হবে। ৫ দিনকেই ফরেক্স ক্যলেন্ডার হিসেবে ধরা হয়।
-
আমার জানামতে ফরেক্স ক্যালেন্ডার বলতে মুলত ইকোনোমিক ক্যালেন্ডারকেই বোঝায়। ইকোনোমিক ক্যালেন্ডার হল বিভিন্ন ঘটনা নির্ণয়ে মার্কেট মুভিং এর সম্ভাব্য প্রতিফলন বা ফলাফল তথ্য । এই ক্যালেন্ডারে সময় অনুযায়ী নির্দিষ্ট কোন ইভেন্টের ইফেক্ট কি হয় এবং হতে পারে তার একটি রিপোর্ট প্রদান করে। যা দেখে ট্রেডাররা বুঝতে পারে যে পরবর্তী মার্কেট ট্রেন্ড কি হতে পারে এবং সে অনুযায়ী তারা মার্কেটে প্রবেশ করে। এই ক্যালেন্ডারে সময় সময়ের বিশ্বব্যাপী ভিবিন্ন ইভেন্টের ফোরকাস্ট করা হয়।
-
এর গুরুত্ব নিয়ে বেশ কিছু আর্টিক্যাল পড়েছি। কিন্তু বিষয়টা এখনো ঠিক ভাবে বুঝে উঠতে পারছিনা। আমরে যে যে তারিকে করে থকি ট্রড সেটি কাই বুজান হই। ফরেক্স ট্রদ শপ্তেহে ৫ ধিন হই থাকে। হ্যাংগিন ম্যান ক্যান্ডেলস্টিক গুলি সম্পর্কে আপনাকে ভাল ধারনা নিতে হবে। ৫ দিনকেই ফরেক্স ক্যলেন্ডার হিসেবে ধরা হয়।