-
আমি মনে করি না যে একাউন্ট জিরো করাতে আমাদের কোন ধরনের লাভবান হতে পারব । বরং আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাউন্ট দীর্ঘ একটা সময়ের জন্য ধরে রাখাটাই হল একটা বিরাট চ্যালেন্জ । কেননা যারা এই চ্যালেন্জ মোকাবেলা করতে পারবে না তারা কখনো ভাল কিছু করতে পারবে না । তাই আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে অবশ্যই নিজেকে সর্বাগ্রে প্রস্তুত করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে এমন লোক খোজে পাওয়া যাবেনা যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গিয়ে একাউন্ট জিরো করে নাই আমি নিজেও ট্রেডিং করতে গিয়ে মিনিমাম ১৫ থেকে ২০ বার একাউন্ট জিরো করে ছি তাই আমাদের, একাউন্ট জিরো হয়ে গেলে আমাদের ট্রেডিং বিষয়ে অনেক অভিজ্ঞতা বাড়ে ফরেক্স মার্কেট পরে ভাল প্রফিট করা যায়।
-
আমি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে প্রথম প্রথম বেশ অনেক বার একাউন্ট শূন্য করেছি।ফরেক্স আসলেই একটি কঠিন ব্যবসা দক্ষতা ছাড়া যেই ট্রেড করতে যাবে তাহলে তার একাউন্ট বার বার শূন্য হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,যেতে আমাদের ব্যলেন্স জিরো না হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার নিয়ম মেনে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে।
-
আসলে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।
-
আমি ফরেক্সে ৪ মাস ধরে আছি ।প্রথম মাসে ২০ ডলার দিয়ে ইওনভেস্ট করি এবং তা ২ ঘন্টার মধ্যে ০ হয়।তারপর ৫০ ডলার ০ হয় ,১০০ ডলার ০ হয় , ৮৯ ডলার ০ হয়।আমি সর্বমোট ৪ বার একাউন্ট ০ করে ফেলি।এই ৪ মাসে আমার লস দাড়াই প্রাই ৩০০ ডলারের মত।
-
ফরেক্সে আমার বয়স কাল হল মাত্র ৫ মাস।এই মাসে আমি ৭ বার একাউন্ট ০ করে ফেলি।৪০+৬০+৭০+১০০+১০০+৫০+৫০=৪৭০ ডলয়ার মত লস করেছি।কিন্তু একবারেও টাকা তুলে পারিনি।ট্রেড করে যে লস খাতাম সব সময় তা কিন্তু না আমার একাউন্ট লসের প্রধান কারন ছিল আমি মার্কেটে একটু বেশি লোভ করতাম।
-
এই লেখকদের আমি স্যলুট করলাম তারা অনেক কম লস করে ফরেক্সে ট্রেড করছে যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অবশ্য যদি তারা সত্য কথা লিখে থাকেন ??? মাত্র কয়েকবার ব্যলেন্স জিরো করেছেন ? আমি অধম,মাথানষ্ট,রাক্ষস রিয়েল ব্যলেন্স জিরোতে কম করে হলেও ট্রিপল সেন্চুরী করেছি ৷এখন তেল ছাড়াই ঘুমাইতে পারি৷ডেমো কনটেস্টে ১৭ টা প্লেস পাইছি৷
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন আমি দুই বার ব্যালান্স জিরো করেছি।ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে সামান্য ভুলের কারনে অধিক ক্ষতি হয়ে যায়।সর্বশেষ যেদিন আমার ব্যালান্স জিরো হয় সেদিন মাত্র একটা ট্রেড ভুল ট্রেড ওপেন করেছিলাম যার কারনে আমার সব ব্যালান্স শেষ হয়ে গিয়েছিলো।তাই ব্যালান্স জিরো করতে না চাইলে অবশ্যই ভুল ট্রেড ওপেন করা যাবে না।
-
ব্যক্তিগতভাবে আমি প্রথম ১০ ডলার দিয়ে শুরু করেছিলাম ,কিন্থু আমি এই টাকা দিয়ে বেশি দিন লেনদেন করতে পারি নাই।তার কারন হল আমি ভালভাবে বুঝতাম না।কিন্থু এখন আমি আর আমি আর আগের মত লস করি না।আগে আমি শুধু সাপোট আর রেসিস্টেণ্ট দেখে বাই এবং সেল করতাম,কিন্থু একন অনেক কিছু এনালাইসিস করে তার পর ট্রেড করি।