-
আমি এখোনো মোবাইলে রিয়েল ট্রেড করিনি তবে ডেমো ট্রেড করেছি। আপনি মোবাইল ডিভাইস থেকেও ট্রেড করতে পারেন আবার আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকেও করতে পারেন। তবে আমার মনে হয় মোবাইলের স্ক্রিন ছোট তাই কম্পিউটার অথবা ল্যাপটপ থেকেই ট্রেড করা ভাল হবে। যদি আপনার এগুলো না থাকে তবে মোবাইল থেকেও করা যাবে।
-
হ্যা আমি ফরেক্স মাকেট মোবাইল ট্রেড করেছি তবে ভাই আমার মনে হয়েছে মোবাইল ট্রেড করলে সহযে আপনি করতে পারবেন | ফরেক্স আমি মনে করি মোবাইল ট্রেড করার থেকে পিচিতে ট্রেড করা ভালো এখাণে আপনার টাকা ইনভেস্ট করা কোন ভূল হলে আপনি লস করতে পারেন | ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স থেকে আয় করুন ধন্যবাদ|
-
হ্যা ভাই আমি প্রথমেও মোবাইলে ট্রেড করতাম আর এখনো মোবাইলে ট্রেড করি . এতে আমার অনেক সুবিধা হয়। আমি যে কোন যাইগাই বসে ট্রেড করতে পারি এবং আমি যে কোন সময় মার্কেটের চার্ট দেখতে পারি।
-
বলতে গেলে আমার বেশিরভাগ ট্রেড মোবাইলেই হয়। কারন আমাকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয়। আর বাইরে তো আর পিসি পাব না। মোবাইলই ভরসা। পিসির মত সব সুযোগ পাওয়া না গেলেও মোবিাইলেও ভাল ভাবে ট্রেড করা যায়।
-
আমি রাতে মোবাইল দিয়ে শুধু আমার ট্রেড গুলো দেখি কিন্তু কখনো ট্রেদ করি না।কারন মোবাইলে মার্কেট এনালাইসিস করতে সমস্যা হয়।আর তাছাড়া আমি মোবাইলে মার্কেটের ক্যান্ডেল্গুলো ভাল করে বুঝতে পারি না।
-
অাগে আমাদের শুধু কম্পিউটারে ট্রেড করতে হতো । কিন্ত বর্তমানে আমরা ট্রেড করতে পারি মোবাইলে যেটা আমাদের জন্য নিৎসন্দেহে একটা অনেক বড় সুযোগ । ফরেক্সে যে যত বেশি পরিমাণে দক্ষতার সহিত ট্রেড করবে সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । ফরেক্সে ব্যবসায় প্রযুক্তির অভাবনীয় উন্নতির সাথে সাথে এই মার্কেট আপডেট হচ্ছে যেটা আমাদের অনেক বেশি পরিমাণে স্বাধীন ব্যবসা করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি দিচ্ছে ।
-
আমার জানামতে আগে ফরেক্সে কম্পিউটার থেকেও ট্রেড করা যেত না। এক সময় সাধারন ট্রেডার রা ফরেক্সে ট্রেড করতে পারতেন না। পরে ইন্টারনেটের মাধ্যমে ফরেক্সে সাধারন ট্রেডার রা ট্রেডের সুযোগ পান, কারন এসময় ব্রোকারের আবির্ভাব হয়। কিন্তু এখন তো মোবাইল ট্যাব দিয়েও ট্রেড করা যায়। আমি আমার পিসির পাশাপাশি মোবাইলেও ট্রেড করে থাকি।
-
হ্যা মোবাইল দিয়েও ফরেক্স ট্রেড করা যায়। তবে স্মার্ট ফোন হতে হবে। স্মার্ট ফোন দিয়ে যদিও সিগন্যাল গুলো ভালভাবে বুঝা যায় না তার পরেও মোবাইল দিয়ে ফরেক্স ট্রেড আপনাকে অনেক ভাবে সাহায্য করবে। ধরুন আপনি বেশ কয়েকটি ট্রেড ওপেন করে কোন কাজে বাসার বাইরে বের হয়ে গেলেন তখন আপনি মোবাইল এ মার্কেটের অবস্থা দেখে নিতে পারেন। এবং ক্লোজ করার মত হলে ট্রেড ক্লোজ করে দিলেন নাতো থাকল।
-
হ্যা আমি ফরেক্স মাকেট মোবাইলে ট্রেড করেছি ভাই আমি মনে করি ফরেক্স মাকেটে মোবাইলে ট্রেড না করে কম্পিউটার করা ভাল আপনি ভাল ভাবে বুঝতে পারবেন | মোবাইলে ট্রেড করলে আপনি অনেক সময় নেট সমস্যা হতে পারে তাই আমি মনে করি মোবাইলে ট্রেড না করা ভাল |
-
ফরেক্স এমন একটি বিনিয়োগের বাজার যেখানে যেকোনো মানুষ যেকোনো স্থান থেকে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে লাভবান হতে পারে । ফরেক্স ট্রেড করার জন্য দরকার একটি কম্পিউটার/ল্যাপটপ কিংবা একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট । আমি আমার স্মার্ট ফোন ট্রেড করি । আমি যখন আমার কোনো কাজে বাইরে থাকি বা কোথাও বেড়াতে যাই ফরেক্স ও আমার সাথে যায় আমার মোবাইল এ করে । মোবাইল এ ট্রেড করার সুবিধা থাকি আমাদের অনেক উপকার হয় আমরা সবসময় মার্কেটের অবস্থা জানতে পারি বা মার্কেটে থাকতে পারি ।