-
ফরেক্স ট্রেড খুব সহজ না,আবার খুব কঠিন না । আপনার যদি ফরেক্স মার্কেটের বেসিক কনসেপ্ট গুলি ভালভাবে জানা থাকে তবে ধীরে ধীরে এই মার্কেটে আপনি প্রফেশনাল হয়ে উঠতে পারবেন । এজন্য আপনাকে ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে , অতি লোভ করা যাবেনা , বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে জানত্রে হবে , মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিসে দক্ষ হতে হবে । যদি এগুলি জানা থাকে তবে ফরেক্স আপনার জন্য সোজা এবং আপনি প্রফিট করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই সহজ কিন্তু মার্কেট থেকে প্রফিট নেওয়া আর মার্কেটে টিকে থাকা অনেক কঠিন তাই আমাদের ফরেক্স মার্কেটে টিকে থাকতে হবে মার্কেট থেকে প্রফিট নিতে হবে তার জন্য আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে ফরেক্স, লোভ করা থেকে বিরত থাকিতে হবে
-
কোন কিছুই কঠিন নয় যদি মন দিয়ে করা হয়।
-
না ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুবই সহজ নয়।ফরেক্স মার্কেট এ আমাদের কে অনেক কষ্টের বিনিময় ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট এ আমারা আমাদের মেধা দিয়ে ট্রেড করি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য শারীরিক কষ্ট না হলেও মানসিক কষ্ট বরা বরি হয়।কারণ ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে তিন প্রকার এর এনালাইসিস করতে হয়।এতে আমাদের অনেক সময় এর প্রয়োজন হয় এর পাশাপাশি আমাদের অনেক কষ্ট হয়।
-
ফরেক্স ট্রেড খুব একটা সহজ নয় এবং আইটি আয়ত্ত করাটা ও সময় সাপেক্ষ বেপার যার জন্য সবাই ধর্য ধরে জ্ঞান অর্জন করে না.ফরেক্স আপনার লাভ এর প্রায় সিংহভাগ নির্ভর করে ফরেক্স মার্কেট এর উপর এবং এই মার্কেট বোঝাটাই কঠিন বেপার.কারণ এক এক মুহুর্তে মার্কেট এর রূপ এক এক রকম.আপনাকে বুঝতে হবে কোন রূপ আপনার ট্রেড এর জন্য উপযোগী.
-
ফরেক্স কখনো একটি সহজ ব্যবসা নয়, তবে ভালভাবে বুঝে এতে ব্যবসা করতে হবে
এটিতে যেমন ব্যবসা করে সফল হওয়া যায়, তেমনি লসের সম্ভবনাও প্রচুর।
-
ফরেক্স ট্রেড এর সফলতা নির্ভর করছে ব্যক্তির দক্ষতা এর উপর
যে ব্যক্তি যত দক্ষ সেই ব্যক্তি তত বেশী সফল।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডিং আপনার কাছে তখনই সহজ বলে মনে হবে যখন আপনি ভাল ফরেক্স ট্রেডিং করতে জানবেন আর আপনি তখনই ভাল ফরেক্স ট্রেডিং জানতে সক্ষম হবেন যখন আপনি নিয়মিত ফরেক্স ট্রেডিংয়ের উপর স্ট্যাডি করবেন,ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করবেন তখন।
-
যে কোন পেশা জেনে করতে পারলে লাভ করা যায় ।আর না জেনে করলে লসের সণ্ভাবনা বেশী । কিণ্তু আমাদের একটা সমস্যা কোন কিছু ভালোভাবে না শিখে লোভে পড়ে অতি উৎসাহ হয়ে ঐ কাজে নেমে পড়া । পরে যখন লস হয় তখন বলতে থাকি এ কাজ আমার দিয়ে হবে না ।
-
আনেকেই ম্নে ক্রেন ফ্রেক্স ট্রেড খুব সোজা ।আসলে কিন্তু তা নয় ফ্রেক্স মার্কেটে আপনাকে ভাল কিছু ক্রতে হলে ফ্রেক্স স্মপ্রকে ভাল ভাবে জানতে হবে ,স্ক্ল নিয়ম কানুন মেনে ট্রেড ক্রতে হবে,ফরেক্স মারকেট স্মপ্রকে ভাল্ভাবে এনালাইসিস ক্রতে হবে ।