আমি প্রথমে ফরেক্স ট্রেড আমার স্মাট মোবাইলেই শুরু করেছিলাম কিন্তু মোবাইলে এনালাইসিস করা সম্ভব নয়৷তাই পরে ব্যাবহার করি ট্যাব এবং এর পরে ব্যাবহার করি ল্যাপটপ৷বর্তমানে ব্যাবহার করছি পিসি৷আরো টার্গেট আছে আগামীতে ব্যাবহার করবো বেশ বড় বড় মনিটরে৷
Printable View
আমি প্রথমে ফরেক্স ট্রেড আমার স্মাট মোবাইলেই শুরু করেছিলাম কিন্তু মোবাইলে এনালাইসিস করা সম্ভব নয়৷তাই পরে ব্যাবহার করি ট্যাব এবং এর পরে ব্যাবহার করি ল্যাপটপ৷বর্তমানে ব্যাবহার করছি পিসি৷আরো টার্গেট আছে আগামীতে ব্যাবহার করবো বেশ বড় বড় মনিটরে৷
আমি প্রথমে ফরেক্স ট্রেড আমার স্মাট মোবাইলেই শুরু করেছিলাম কিন্তু মোবাইলে এনালাইসিস করা সম্ভব নয়৷তাই পরে ব্যাবহার করি ট্যাব এবং এর পরে ব্যাবহার করি ল্যাপটপ৷বর্তমানে ব্যাবহার করছি পিসি৷আরো টার্গেট আছে আগামীতে ব্যাবহার করবো বেশ বড় বড় মনিটরে৷
ভাই আমি সাধারণত একটি ডেক্সটব নিয়েই এখানে ফরেক্স ট্রেড করছি। কারন পিসিতে আপনি কাজ করে অনেক মজা পাবেন, এছাড়াও এখানে আপনি এ্যানালাইসিসগুলো খুব সুন্দর ভাবে করতে পারবেন, যে অন্য কোন ডিভাইজে ওতটা কার্যকর হবে না বা শান্তিমত করতে পারবেন না। সুতরাং ফরেক্স মার্কেটে কাজ করার জন্য একটা নরমাল মানের পিসি হলেই যথেষ্ট।
আমি ফরেক্সে অনেক দিন যাবত ট্রেড করে আসছি আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে বিভিন্ন ডিভাইজ ব্যাবহার করে থাকি কখনও আমি অ্যান্ড্রো্ইড ফোন ব্যাবহার করে আবার কখনও পারসোনাল কম্ডিউটার ব্যাবহার করে একানে ট্রেড করে থাকি।
আমি কম্পিউটার দিয়েই ফরেক্সের যাবতীয় কাজ করে থাকি ।ফরেক্স ট্রেডিং থেকে শুরু করে ফোরাম পোস্টিং ফরেক্স শিক্ষা সবই আমি আমার কম্পিউটার দিয়ে করে থাকি তবে মাঝে মাঝে যখন বাহিরে থাকি তখন আমি মোবাইলও ব্যাবহার করে থাকি ।
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ল্যাপটপ ব্যবহার করি কারন ল্যাপটপ এ এনাল্যসিস করলে মার্কেট অনেক ভাল বুঝা যায় আর আমি মোবাইল দিয়ে দেখি যেই ট্রেডটা করলাম সেই ট্রেড এখন কি রকম আছে তবে এখন অনেক ট্রেডার কে দেখছি তারা মোবাইল দিয়ে ভাল লাভ করছে তবে আমার মতে ল্যাপটপ দিয়ে ট্রেড করা অনেক ভাল হবে
আমি আমার এন্ড্রয়েড মোবাইল দিয়েই ফরেক্সে ট্রেডিং করে থাকি।যদিও মোবাইল দিয়ে এনালাইসিস করা অনেক কষ্টসাধ্য তবে এই মোবাইল দিয়ে ট্রেড করার সবচেয়ে সুবিধা সবসময় মোবাইল আমার সাথেই থাকে এবং আমি যেকোন সময়েই মার্কেট মুভমেন্ট দেখতে পারি।
বর্তমানে আমি বেশিরভাগ সময় ডেক্সটপে mt4 দিয়ে ট্রেডিং করছি আর যদিও অনেকেই C-Trader আবার এন্ড্রয়েড মোবাইলেও এর মাধ্যমে দুটি প্লাটফর্মে ট্রেড করে থাকেন। এছাড়াও বর্তমানে মাল্টিপলওয়েতে ট্রেড করা যায়। অনেক রকম প্লাটফর্ম আছে আবার ওয়েব ট্রেডার দিয়েও ট্রেডিং করা যায় তার মধ্যে আমাদের কাছে যেটিতে সাচ্ছন্দবোধ লাগবে সেটিতেই ট্রেড করার ট্রাই করতে হবে। আমাদের ট্রেডের ধরণ হিসেবে টার্মিনাল ডিভাইস বেছে নিতে হবে এবং টার্মিনাল চয়েস করতে হবে। এমন টার্মিনাল বেছে নিতে হবে যেটিতে মার্কেট এনালাইসিস করা যায়। সত্যিকার অর্থে আপনার যেটাতে ট্রেড করে ভাল লাগে সেটিতেই করার জন্য প্রস্তুত হোন।
ফরেক্স মার্কেটে আমি ল্যাপটপে ট্র্রেডিং করি।মোবাইলেও ট্রেড করা যায় তবে মোবাইলে ট্রেডের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে।কারন মোবাইলে মার্কেট এ্যানালাইসেস করতে সমস্যা হয়, তাই মোবাইলে ট্রেড না করাই ভাল।
আমি প্রথম দিকে ল্যাপটপর দ্বারা ফরেক্স করে ছিলাম।কিন্তু আমি এখন ল্যাপটপের পাশাপাশি এনড্রোয়েড ফোনের মাধ্যমে ফরেক্স করছি।আমি ল্যাপটপের মাধ্যমে ভালো ভাবে এনাাইিস করে ট্রেড ওপেন করে থাকি।আর সারাখন তো ল্যাপটপ কাছে রাখা যয় না।আর তাই আমি যখন বাহিরে থাকি তন ফোনের মাধ্যমে ট্রেড চেক করে থাকি এবং লাভ হলে ট্রেডটি ক্লোস করি।