-
আমি এখনো ডেমো একাউন্টে ট্রেড করি। আমি বেশ কয়েকটি পেয়ার নিয়ে ফরেক্সে এনালাইসিস করছি এবং ট্রেড করছি। আমি উত্ত পেয়ারগুলোতে দৈনিক সর্বোচ্চ লেনদেন কত হলো এবং সর্বনিম্ন কত হলো এই সকল বিষয়ে পর্যালোচনা করে টেকনিক্যাল এনালাইসিস করি।
আমি যে সকল পেয়ারগুলো ট্রেড করে থাকি তা হলো eurousd, gbpusd, usdjpy, usdcad. এইসকল পেয়ারগুলো নিরাপদ ও সঠিক এনালাইসিস এর মাধ্যমে থেকে প্রফিট করা যায়। তাই পেয়ার নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে।
-
ফরেক্স মার্কেটের আমি মনে করি ইউরো ইউএসডি সব চাইতে ভাল এমনকি জনপ্রিয় একটি পিয়ার। এই পিয়ারে বেশি ভাল লোকেরা ট্রেড করে থাকে। ফরেক্স মার্কেটে ঠান্ডা মাথায় ট্রেড করতে পারলে সব পিয়ার থেকে লাভ করাটা খুবই সহজ বলে আমার ধারনা।
-
একজন ট্রেডার বিশেষ করে নতুন ট্রেডারে পক্ষে কোনভাবেই সম্ভব নয় সব পেয়ারে ট্রেড করা । আর কিছু পেয়ার নিদ্দিষ্ট করে সেগুেলোতে নিয়মিত ট্রেড করলে অনেক অভিজ্ঞতা অর্জন হবে । সিলভার কে বুঝা খুব কষ্টকর । আমি সিলভারে বিনিও করে অনেক টাকা লোকসান দিয়েছি কিন্তু সিলভার আমাকে অনেক মুনাফা ও দিয়েছে এবং আমি সিলভার এ ট্রেড করে অনেক আনন্দ পাই ।
-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করার জন্য কারেন্সি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আমি ফরেক্স শুরুর থেকে অনেক কনফিউজড ছিলাম যে কোন কারেন্সি ব্যবহার করবো। পরে আমার এক বন্ধু আমাকে কারেন্সি সম্পর্কে কিছু তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আমি gbp-usd, euro-usd, euro-jpy, usd-cad, usd-jpy কারেন্সি ব্যবহার করি। এবং এই কারেন্সি থেকে আমি লাভ ও করতে সক্ষম হয়েছি। এই কারেন্সিগুলো মুভমেন্ট অনেক ভালো এবং এই করেন্সিগুলোর নিউজ খুব বেশি দিয়ে থাকে। এর মুভমেন্ট কিছুটা কম হলেও অন্য সকল কারেন্সির তুলনায় এটি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে।
-
আমার জানামতে ফরেক্সে ট্রেড করার জন্য কোন ধরনের কারেন্সির অভাব নেই । কারণ ফরেক্স মার্কেটে অনেক কারেন্সি আছে এবং তার সাথে আছে অনেক ধরনের কমোডিটিস পেয়ার ও মেটাল পেয়ার । আর একজন ট্রেডার বিশেষ করে নতুন ট্রেডারে পক্ষে কোনভাবেই সম্ভব নয় সব পেয়ারে ট্রেড করা । অভিজ্ঞতা অর্জন করা যায় এবং অল্প অভিজ্ঞতা হলেও ভাল লাভ করা যায় কারন ঐ পেয়ার এর মুভমেন্ট সম্পর্কে তখন একটি পরিচিতি আগে থেকেই থাকে যা নতুন ট্রেড ওপেন করার সিদ্ধান্ত গ্রহনে কাজে লা
-
ফরেক্সে আমরা সাধারণত কোনো মুদ্রার পেয়ার নিয়ে ট্রেড করে থাকি ।একটি মুদ্রার বিপরীতে অন্য মুদ্রার মূল্য উঠা নাম থেকে আমরা মুনাফা করে থাকি । আমি সাধারণত সিলভার এ বিনিয়োগ করি । সিলভার খুব ওঠা নাম করে ও এটার মার্জিন লেভেল খুব কম । ইনলিাইসিস করে যে পেয়ার আপনার *শুবিধা মনে হয় সে পেয়ারে ট্রেড করতে পারেন । এক কথায় ফরেক্সে কোন পেয়ারে ট্রেড করবেন সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার ।
-
ফরেক্সে অনেক ধরনের কারেন্সি পেয়ার আছে। শুধু কারেন্সি পেয়ারই নয়, এখানে রয়েছে অস্নগখ্য কমোডিটিস পেয়ার ও মেটাল পেয়ার। একজনের পক্ষে সবগুলো কারেন্সী পেয়ার নিয়ে কাজ করা সম্ভব নয়। আবার সবগুলো পেয়ার সমান সুবিধাজনক নয়। তাই অল্প কিছু পেয়ার নিয়ে কাজ করতে হয়। যেমন ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/ক্যাড ইত্যাদি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে এখান থেকে অনেক ভাল প্রফিট লাভ করতে হলে অবশ্যই কারেন্সি নির্বচন অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়। ট্রেড করার ক্ষেত্রে ভাল প্রফিটের স্বার্থে সেই সকল কারেন্সি পেয়ারকেই বেছে নেওয়া উচিত যার ব্যাপক চাহিদা বা ডিমান্ড রয়েছে আর সেই রকম একটি কারেন্সি পেয়ার হল Eur/Usd আর আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে প্রথম থেকেই এটি ব্যাবহার করে আসছি।এই পিয়ারে বেশি ভাল লোকেরা ট্রেড করে থাকে। ফরেক্স মার্কেটে ঠান্ডা মাথায় ট্রেড করতে পারলে সব পিয়ার থেকে লাভ করাটা খুবই সহজ বলে আমার ধারনা।
-
ফরেক্সে অনেক ধরনের কারেন্সি পেয়ার আছে। শুধু কারেন্সি পেয়ারই নয়, এখানে রয়েছে অস্নগখ্য কমোডিটিস পেয়ার ও মেটাল পেয়ার। একজনের পক্ষে সবগুলো কারেন্সী পেয়ার নিয়ে কাজ করা সম্ভব নয়। আবার সবগুলো পেয়ার সমান সুবিধাজনক নয়। তাই অল্প কিছু পেয়ার নিয়ে কাজ করতে হয়। যেমন ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/ক্যাড ইত্যাদি।
-
আমার জানামতে ফরেক্সে ট্রেড করার জন্য কোন ধরনের কারেন্সির অভাব নেই । কারণ ফরেক্স মার্কেটে অনেক কারেন্সি আছে এবং তার সাথে আছে অনেক ধরনের কমোডিটিস পেয়ার ও মেটাল পেয়ার । আর একজন ট্রেডার বিশেষ করে নতুন ট্রেডারে পক্ষে কোনভাবেই সম্ভব নয় সব পেয়ারে ট্রেড করা । আর কিছু পেয়ার নিদৃষ্ট করে সেগুলোতে নিয়মিত ট্রেড করলে অনেক অভিজ্ঞতা অর্জন হবে । আমি নিজেও সবচেয়ে বেশি পছন্দ করি ইউরো/ইউএসডি পেয়ার । এছাড়াও জেপিওআই/কেড/এইউডি ইত্যাদি অনেক জনপ্রিয় কারেন্সি ।