-
আমার কাছে স্কীলই বেশি ভাল মনে হয় । আমি নিটেলার এর মাধ্যমে আমার ডিপোজিট বা উত্তোলন সম্পুর্ণ করে থাকি । ইন্সটাফরেক্স মাস্টারককার্ডটি দিয়ে টাকা উত্তোলন করা হয়ত সহজ তবে ডিপোজিট করতে গেলে ঝামেলা হতে পারে তাই নেটেলারে শিফট হওয়ার ভাবনায় আছি । স্ক্রিল এর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করা আমার কাছে সহজ মনে হয় কারণ তার সাথে আমি অনেকদিন ধরে যুক্ত আছি এর সাথে পরিচিত হয়ে গেছি ।
-
আমি ফরেক্স মার্কেট থেকে আয় করা টাকা উত্তোলন করার জন্য স্ক্রিল একাউন্ট ব্যাবহার করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা টাকা উত্তোলন করার জন্য আমরা বিভিন্ন পেমেন্ট মেথট ব্যাবহার করি।আমরা চাইলে আমাদের আয় করা টাকা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে উত্তোলন করতে পারি।এখন পর্জন্ত আমি স্ক্রিল মানি ব্রোকার ব্যবহার করছি। কারন আমি মনে করি স্ক্রিল একাউন্ট বাংলাদেশের জন্য অনেক ভাল তাই আমি মনে মরি আমাদের জন্য স্ক্রিলেই সবচাইতে ভাল।
-
স্কীলই সবচেয়ে ভাল পেমেন্ট ম্যাথর্ড বলে মনে হয় । কারন তাদের হেল্প লাইন অনেক বেশি কার্যকর । তাই আমার কাছে স্কীলই বেশি ভাল মনে হয় । আমি নিটেলার এর মাধ্যমে আমার ডিপোজিট বা উত্তোলন সম্পুর্ণ করে থাকি । নিটেলার, স্ক্রিল, পেপাল, এগুলার মধ্যে যেটাতে উত্তলন করতে কম খরচ হয় বা যারা যেই মেথড এ একাউন্ট খুলেছেন তারা এখন ঐ মেথড এ উত্তলন করে থাকে। স্কীলই সবচেয়ে ভাল পেমেন্ট ম্যাথর্ড বলে মনে হয়। কারন তাদের হেল্প লাইন অনেক বেশি কার্যকর। তাই আমার কাছে স্কীলই বেশি ভাল মনে হয়।
-
পেমেন্ট মেথড হিসাবে আমি নেটেলার ব্যাবহার করি। নেটেলারের একাউন্ট খুলা ভেরিফাই এবং এর মাস্টারকার্ড পাওয়া খুব সহজ . এবং এখানের নিয়ম ও অনেক সহজ .তাই আমি পেমেন্ট মেথড হিসাবে নেটেলারকে বেছে নিয়েছি
-
ইদানীং নেটেলার অনেক সমস্যা করতেছে। অনেকের আইডি ডিজেবল করে দিচ্ছে। তাই পে সাপ কোম্পানি হচ্ছে নেটেলার আর স্কিল। এই পে মেন্ট মেথহুড থেকে দুরে থাকতে হবে। আমি মনে করি ওয়েব মানি, পারপেক্ট মানি, পেয়পাল ভালো।
-
ব্যক্তিগতভাবে আমি পেমেন্ট মেথড হিসেবে স্ক্রিল ব্যবহার করি । কারণ আমি মনে করি যে স্ক্রিল অনেক ভালো সুবিধা আমাদেরকে প্রদান করে থাকে । ফরেক্স মার্কেটে একটা বিশ্বস্ত পেমেন্ট মেথড আমাদের জন্য অত্যন্ত বেশি প্রযোজনীয় । নেটেলার এর যে কোন একটির একাউন্ট ওপেন করে ভেরিফাই করতে হবে,কারন এই ২ টা পেমেন্ট মেথড সব ব্রোকার এ আছে,আমি সাধারণত আমার উইথড্র এবং ডিপোজিট এ নেটেলার ব্যবহার করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ডলার উইথড্রো বা ডিপোজিট করার ক্ষেত্রে আমরা অনেকেই ভিন্ন ভিন্ন পন্থা ব্যবহার করি। অনেকে নেটেলার, পাওনিয়ার, পায়জা, স্ক্রিল, মাস্টার কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকেন। আমি শুরু থেকেই স্ক্রিল একাউন্ট এ মানি উইথড্রো করে আসিতেছি। অনেক সময় মাস্টার কার্ড এর মাধ্যমে মানি উইড্রো করেছিলাম। স্ক্রিল একাউন্ট আনারসের সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ মনে হয়েছে অনেকের কাছে ভিন্নটাও মনে হতে পারে।
-
আমি সাধারণত ফোরামের বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ট্রেডিং করে থাকি যার ফলে এখন পর্যন্ত কখনোই আমি ডিপোজিট করার প্রয়োজন হয়নি। তবে বেশ কয়েকবার প্রফিট উইথড্রো করেছি এবং এর জন্য আমি অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করেছি।আর তা হলো স্কিল এবং নেটেলার অর্থাৎ এ পর্যন্ত আমি যতবার আমার প্রফিট উইথড্র করেছি তার অধিকাংশ উইথড্রো গুলো স্কিল এবং বাকিগুলো নেটেলার এর সাহায্য নিয়ে উইথড্র করেছি এবং এই দুটি পেমেন্ট মেথড এর সেবা মূলক কার্যকলাপ আমার কাছে ভালো বলে মনে হয়েছে।
-
যাদের কাছে যেটা দিয়ে উইথড্র করতে সহজ মনে হয় তারা সেটা দিয়ে টাকা ডিপোজিট বা উত্তোলন করে থাকে। তার মধ্যে নিটেলার, স্ক্রিল, পেপাল, এগুলার মধ্যে যেটাতে উত্তলন করতে কম খরচ হয় বা যারা যেই মেথড এ একাউন্ট খুলেছেন তারা এখন ঐ মেথড এ উত্তোলন করে থাকে। তবে আমার কাছে নেটেলার সুবিধা মনে হয়।
-
পেমেন্ট এর অনেক মাধ্যম আছে যাদের কাছে যেটা দিয়ে উইথড্র করতে সহজ মনে হয় তারা সেটা দিয়ে টাকা ডিপজিট বা উত্তোলন করে থাকে। তার মধ্যে নিটেলার, স্ক্রিল, পেপাল এগুলার মধ্যে যেটাতে উত্তোলন করতে কম খরচ হয় বা যারা যেই মেথড এ একাউন্ট খুলেছেন তারা এখন ঐ মেথড এ উত্তোলন করে থাকে। তবে আমি স্ক্রিল এর মাধ্যমে আমার উত্তোলন সম্পুর্ন করে থাকি। পেমেন্ট উত্তোলনের জন্য বিভিন্ন মেথড ব্যবহার করা যায়। তারমধ্যে নিটেলার, স্কিল, পেপাল উল্লেখ্যযোগ্য। আপনি চাইলে নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র জামা দিয়ে যেকোনো একটি থেকে একাউন্ট করার পর সহজেই মাস্টারকার্ড পেতে পারেন।