-
আপনার যত বেশি একাউন্ট থাকবে তত বেশি আপনার মাথায় টেনশন কাজ করবে।আপনার একটা একাউন্ট থেকে আর একটা একাউন্ট এর অবস্থা কি বার বার চেক করা লাগবে।তখন আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করার সময় পাবেন কম তাই আমি মনে করি ফরেক্স ফরাম এ ১ টি একাউন্ট নিয়ে কাজ করা অনেক ভাল।তাহলে আমি ভাল মানের পোস্ট করতে পারবো আবার ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো।
-
ফোরাম এর একটা একাউন্ট করা উচিত। কেননা বেশি একাউন্ট করে আমাদের লাভ নেই। কারন আমরা একটা একাউন্ট এ অনেক পোস্ট করতে পারব। আর একাধিক একাউন্ট করে কি লাভ। একাউন্ট করে শুধু সময় নস্ট করে লাভ নেই। একটা একাউন্ট এ ২৫০ ডলার পাওয়া এটা অনেক।
-
ভাই আপনি এটি কেমন ধরনের প্রশ্ন করলেন ? আমি যতোটুকু জানি ইন্সটাফরেক্স ফোরাম এ একটির বেশি কারো অ্যাকাউন্ট করার সুজুগ নাই যদি তা করেন তাহলে ব্যান্ড হয়ে যাবেন । আমরা বাঙ্গালীরা আসলে ভালোর মর্ম বুঝতে পারিনা ইন্সটাফরেক্স আমাদের জন্য এত সুন্দর একটা প্লাটফর্ম করে দিয়েছে কোথাই শুকরিয়া আদায় করবো তা না করে স্প্যাম করার চিন্তা ভাবনা করি , আশা করি আমাকে ভুল বুজবেন না ভালো থাকবেন
-
আমি প্রথমে একটি একাউন্ট খুলি তারপর আমি মাস শেষে আমার ফরেক্স একাউন্টের সাথে এ্যাড করার চেষ্টা করি কিন্তু ভাগ্যক্রমে আমার একাউন্টটা ফরেক্স বাংলা ফোরামের সাথে এটাস্ট হয় না। পরে আমি একাউন্ট খোলার সঠিক পদ্ধতি শিখি এবং নতুন আরেকটা একাউন্ট খুলি আর এখন পর্যন্ত সেই একাউন্টেই কাজ করছি। আশা করি আগামী মাসে আমি বোনাস পাবো।
-
ফোরামে আমার এখন পর্যিন্ত একটি একাউন্ট ই রয়েছে। আসলে রেগুলার পোষ্ট করলে একটি আইডি থেকেই কিছু বোনাস পাওয়া সম্ভব। আকাধিক আইডি হলে ব্যান হবার যেমন সম্ভবনা থাকে তেমনি মেন্টেইন করাও ঝামেলা আর সব চাইতে বড় ব্যাপার হলো আপনি শিখতে পারবেন কম
-
ভাই আমি জুন মাসে এই ফোরামে যোগদান করেছি । এর আগে আমি ইন্সতাফরেক্সের স্পনসরকৃত mt5 ফোরামের সাথে সংযুক্ত ছিলাম । ইন্সাতফরেক্স এর একটা নিয়ম আছে । তারা একাধিক অ্যাকাউন্ট গ্রহন করে না ( বোনাস অ্যাকাউন্ট ) । আমি সেই নিয়মটা মেনেই ইন্সতাফরেক্স এর সাথে আছি । এখন পর্যন্ত ফোরামে আমার একটাই অ্যাকাউন্ট এবং আর কোন অ্যাকাউন্ট করার ইচ্ছে নাই । কারণ তারা যদি কখনও আপনার একাধিক বোনাস অ্যাকাউন্ট খুঁজে পায় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে । তাই একাধিক অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকুন । বোনাস দিয়ে ট্রেড করতে চাইলে একটা অ্যাকাউন্ট দিয়েই ট্রেড করুন ।
-
সবেমাত্র শুরু করলাম পোস্ট করা। দেখা যাক। তবে ইচ্ছা আছে প্রতি মাসে পোস্টের মাধ্যমে ৫০/৭৫ দল$ এয়কাউন্টে নেয়া। আর সেই বোনাস দিয়ে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুলধন বারানো। তারপর লাভের টাকা দিয়ে নিজের মত করে লক্ষ্যে পৌছুনো।
-
আসলে কতগুলো একাউন্ট খালি করলেন তা বড় কথা নয়। জিরো করে কি শিখলেণ তাই বড় কথা। আমি বলব যতবার একাউন্ট জিরো হয় বা হবে ততবারই নুতন কিছু শিখেন কেননা আজকের শিক্ষা আগামী দিনের পথ চলার পাথেয় হবে। শিখুন , সময় দিন এসবের কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না।
-
ফোরাম নিশ্চিতভাবেই আমাদের জন্য একটা সম্পদস্বরুপ । আমরা যার ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে প্রাথমিক অবস্থায় এই ফোরামেই হয় অমাদের ফরেক্স হাতে খড়ি । তাই ফোরমকে সৎ উদ্দেশ্য ব্যবহার করতে হবে আমাদের দ্বায়িত্ব । ফরেক্স ফোরমে আমার এটাই প্রথম একাউন্ট যার মাধ্যমে আমি টানা দুই মাস বোনাস পাই । আশা করি চলতি মাসেও ঠিকঠাক বোনাস পাব যেটা আমাদের ট্রেডিং উৎসাহ বৃদ্ধি করে ।
-
আমি এ পর্যন্ত একটা ফোরাম একাউন্ট ই ওপেন করেছি । এখন পর্যন্ত এখান থেকে কোন বোনাস পায়নি । এবার আশা করছি কিছু এমাউন্ট বোনাস পাব । এবং এই বোনাস এমাউন্ট দিয়েই ট্রেড করবো । তবে আমার জানা মতে ফোরামের নিয়ম মতে একজন ব্যাক্তির নামে একই ফোরামে একধিক একাউন্ট থাকলে সব গুলো একাউন্ট একেবারে বন্ধ করে দিতে পারে ।