-
আমি মনে করি ফরেক্স মার্কেটে মূলত তিন ধরনের অ্যানালাইসিস করা হয় যথা ১. টেকনিক্যাল অ্যানালাইসিস ২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আর এই তিন প্রকার অ্যানালাইসিসের মধ্যে আমার কাছে সবচেয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসকে পারফেক্ট মনে হয় ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে।
-
ফরেক্স ট্টেডিং এ ফরেক্স এনালাইসিস মূলত ৩ প্রকার। যখা:-
১ ফান্ডামেন্টাল এনালাইসিস
২ টেকনিকাল এনালাইসিস
৩ সেন্টিমেন্টাল এনালাইসিস
-
ফরেক্স মার্কেটে অনেকগুলো এ্যানালাইসিস রয়েছে । সিরিয়াল অনুসারে দেওয়া হল : ১. টেকনিক্যাল এ্যানাল্যসিস ২. ফান্ডামেন্টাল এ্যানাল্যসিস এবং ৩. সেন্টিমেন্টাল এ্যানাল্যসিস এই তিন এ্যানাল্যসিস এ ট্রেড করা হয় মুলত । আমরা বেশী করে সময় দেওয়ার চেষ্টা করব ।
-
আমরা সবাই জানি মার্কেট এ তিন ধরনের এনালাইসিস রয়েছে। প্রতিটি এনালাইসিস গুরুত্তপূর্ন। একটি আরেকটী র উপর ডিপেন্ড করে। এখানে শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে হবে না। আমাদের ফান্ডামেটাল এর দিকে ও নজর দিতে হবে। ফান্ডাম্নেটাল যত ভালো বুঝা যাবে তত আমাদের জন্য ট্রেডিং এর ক্ষেত্রে ভালো।
-
আমরা জানি ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস রয়েছে।যেমন- টেকনিক্যাল এনালাইসিস,ফাণ্ডামেন্টাল এনালাইসিস,সেন্টিমেন্টাল এনালাইসিস,এই তিন দরনের এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে আমি সবচেয়ে বেসি টেকনিক্যাল এনালাইসিস কে বেসি প্রাধান্য দি।টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ সবসময় ট্রেড করতে পারি।
-
মূলত তিন ধরনের অ্যানালাইসিস করা হয় যথা ১. টেকনিক্যাল অ্যানালাইসিস ২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আর এই তিন প্রকার অ্যানালাইসিসের মধ্যে আমার কাছে সবচেয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসকে পারফেক্ট মনে হয় ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে।
-
অ্যানালাইসিস মূলত ৩ প্রকার । প্রথমত ফান্ডামেন্টাল, যেটা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে আমরা যে এনাল্যাইসিসগুলো করে থাকি, যেমন নিউজ ট্রেড । দ্বিতীয়ত টেকনিক্যাল, যেটা সাধারণত সার্পোট - রিজিসটেন্স ধরে ট্রেড করা হয় । এবং সবশেষে রয়েছে সেন্টিমেন্টাল এনাল্যাইসিস যেটা কোন নিয়মের মধ্যে পড়ে না, আপনার ইচ্ছেমত এলোমেলো ভাবে, যেমন একনাগারে ১০ টা বাই অথবা সেল দিলেন, কয়টাতে লাভ হচ্ছে দেখা যাবে ইত্যাদি এরকম চিন্তাভাবনা সম্পূর্ণ ।
-
অ্যানালাইসিস মূলত ৩ প্রকার। যথা:
(১)ফান্ডামেন্টাল অ্যানালাইসিস(Fundamental Analysis)
(২)টেকনিকাল অ্যানালাইসিস(Technical Analysis)
(৩)সেন্টিমেন্টাল অ্যানালাইসিস(Sentimental Analysis)
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এনালাইসিস কে মূলত তিন ভাগে ভাগ করেছে। যথা:
১। টেকনিক্যাল এনালাইসিস
২। ফান্ডামেন্টাল এনালাইসিস
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
উক্ত এনালাইসিস গুলো ছাড়াও একজন ট্রেডারকে নিয়মিত ফরেক্স মার্কেটের নিউজ ফলো আপ করতে হবে। তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে একসময় ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
অ্যানালাইসিস মূলত ৩ প্রকার । যথা:
১.টেকনিক্যাল অ্যানালাইসিস।
২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।
৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।