-
শেয়ার মার্কেটে দাম কমলে কিনা হয় শেয়ার আর দাম বাড়লে বিক্রি করা হয় কিন্ত দাম কমার সময় কোন কিছু করা যায় না, দাম কমলে লস করতে হয়। কিন্ত ফরেক্স এ আপনি দুই দিকেই লাভ বা লস করতে পারেন। এটি সাধারণনত একটি ব্রোকার সাইটের মাধ্যমে হয়ে থাকে যেখানে ব্রোকার ট্রেডারদের কিছু নির্দ্দিষ্ট সুবিধা দিয়ে থাকে। মূলত একজন ট্রেডার এ ব্যবসাকে পরিচালিত করে বিভিন্ন এনালাইসিস যেমন টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং মার্কেটকে আরো নানাভাবে বিশ্লেষণের মাধ্যমে।
-
ফরেক্স মার্কেট এর সাথে শেয়ার মার্কেট এর তুলনা করা উচিত হবেনা। শেয়ার মার্কেট এ শেয়ার কিনে শেয়ার এর দাম বারলে আমরা সেল করে প্রফিট করতে পারি। আবার একই শেয়ার এর দাম কমলে আমাদের লস হয়। তাই নয় কি? কিন্তু ফরেক্স মার্কেট এ একটি মুদ্রার দাম বারলে বাই করে আবার একই মুদ্রার দাম কমলে সেল করে প্রফিট করতে পারি।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের ব্যবসা।এখানে বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। ইন্টারনেটের সাহায্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। লাভ এবং লস দুটোয় আছে এই বিজনেসে। খুব সহজেই আমরা এর থেকে তাকা আয় করতে পারি
-
ফরেক্স হলো ইংরেজী শব্দ যার পুরো অর্থ হচ্ছে Foreign Currency Exchange Trade-FOREX বা অতি সংক্ষেপে- Fx বলা হয়৷এটা সারা বিশ্বব্যাপী মূদ্রা ব্যাবসা৷অনলাইনের সুবাদে বিশ্বের বড় বড় সুপার ব্যাংকগুলো ও ফিনানসিয়াল সকল বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা সবাই এখানে স্বাধীনভাবে ব্যাবসা করে থাকি৷একটি দেশের মূদ্রার বিনিময়ে অন্য দেশের মূদ্রা ক্রয়/বিক্রয় করে থাকি৷।।
-
ফরেক্স বা ফরেক্স মার্কেট হল বৈদেশিক মুদ্রা বা কারেন্সি ক্রয়-বিক্রয়ের মার্কেট । বিভিন্ন সময় কারেন্সির দাম কম বেশি হয়ে থাকে শেয়ার এর মত । আপনাকে এক দেশের কারেন্সির বিপক্ষে আরেক দেশের কারেন্সি ক্রয় করতে হবে হবে । তবে অবশ্যই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ও এই ব্যবসার স্বাদ উপলোব্ধি করতে হলে নিজেকে অবশ্যই দক্ষ করে নিতে হবে । আর দক্ষতাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে ।
-
ফরেক্স কি ফরেক্স হলো বৈদেশিক মুদ্রার এবং ডলার ইনকাম করার একটি মাধ্যম যেখানে ব্যবসা করে ডলার ইনকাম করা যায় এবং খুব সহজে নিজেকে প্রতিষ্ঠা করা যায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে সফল ভাবে গড়ে তোলা যায় অল্প সময়ের মধ্যে নিজের ব্যবসা করেছে মাধ্যমে দাঁড় করানো যায় এবং ফরেক্স এর ব্যবসা করে অল্প সময়ের মধ্যে বৈদেশিক মুদ্রা ইনকাম করা যায় এটা অন্য কোন ব্যবসা করা সম্ভব না আর ইনকাম করার একটি মাধ্যম।
-
ফরেক্স :-
ফরেক্স :-
এটি হলো অন্যতম ব্যবসায়ী প্লাটফর্ম যেখানে যুক্ত হয়ে আপনি বিভিন্ন দেশের মুদ্রা খুব সহজেই কেনা বেচা করে প্রফিড করতে পারেন। তবে এখানে যে শুধু লাভ হবে তা না অভিজ্ঞতা ছাড়া ট্রেড করলে বেশি পরিমাণ লস করতে পারেন। ফরেক্স মার্কেট একটি বিশ্বস্ত ও সেরা ব্যবসায়ীক প্লাটফর্ম।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় বা লেনদেনের বাণিজ্য। যেখানে আমরা বিভিন্ন দেশে কারেন্সি ক্রয় বিক্রয় করে প্রফিট করে থাকি। ফরেক্স এর মাধ্যমে আমরা খুব সহজেই অনেক প্রফিট করতে পারি যদি ফরেক্সে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি।
একমাত্র অভিজ্ঞতা দ্বারাই সম্ভব ফরেক্সে আয় করা। আমরা ফরেক্স মার্কেটের জ্ঞান অর্জনের জন্য ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। ট্রেড করার জন্য ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। ডেমো একাউন্ট চেক করা ব্যতীত কেউ ফরেক্স সফলতা অর্জন করতে পারে না। তাই ফরেক্স বিষয়ে আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সবার থেকে আয় করতে পারি।
-
ফরেক্সে মানে ফরেন এক্সটেঞ্জ। এটি একটি আন্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মার্কেট। অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় ও বিক্রয় করা হয়। ফরেক্সের মাধ্যমে আমরা একটি দেশের মুদ্রা বিক্রয় করে অন্য আর একটি
দেশের মুদ্রা ক্রয় করতে পারি। এখানে মুলতো দুটো দেশের মুদ্রা পেয়ারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। ধরুন, আপনি আমেরিকান ডলার বা ইউএডি এবং ব্রিটেনের পাউন্ড বা জিবিপি পেয়ারে ক্রয়-বিক্রয় করলেন সেক্ষেত্রে আপনি আমেরিকান ডলার বিক্রয় করে ব্রিটেনের পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার ক্রয় করলেন।
ফরেক্স এখন আন্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সবথেকে বড় মার্কেট। ফরেক্স মার্কেটের পরিসর দিন *দিন বিশাল থেকে সুবিশাল হচ্ছে। পৃথিবীর সর্বাপেক্ষো বড় শেয়ার বাজার হলো নিউইয়র্ক শেয়ার মার্কেট। তার থেকেও ২৫ গুন বড় বর্তমান শেয়ার মার্কেট।
-
ফরেক্স মারকেট থেকে আমরা চাইলে যে কেউই টাকা ইনকাম করতে পারি। আর ফরেক্স থেকে টাকা ইনকাম করতে হলে ফরেক্স সম্পকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ফরক্স নিয়ে প্রচুর পড়াশুনা করতে হবে। ফরেক্স করে আমরা চাইলে যে কেউই সাবলম্বী হতে পারি । নিজের পরিবারকে সাহায্য করতে পারি,দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি।আপনাকে একদেশের কারেন্সির বিপক্ষে আরেক দেশের কারেন্সি ক্রয় করতে হবে হবে।মার্কেট এ ট্রেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে আপনাকে ট্রেড করে প্রফিট অর্জন করতে হবে।