-
ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই প্রতিকূলতার সাথে যুদ্ধ করা । অামরা লোভ কমিয়ে তারপর অাস্তে অাস্তে ধৈর্য্যের সহিত কাজ করব এবং প্রতিকূলতার সাথে যুদ্ধ করে অামরা টিকে থাকার চেষ্টা করব । অামরা অামাদের কার্য হাসিল করার চেষ্টা করব যাতে করে অামরা সমস্যা সমাধান করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই প্রতিকূলতার সাথে যুদ্ধ করা । অামরা লোভ কমিয়ে তারপর অাস্তে অাস্তে ধৈর্য্যের সহিত কাজ করব এবং প্রতিকূলতার সাথে যুদ্ধ করে অামরা টিকে থাকার চেষ্টা করব । অামরা এ্যানালাইসিস ছাড়ব না । অামরা টিকে থাকার মতই কাজ করব ।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের একজন আমি । চেস্টা করতেছি ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য । ডেমোতে প্রাকটিস করতেছি এবং মার্কেট প্রচুর এনালাইসিস করতেছি । টিকে থাকার অন্যতম মাধ্যম হলো লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে । রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে । তাহলেই আপনি আমি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবো ।
-
আপনার সবগুলো উপদেশই ভাল লাগল তবে এক বছর ডেমো করতে হবে এই বিষয়ের সাথে আমি একমত নই । মার্কেট মুভমেন্ট বুঝতে হলে ২ থেকে ৩ মাস ডেমো করলেই যথেষ্ট । আর একটা কথা মনে রাখতে হবে এই মার্কেটে যেকোন সময় যেকোনকিছুই ঘটতে পারে ।
-
ফরেক্স ব্যবসা আসলেই অনেক কঠিন একটা ব্যবসা তাই ফরেক্স মার্কেটে টিকে থাকা নিয়ম অনেক রয়েছে যেমন, লোভ না করে ছোট ছোট লটে ট্রেড করতে হবে, বড় এমাউন্ট ইনভেষ্ট করতে হবে, অনেক ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, অনেক এনালাইসিস করে ট্রেড করতে হবে, ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে । এই সব নিয়ম না মানলে কোন ভাবে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না । এই সব হল ফরেক্স মার্কেটে টিকে থাকা আসল নিয়ম ।
-
অনেক সময় দেখা যায় মার্কেট এ প্রফিট করার চেয়ে টিকিয়া থাকাটাই বড় কথা। আমরা শুধু প্রফিট না করে লং টার্ম যদি মার্কেট এ টিকে থাকতে পারি তাহলে আমরা পরবর্তীতে অব্যশোই মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আস্তে পারব।
-
ফরেক্স এ টিক থাকতে হলে নিজের ইচ্ছাশক্তিওই যথেষ্ট। কেননা আমরা যদি নিজদের কন্ট্রোল করে নিতে পারি তাহলে আমরা সহজে লস করব না। কিন্তু আমরা যদি নিজেদের ওভার ট্রেড মানি মেনেমেন্ট মানা ইতায়দি যদি ঠিক ভাবে করতে পারি থাওলে হপ্যতো ফরেক্স এ লস কমানো যাবে।
-
ফরেক্সে টিকে থাকা সহজ কোন ব্যাপার নয় । বরং প্রতি মুহুর্তে অনেক বেশি ধৈর্য্য ধরেই ফরেক্সে টিকে থাকতে হয় । ফরেক্সে টিকে থাকার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হলো ধৈর্য্য ধরে রাখা এবং নিয়মিত ডেমোতে প্রেকটিস বজায় রাখা । আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে অনেক বেশি পরিমাণে ফরেক্স নিয়ে গবেষণা করতে হবে এভং এনালাইসিসে দক্ষতা অর্জন করতে হবে । এভাবেই ফরেক্স এগিয়ে যাওয়া যাবে ।
-
আমরা জানি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অনেক নিয়ম কানুন আছে কারন ফরেক্স ও অন্য ব্যবসার মত একটি সম্মানজনক ব্যবসা।যেমন ফরেক্স ব্যবসা নিয়ম গুলো হল ডেম একাউন্তে বেশি বেশি প্রাক্টিচ করা,এনালাইসিস করতে পারা মনোযোগ সহকারে কাজ করা ,ব্যবসাকে ভালবাসা ,রিয়াল একাউন্তে ট্রেড করার পুরবে ভাল করে আয়ত্ত করা এবং ভেবে চিনতে ট্রেড কার ইত্যাদি।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য অনেকএই অনেক নিয়ম মেনে থাকেন। কিন্তু অনেক ট্রেডার তা সংরক্ষন করতে পারেন না বিধায় ফরেক্স থেকে দ্রুত বিদায় নিতে হয়। ফরেক্স থেকে বিদায় তারা নেয় যারা নিয়ম ভং করে। নিয়ম এর বাইরে যারা তারা একাউন্ট জি্রো করে ফেলে।