-
ফরেক্স ট্রেডিং এ ফুল টাইম ট্রেডার হওয়া একটা ধৈর্য্যর কাজ। সময় দিতে হবে প্রচুর আপনাকে প্রচুর জানতে হবে। তবে প্রাথমিক অবস্থায় পার্ট টাইম ই ভাল আপনার ছোট ছোট লাভের জন্য। এবং অন্য কোন প্রফেশনের সাথে ফরেক্স ভাল শুধু ফরেক্স করলে একটা চিন্তা কাজ করে যেটা আপনার ট্রেডিং এর জন্য খারাপ। কারণ আপনি যদি শুধু লাভ করার জন্য ট্রেড তাহলে ট্রেডিং পারফরমেন্স খারাপ হবে এবং লস হতে থাকবে। ফরেক্স ট্রেডিং সবাই তো অনেক টাকা ইনভেস্ট করতে পারে না। দেখা যায় ছোট খাট একটা ইনভেস্টমেন্ট নিয়ে একাউন্ট করে ফুল টাইম ট্রেড করা শুরু করল এবং দেখা গেল প্রথম কয়েকদিন লাভ করলেন এবং এক সময় গিয়ে লস শুরু করে দিলেন তখন ট্রেডিং এ মন বসবে না। সুতরাং পার্ট টাইম হিসেবে ট্রেডিং সবচেয়ে ভাল।
-
ফরেক্স মার্কেট এ একেক ট্রেডার একেক ভাবে ট্রেড করে থাকে কেউ ফুলটাইম আবার কেউ কেউ পার্টটাইম জব হিসেবে আমি ফরেক্স মার্কেট কে পার্ট টাইম ডিউটি হিসেবে বেছেনিয়েছি তবে আমার মতে ফুলটাইম আর পার্টটাইম বড় কথা না শিখা টাই অনেক বড় কথা ফরেক্স মার্কেট ভালো করে শিখে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করতে পারবেন।
-
ভাই এখানে আপনাকে ফুল টাইম ট্রেডার হবার জন্য অনেক পরিশ্রম করে অনেক চিন্তাভাবনা করে, প্রচুর সময় ব্যয় করে মার্কেটের পেছনে কয়েকটা বছর লেগে থাকতে হবে। এরপর আপনি একটু করে দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞাগুলো ভালভাবে অর্জন করতে হবে। এবং পরিশেষে গিয়ে যখন দেখবেন যে আপনার লসের পরিমাণটা কমে গিয়েছে, মানে আপনি আগে মাসে মনে করেন ১০ টা ট্রেড নিতেন তো সেই ১০ টার মধ্যে দেখা যেত ১ টা অথবা ২ টা ট্রেডে লাভ করতেন, কিন্তু এটার পরিবর্তে যখন আপনি মাসে ৮ টাতেই প্রফিট করতে পারবেন, তখন আপনি একজন ফুলটাইম প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন।
-
হ্যা বন্ধু ফরেক্স মার্কেটে হাজারো ট্রেডার ফুলটাইম ট্রেডার হিসাবে ট্রেড করছে আসলে আপনি যদি কোন পেশা ডিভোলোপ করতে চান আপনাকে অবশ্যয় সেই পেশার আপনার পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব তার সম্পুন্ন সময় দিতে হতে হবে কারন খন্ড কালীন সময়ের জন্য গ্রহন কৃত পেশা হতে কোন ভাবেই কাংখিত আউটপুট পাওয়া সম্ভব নয়, ধন্যবাদ।
-
আমার ইচ্ছা আছে আমি এই ব্যবসা ফুল টাইম এর জন্য নেওয়ার। কিন্তু বর্তমানে আমি এটি চিন্তা করতে পারতাছি না। কারণ এখানে ফুল টাইম ট্রেডার হওয়া এতটা সহজ নয়। আমি বর্তমানে এই ব্যবসা সম্পর্কে অধিক জানার চেষ্টা করতাছি। আমি যখন এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং যখন এই ব্যবসা হতে প্রতিনিয়ত উপার্জন করতে পারবো ঠিক তখনই আমি এই ব্যবসা আমার ফুল টাইমের জন্য নিব।
-
হ্যা আমি ফুলটাইম ট্রেডার হতে চাই জানি এটা খুব সহজ নয় কারন একজন ফুলটাইম ট্রেডার হতে ফরেক্স সম্পর্কে যথোষ্ট জ্ঞান অর্জন করে নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে।সবসময় মার্কেটের সাথে লেগে থাকতে সঠিকভাবে এনালাইসিস করতে আর সবচেয়ে বড় কথা লস হলে ধৈর্য্য ধারন করার মানসিকতা গড়ে তুলতে হবে।
-
ফরেক্সে ফুলটাইম ট্রেডার হতে হলে আপনাকে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে আপনাকে ফরেক্সে সময় দিতে হবে ফরেক্সের বেসিক রুলসগুলো মেনে চলতে হবে যেমন লোভ না করা ধৈর্য্য ধরা ইত্যাদি এতে করে লসের তুলনায় লাভ বেশি হবে ।
-
জীবন পরিচালনার জন্য মানুষের চারদিকে এত অর্থনৈতিক কাজের হিড়িক যে কোন পেশায় নিজেকে মন-প্রাণ দিয়ে সপে দিতে পারলেই আপনি সফল ফারেক্স সে রকম আধুনিক কালের একটা সেরা প্রতিষ্টিত হওয়ার ক্ষেত্র তাই ফরেক্স ব্যবসায় আপনি ইতিহাসের সেরা ফরেক্স ট্রেডারদের জীবনি বিশ্লেষণ করলে দেখতে পাবেন তাদের সফলতার মূল উৎস ছিল প্রচন্ড ইচ্ছা মনে রাখবেন বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে পেশা হিসেবে ফরেক্সকে ফুল টাইম হিসেবে নিতে পারেন এতে করে আপনি লেগে থাকতে পারলে সফলতা আসবে
-
আমার মনে হয় ফুল টাইম ট্রেডার এর সংখ্যা নেহায়েত কম নয়। মার্কেট থেকে একটা রেগুলার লাভ হলে অনেক ট্রেডারের ইচ্ছা হয় ফুল টাইম হতে। কিন্তু মার্কেট তো আর সম সময় এক রকম থাকেনা। নিয়মিত ট্রেড করতে থাকলে, অনেক সময় ছোট খাট লসের সম্মুখিন হতে পারেন আপনি।
তাই একজন নিয়মিত বা ফুল টাইম ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি মার্কেট এর রিস্কটুকু মেনে নিচ্ছেন, এবং সেই রিস্ক এর সাথে ডিল করতে আপনি প্রস্তুত।
-
আমার মতে আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।