আমার জানা মতে তাই। এখানে সীমাহীন লাভ করার যেমন সুযোগ আছে তেমনি একাউন্টও জিরো করার সুযোগ ভরপুর। তাই আমি বলব - সীমাহীন লাভের সুযোগ না খুজে ঠিকে থাকার রাস্তা খুজেন। আপনারও ভাল আমাদেরও ভাল। তবে একটা কথা হল - লাভ করবেন রয়ে সয়ে।ধন্যবাদ।
Printable View
আমার জানা মতে তাই। এখানে সীমাহীন লাভ করার যেমন সুযোগ আছে তেমনি একাউন্টও জিরো করার সুযোগ ভরপুর। তাই আমি বলব - সীমাহীন লাভের সুযোগ না খুজে ঠিকে থাকার রাস্তা খুজেন। আপনারও ভাল আমাদেরও ভাল। তবে একটা কথা হল - লাভ করবেন রয়ে সয়ে।ধন্যবাদ।
ফরেক্স ব্যবসা সম্পর্কে দক্ষতা ও জ্গ্যন থাকলে ফরেক্স ব্যবসা অনেক লাভজনক।কেননা ফরেক্স সম্পর্কে ধারনা না থাকলে ফরেক্স ব্যবসায়ে লাভ করা যায় না।ফরেক্সে সফলতা অর্জন করতে হলে ফরেক্সের বিভিন্ন এনালাইসিস আছে তা জানতে হবে মার্কেটের মুভমেন্ট ফলো করতে হবে।ফরেক্স সম্পর্কে যখন সকল ধারনা দক্ষতা অর্জন হবে তখন ফরেক্স থেকে সফলতা অর্জন করা যাবে।
ফরেক্স লাভজনক এটা সত্য, কিন্তু তার জন্য ফরেক্স সমন্ধে ব্যাপক ধারনা থাকা আবশ্যক। ফরেক্স নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, ডেমো একাউন্টে প্র*্যাকটিস করতে হয় এছাড়া সঠিক স্ট্রেটিজি বের করতে হয়। তাদের জন্যই ফরেক্স লাভজনক যারা এ সকল বিষয় ভালোভাবে রপ্ত করেন। এসব বিষয় ভালোভাবে যানা না থাকলে ফরেক্স ট্রেডিং লসের কারন হতে পারে।
ভাই যদি দক্ষতা সহকারে অভিজ্ঞতা নিয়ে করতে পারেন তবেই এটা আপনার কাছে লাভজনক হবে। কারন অন্যান্য মার্কেটের তুলনায় এখানে প্রচুর পরিমাণে লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে এবং ইনভেস্টও অনেক বেশি এবং এর ক্ষেত্রটা অনেক বড়। তাই র্নিদ্বিধায় বলা যায় যে এই ব্যবসাটা আসলেই অনেক লাভজনক। এছাড়াও আপনি সামান্য মূলধন দিয়েও এই ব্যবসাটা আরম্ভ করতে পারবেন এবং প্রফিটও নিতে পারবেন।
আমি মনে করি অবশ্যই ফরেক্স লাভজনক ব্যবসা ফরেক্স যদি কেউ করে থাকে তাহলে ফরেক্স কে বলতে হবে একটি মডেল ব্যবসা যা করলে অনেক ভাল আয় করা যাবে যা কিনা ব্যবসা বা চাকরি করলেও আয় করা সম্ভব হবেনা ,তবে একটা কথা আছে কথাটা হচ্ছে ফরেক্স কে আগে নিজের মত করে শিখতে হবে ,এনালাইসিস করতে হবে ,বুজতে হবে তাহলে ফরেক্সকে কাজে লাগিয়ে লাভজনক হিসেবে ব্যবহার করে আয় করতে পারবে।
আমার মতে ফরেক্স আসলেই একটি লাভ জনক বিজনেস তবে আপনাকে এই জাগায় আসতে হলে অনেক ত্যাগ শিকার করতে হবে। আপনাকে সময় নিয়ে প্রথমে ডিমো ট্রেডিং শিখতে হবে। তার পর ডিমোতে সফলতা পেলে ১-২ বছর পরে রিয়েল ট্রেডে আসতে পারেন এবং ধারাবাহিক বাবে প্রফিট করতে পারবেন।তবে মনে রাখবেন ফরেক্স জুয়া খেলানয়। এখানে লোভ আর অতি আবেগ আর তাড়াহুড়ো করার কোন সুজক নাই।
হ্যাঁ ভাই এটা আসলেই অনেক লাভজনক তবে তাদের জন্য যারা মনে করেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ। কারন যে কোন ব্যবসাতে আপনার যদি সেই মানের ধারনা কিংবা দক্ষতা না থাকে তাহলেতো আপনি সেরকম উপার্জন করতে পারবেন না, ঠিক সেরকম এই ফরেক্স ব্যবসাটাও। এখানে অনেক ধৈর্য্য নিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাকে অগ্রসর হতে হবে, তাড়াহুঁড়ো করলে হবে না তাহলেই আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন।
হ্যা ভাই ফরেক্স আসলেই লাভজনক একটি ব্যবসা। তবে এজন্য আপনাকে দীর্ঘদিন এই মার্কেটে সময় দিতে হবে। এমনকি এই মার্কেট সম্পর্কে আপনাকে দীর্ঘদিন সময় ব্যয় করে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি আপনি এই মার্কেট সম্পর্কে সকল ধরনের কার্যক্রম নিজের মধ্যে সহজেই আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভবিষ্যতে অনেক বেশি মুনাফা উপার্জন করতে সক্ষম হবেন। তবে এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য্য ও লোভবিহীন হয়ে ট্রেড করার মন মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আপনি সফলভাবে এগোতে পারেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন।
ফরেক্স একটা ঝুকিপূর্ণ বিজনেস আবার অনেক লাভজনক ব্যবসা।যদি আপনি ফরেক্স শিখতে পারেন তাহলে ফরেক্স আপনার কাছে একটা লাভ জনক ব্যবসা।তার জন্য আপনাকে আগে ফরেক্স শিখেতে হবে।ফরেক্স শিখতে না পারলে আপনি কখনই লাভ করতে পারবেনা।ফরেক্স যে টিকেথেকে ট্রেড করতে পারবে সেই লাভ করতে পারবে।আর যে এখানে লোভি হয়ে ট্রেড করবে সেই বিপদে পরবে।সফলতার জন্য জ্ঞান, ধৈর্য আর অধ্যবসায় এর প্রয়োজন আছে।তারপর ও আমি বলভো ফরেক্স একটা লাভজনক ব্যবসা যা চাইলে মানুষ কোন পরিশ্রম ছাড়া এটা করতে পারেন।
অবশ্যই ফরেক্স লাভজনক ব্যবসা ফরেক্স যদি কেউ করে থাকে তাহলে ফরেক্স কে বলতে হবে একটি মডেল ব্যবসা যা করলে অনেক ভাল আয় করা যাবে যা কিনা ব্যবসা বা চাকরি করলেও আয় করা সম্ভব হবেনা ,তবে একটা কথা আছে কথাটা হচ্ছে ফরেক্স কে আগে নিজের মত করে শিখতে হবে ,এনালাইসিস করতে হবে ,বুজতে হবে তাহলে ফরেক্সকে কাজে লাগিয়ে লাভজনক হিসেবে ব্যবহার করে আয় করতে পারবে।