ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে, এবং আমি ও করেছিলাম। একদিনে তিনশ ডলার আয় করেছিলাম। পরের দিন আবার সব লস করেছিলাম। আসলে ফরেক্স অভিজ্ঞতার বিকল্প নেই। কারন আপনি হয়তো অল্প সময় অনেক প্রফিট করতে পারেন কিন্তু সেটাকে ধরে রাখাই মুল বিষয়।আবেগ অনুভূতি দিয়ে কখনো ট্রেড করা যায় না । সে ট্রেড করলে অবশ্যই লসে পড়তে হবে । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করব ।