-
ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড দেখা যায় আপট্রেন্ড,ডাউনট্র ন্ড এবং সাম্যবস্থা।আমরা সাধারনত আপট্রেন্ড ও ডাউনট্রেন্ডে ট্রেড করে থাকি।ট্রেন্ডে সাধারনত দুটি সমান্তরাল রেখা টেনে থাকি একটি ক্যান্ডেলস্টিকের উপরের পয়েন্টগুলো যুক্ত করে এবং আরেকটি নিচের পয়েন্টগুলো যুক্ত করে। বর্তমানে আমি শুধু ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করি আর এতে আমি আগের থেকে মোটামোটি ভালই মুনাফা করতে পারি। তাই ইন্ডিকেটর উপর ভরসা না করে চার্ট এর উপর ট্রেড করেন।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করার জন্য এনালাইজ করতে পারাটা খুব জরুরী একটা ব্যাপার। মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায় যা ফ্রি বা পেইড দুই ভার্সনেই পাওয়া যায়। অনেকে হয়তো ভাবতে পারে ফ্রি টা ভালো না কিন্তু আসলে এমন কোন ব্যাপার নাই। আসলে ব্যাপার টা হলো শিখায়। আমাদের নিজেদের ই শিখতে হবে যে আমরা কিভাবে এইটার ব্যাবহার শিখবো জানবো। একেক টা ইন্ডিকেটর আমাদের একেক ভাবে মার্কেট বুঝিয়ে থাকে। আমাদের সবার আগে সি ব্যাপার গুলো শিখতে হবে। নয়তো আমরা ফরেক্স থেকে ইনকাম করতে পারবো না
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড দেখা যায় আপট্রেন্ড,ডাউনট্র ন্ড এবং সাম্যবস্থা।আমরা সাধারনত আপট্রেন্ড ও ডাউনট্রেন্ডে ট্রেড করে থাকি।ট্রেন্ডে সাধারনত দুটি সমান্তরাল রেখা টেনে থাকি একটি ক্যান্ডেলস্টিকের উপরের পয়েন্টগুলো যুক্ত করে এবং আরেকটি নিচের পয়েন্টগুলো যুক্ত করে।ইন্ডিকেটরের নির্দেশ অনুযায়ী ট্রেডিং সিদ্ধান্ত নেন তা হলে যে কোন সময় ট্রেডে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে কারন ইন্ডিকেট সব সময় সঠিক মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট ধরতে পারে না।
-
আমি এখানে নতুন এবং ফরেক্স ট্রেডিংয়ে ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের ক্ষতি এখনও করছি না কারণ আমি নিজের উপর বিশ্বাস করি এবং Godশ্বরের উপরে বিশ্বাস করি সর্বদা আত্মবিশ্বাসের সাথে কাজ করি কারণ যখন আপনার এমবিএ বিপণনের বিষয়ে আরও ভাল, ইন্ডিকেটরের নির্দেশ অনুযায়ী ট্রেডিং সিদ্ধান্ত নেন তা হলে যে কোন সময় ট্রেডে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে কারন ইন্ডিকেট সব সময় সঠিক মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট ধরতে পারে না।
-
ফরেক্স মার্কেটে আমরা ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেট মুভমেন্ট সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেতে পারি। আবার অনেক সময় ইন্ডিকেটরের মাধ্যমে সঠিক তথ্য নাও পাওয়া যেতে পারে। আমরা পুরোপুরি ইন্ডিকেটর উপর নির্ভর করে চ্যাট করার টা মোটেও শ্তভকর হবে না।
ফরেক্স প্লাটফর্মে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটর পাওয়া যায় যা ট্রেড করার ক্ষেত্রে ব্যবহার করি। একলা মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাকডি, আরএসআই, সিসিআই, জিকজ্যাক,বলিংগার ব্রান্ড অন্যতম ইন্ডিকেটর। আমাদের উচিত পেশাগত অভিজ্ঞতা অর্জন করা ও ইন্ডিকেটর এর উপর পুরোপুরি নির্ভরশীল না হওয়া।
-
ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে হলে আমাদের ট্রেন্ডের সাথে থাকিতে হবে,তাই আমি বলি ফরেক্স মার্কেট এর কোন কারেন্সির আপ ট্রেন্ড তা আমরা বুঝিতে পারি এইচ৪ টাইম ফ্রেম দেখে,তাই ফরেক্স মার্কেট এ ট্রেন্ডের সাথে তাহলে প্রফিট হবে,এর বিপরিতে লস হবে তাই ট্রেন্ডের গতিতে ট্রেড করেন
-
ফরেক্স ট্রেড সাথে কোন ইন্ডিকেটর ব্যবহার করা হয় দুই ধরণের ইন্ডিকেটর ব্যবহার করা হয় কি হলো সমান্তরালভাবে চলবে নির্দেশনা থাকবে সবসময় সমান্তরালভাবে একদম রেল লাইনের মতো আরেকটি হলো ডাউনটাউনের কাজল ও সমান্তরাল কে কে অনলাইনে নেয়ার জন্য তবেকোন ফরেক্স ট্রেডার যদি link-2 রকমের বিরক্ত করে তাহলে তুমি লাইনে থাকবে এবং তাদের মাঝে একটি তারা নির্দেশন করা হবে এবং সকল ইন্ডিকেটর কাকে হিসেবে কাজ করবে।
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের ট্রেন্ড দেখা যায় আপট্রেন্ড,ডাউনট্র ন্ড এবং সাম্যবস্থা।আমরা সাধারনত আপট্রেন্ড ও ডাউনট্রেন্ডে ট্রেড করে থাকি।ট্রেন্ডে সাধারনত দুটি সমান্তরাল রেখা টেনে থাকি একটি ক্যান্ডেলস্টিকের উপরের পয়েন্টগুলো যুক্ত করে এবং আরেকটি নিচের পয়েন্টগুলো যুক্ত করে।মার্কেট যখন উপরের রেখাকে টাস করে তখন সেল আর যখন নিচের রেখাকে টাস করে তখন সেল দেই।
-
আসলে আমার মনে হয়, আপনি যে বিষয়টি নিয়ে লিখেছেন তা ট্রেন্ড না তা হচ্ছে চ্যানেল । আপনার বক্তব্য চ্যানেল এর সাথে যায় । ট্রেন্ড লাইন হচ্ছে একটি লাইন এটি সমান্তরাল না , আর চানেল হচছে সমান্তরাল লাইন যা ২ টি ট্রেন্ড লাইন এর সমন্বয়ে গঠিত। আমার পোস্টে যদি আপনার বিন্দুমাত্র খারাপ লেগে থাকে তাহলে নিজ গুনে ক্ষমা করে দিবেন । আমি ব্যাপারটা খোলসা করার জন্যই বলেছি না হলে অনেক নতুন ট্রেডার ভুল বুঝতে পারে। দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগন আরো ভালোভাবে বোঝাতে পারবে।
-
এটা সমান্তরাল লাইন হতে হবে এমন কোন কথা নেই,ট্রেন্ড উপরের দিকে,নিচের দিকে বা পাশাপাশি ও হতে পারে।আপনি যদি কোন ইনডিকেটর এর মাধ্যমে ট্রেন্ড বুঝতে চান তাহলে জিগজ্যাগ ইনডিকেটর টি ব্যবহার করতে পারেন, এর সাহায্যে আপনি সহজেই ট্রেন্ড বুঝতে পারবেন।