-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
ফরেক্সে সব পেশার লোক কাজ করতে পারে। ফরেক্সে কাজ করার জন্য সারাক্ষন এর সামনে বসে থাকতে হয় না আপনি অন্য একটি কাজের পাশাপাশি আপনি ফরেক্সে কাজ করতে পারেন। এটা আপনার জন্য একটি অতিরিক্ত ইনকাম এর ব্যবস্থা হয়ে গেলো। এই পেশাকে সবাই একটি পার্টটাইম হিসেবে করতে পারে কারন ফরেক্সে যে কোন সময় কাজ করা যায় মার্কেট 24 ঘন্টা খোলা থাকে যেকোন সময় কাজ করা যায় ।
-
হ্যা ফরেক্স সব পেশার মানুষ করতে পারে , ফরেক্স সবার জন্য । ফরেক্সের কাজ ভাল করে জানা থাকলে যেকেউ ফরেক্সে কাজ করে টাকা আয় করতে পারে । ফরেক্সে কাজ করতে হলে ধনী বা শিক্ষিত হওয়ার দরকার হয় না , শুধু ফরেক্সের কাজ ভাল করে জানা থাকলে আর ভাল ট্রেডিং দক্ষতা থাকলে ফরেক্সে যেকেউ কাজ করতে পয়ারবে এবং ফরেক্স থেকে টাকা আয় করতে পারবে ।
-
আমি বলবো ফরেক্স সব পেশার মানুষ এ কাজ করতে পারবে। ঘরে বসে এ কাজ করা যায়। ছাএ, ব্যবসায়ি, চাকুরীজীবী, সব পেশার মানুষ এ কাজ করতে পারে। বেকার লোক এ কাজ করতে পারে ইন্টারনেট দিয়ে ঘরে বসে এ কাজ করতে পারে। সব পেশার মানুষ এ মনোবল থাকলে কোন মানুষ আর বেকার থাকবে না। তাই সবার এ মনোবল থাকতে হবে।
-
আমরা জানি আমার মতে ফরেক্স সবার জন্য।ফরেক্স একটি মূক্ত ও স্বাধীন পেশা। ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে ফরেক্সে ট্রেডিং করা যায়। এখন কম্পিউটার বা ফোনের মাধ্যমেই ফরেক্স ট্রেডিং সম্ভব। তাই যেকোনো পেশার মানুষ ফরেক্সে ট্রেডিং করতে পারে। যে ফরেক্স ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবে সে ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করতে সক্ষম হবে । শুধু দক্ষতাই জরুরী বিষয়।
-
ফরেক্স করতে কোন পেশা,বয়স ,ধর্ম ,বর্ন ভেদাভেদ নেই । তাই ফরেক্স সবাই করতে পরে ,সব পেশার লোকই করতে পারে ।বিভিন্ন পেশার লোক তাতের পেশার পাশা পাশি ফরেক্স করে আয় করতে পারে এবং এক্ষেত্রে ব্যক্তি নিজেই সময় নির্ধারন করতে পারে । ফরেক্স করতে পেশা কোন ফেক্টর নয় ।হোক সে উচ্চ পদস্থ বা নিম্ন পদস্থ বা শ্রমজীবী বা বেকার ।
-
আমার মতে ফরেক্স একটি মুক্তও স্বাধীন ব্যবসা । এখানে আপনি নিজের মূল ধন ছাড়ায় ফরক্স ট্রেডিং করতে পারেন । এ বিসনেসে লসের পরিমান খুব কম । এ খানে কোন ঝুকি ছাড়ায় অনায়াসেকরে ভাল প্রফিট করতে পারেন ।
-
ফরেক্স হল মুদ্রা কেনাবেচার আন্তর্জাতিক অনলাইন ব্যবসা।তাই যেকোন পেশার মানুষই এই ব্যবসা করতে পারে।একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলে এই ব্যবসা করা সম্ভব।তবে এই ব্যবসাক করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট সম্পর্কে জানা লাগবে।
-
অবশ্যই ফরেক্স সব পেশার লোক করতে পারবে এতে কোন সন্দেহ নেই । তবে মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে অবশ্যই অনেক বেশি পরিমাণে ট্রেডাররা নিজেদেরকে আন্তর্জতিক ট্রেডারে রুপান্তরিত করতে পারবে যেটা নিঃসন্দেহে একটা সেরা স্বিকৃতি । আর সেটাই সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ । আমি যেটার জন্য নিজেকে সর্বদা প্রস্তত রাখছি ।
-
ফরেক্স ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবে সে ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করতে সক্ষম হবে । ফরেক্স যে কোন দেশের মানুষ যেকোন জায়গায় করতে পারবে । ফরেক্স ট্রেডিংয়ের জন্য ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাই যথেষ্ঠ । সারা বিশ্ব ব্যাপি হাজারো মানুষ এখন ফরেক্সের সাথে জড়িত ।