ডেমো অ্যাকাউন্ট দেখে শিখে ভাল ভাবে ট্রেড করা। তা নাহলে সহজেই পড়ে জওয়ার সম্ভাবনা রয়েছে। ভাল ভাবে ডেমো অ্যাকাউন্ট থেকে শিখে ট্রেড করা উচিৎ। তাই আমি বলব ভাল করে আগে ডেমো অ্যাকাউন্ট থেকে শিখা উচিত।
Printable View
ডেমো অ্যাকাউন্ট দেখে শিখে ভাল ভাবে ট্রেড করা। তা নাহলে সহজেই পড়ে জওয়ার সম্ভাবনা রয়েছে। ভাল ভাবে ডেমো অ্যাকাউন্ট থেকে শিখে ট্রেড করা উচিৎ। তাই আমি বলব ভাল করে আগে ডেমো অ্যাকাউন্ট থেকে শিখা উচিত।
ফরেক্স এ নতুন্দের জন্য অনেক কিছু মানার আছে। বেশি করে ধর্য্যশীল হতে হবে। অকারনে ট্রেড ওপেন করতে হবে। আপনি ইচ্ছা করে মার্কেট মুভ করাতে পারবেন না। এটা সব সময় মনে রাখতে হবে। কারন আমরা এখানে বিগ ট্রেডার নই। আমরা রিটেইল ট্রেডার। আর মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
ইন্ডিকেটর এর উপর একক ভাবে নির্ভর করা নতুন ট্রেডারদের আর একটি বড় ভুল। ইন্ডিকেটর মার্কেট এর তাৎক্ষণিক অবস্থার ইংগিত দেয় যার উপর নির্ভর করে ট্রেড এন্ট্রি করা হয়। তবে ইন্ডিকেটর সবসময় সঠিক দিক নির্দেশনা দেয় না ।
মার্কেট আপট্রেন্ড কিন্তু ইন্ডিকেটর নির্দেশ দেয় ডাউনট্রেন্ড, ফলে সেল এন্ট্রি ওপেন করে লাভ এর জাগায় অনেক বড় রকমের লস এর সম্মুখীন হতে হয় । তাই ইন্ডিকেটর এর উপর একক ভাবে নির্ভর না করে , মার্কেট এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
স্টপ লস ও টেক প্রফিট এর ব্যবহার না করা । স্টপ লস ব্যবহার না করার কারণে অনেক ট্রেডার ফরেক্স এ তাদের মুলধন হারিয়ে পথের ফকির হয় । স্টপ লস ব্যবহার করলে একটি নির্দিষ্ট প্রাইস এ গিয়ে ট্রেড অটো বন্ধ হয়ে যাবে , ফলে লস একটি নির্দিষ্ট পরিমাণে হয়ে থাকবে । একাউন্ট হারানোর ভয় থাকে না ।
আবার টেক প্রফিট সেট না করার কারনে অনেক সময় প্রফিট এ থাকা ট্ট্রেডটি লস এ চলে যায় , এমনকি অনেক বড় ধরনের লস হয়, অনেক ট্রেডার তাদের মুলধন হারিয়ে বসে। টেক প্রফিট সেট করা থাকলে তা একটি নির্দিষ্ট প্রাইস এ গিয়ে প্রফিট নিয়ে ট্রেড টি অটো বন্ধ হয়ে যেত।
আমার মনে হয় ফরেক্সে অধিকাংশ নতুন ট্রেডারই লস করেন। তাদের মূল সমস্যা তারা মার্কেট না বুঝে ট্রেড করে। তারা এলোপাথাড়ি ট্রেড করে ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু নতুন দের অনবশ্যই ধৈর্য ধরে টিকে থাকতে হবে, মার্কেট ভালো ভাবে এনালাইসিস করা শিখতে হবে। প্রথমে ডেমো ট্রেডিং করে অনুশীলন করতে হবে। শুরুতেই ঝুকি নেয়া যাবে না। সবসময় মার্কেট বুঝে ট্রেড করতে হবে।
হেলো ফরেক্স নতুন বন্ধুরা তোমাদের স্বাগতম ফরেক্স মার্কেটে জয়েন করার জন্য । ফরেক্স খুব ভাল ও সব থেকে বড় ব্যবসা এই পৃথিবীতে । আমি ফরেক্স করি আর সাথে সাথে অন্যদের ও বলি ফরেক্স মার্কেটে জয়েন করার জন্য । এখব মনে রেখো ডেমো ট্রেড, ইনভেস্ট ও অনেক অনেক এনালাইসিস করা খুব জরুরি ফরেক্স করার ক্ষেত্রে ।
নতুন ট্রেডারদের জন্য আমি এডভাইস করব যে তারা যেন লোভে পরে ওভার ট্রেডিং না করে এবং মানি ম্যানেজমেন্ট করে। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করলে অবশ্যই সে ৯০ শতাংশ লসের খাতায় চলে যাবে। আর টেক প্রফিটের ব্যবহার করক আর না করুক কিন্তু স্টপ লসের ব্যবহার যেন অবশ্যই করে।
১। লোভ ত্যাগ করতে হবে।
২। ধৈর্য ধরতে হবে।
৩। ডেমোতে ট্রেড করতে হবে।
৪। প্রথমেই ডিপুজিট করা যাবে না।
৫। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
৬। টাকা নয়, আগে দক্ষতা অর্জন করতে হবে।
৭। যাবতীয় সকল নিয়ম নীতি মেনে চলতে হবে।