-
ফরেক্স ট্রেডিং করতে গেলে ভুল ট্রেড নেয়ার ঘটনা টা খুব স্বাভাবিক ব্যপার। কিন্তু ফরেক্সে সফল হতে হলে ভুল ট্রেড নেয়ার পরিমান যতদূর সম্ভব কমাতে হবে। কারন ভুল ট্রেড মানেই লসের বোঝা ভারি করা। কোনো ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস না করে ট্রেড নেয়াকেই সাধারনত ভুল ট্রেড বলে। ট্রেড নেয়ার আগে আমাদের উচিত মার্কেট এনালাইসিস করে নেয়া, নিউজ ফলো করা, আরও অন্য ব্যপার স্যপার আছে।
-
ফরেক্সে ভুল ট্রেড করা মানে লস করা । ফরেক্সে ট্রেড করার আগে যদি কোন চিন্তা ভাবনা না করে ট্রেড করেন তাহলে লস হবেই নিশ্চিত ।তাই যারা ট্রেড করেন তারা ভেবে চিন্তে এবং সর্তকতার সাখে করবেন কোন জুয়ারির মত করবেন না তাহলে পখে বসতে হবে ।
-
ভুল ট্রেড বলতে বুঝায় আপনি এমন একটি ট্রেড ওপেন করলেন যেটি সম্পর্কে আপনার সচ্ছ ধারনা নাই । যার কারণে দেখা যায় যে আপনি যে ট্রেড ওপেন করলেন তা থেকে লাভের পরিবর্তে লস করতে হয় । তাই অবশ্যই আপনাকে ট্রেড ওপেন করার আগে ভালভাবে জেনে ট্রেড করতে হবে । এমনকি পড়ে দেখা যাবে যে লস হওয়ার কারণে আপনার ট্রেড বন্ধ হয়ে গেছে ।
-
মানুষ মাত্রই ভুল করে।ফরেক্স মার্কেটেও এমন ভুল হবে না তা নয়।অনেক সময় সঠিক অ্যানালাইসিস না করেও ট্রেড ওপেন করা হয়ে যায়।এসব ট্রেডে অধিকাংশ সময় লস করে দেয়।তাই যথাসম্ভব ভুল করে ট্রেড না নেওয়ার চেষ্টা করতে হবে।আর যদি হয়েও যায় তবে দ্রুতই ট্রেডটি ক্লোজ করে দিতে হবে।না হলে ঐ ভুল ট্রেডটা দীর্ঘ সময় থাকলে অনেক লস হয়ে যেতে পারে।
-
যখন কোনো অ্যানালাইসিস, চিন্তাভাবনা,সাপোর্ট-রেসিসটেন্ট বিবেচনা না করে কোনো ট্রেড ধরা হয় তাকে ভুল ট্রেড বলা যায়।মানুষ মাত্রেই ভুলের কাছে পরাজিত।সবাই ভুল করতে পারে।এজন্য সবাই চেষ্টাও করে ভুল এড়িয়ে চলবার।ফরেক্স মার্কেটে ভুল ট্রেড যাতে না নেওয়া হয় সেদিকে নজর দিতে হবে।প্রয়োজনে ভুল ট্রেড দ্রুত স্বল্প লসে ক্লোজ করে দেওয়া যেতে পারে।
-
"মানুষের মন আপেক্ষিক।সময়ের ব্যবধানে একসময় মনের সাজানো ইচ্ছেগুলো অনিচ্ছায় রূপান্তরিত হয়। আজকের ভাল লাগা কোনকিছু যে সারাজীবন ভাল লাগার বৃত্তে আবদ্ধ থাকবে,তা কিন্তু নয়।সময় আর বাস্তবতার ভীরে হারিয়ে যাবে আজকের ভাল লাগাগুলো।" জীবন হেরে যায়, মৃত্যুর কাছে। সুখ হেরে যায়, দুঃখের কাছে। ভালবাসা হেরে যায়,অভিনয়ের কাছে। আর বন্ধুত্ত হেরে যায়, অহংকারের কাছে ।।
-
ফরেক্স মারকেটে এর প্রতাক টা ট্রাড আপনাকে মনজগি হতে হবে । কারন আপ্ন ফরেক্স ট্রাডিং জত বেসি ভুল করবেন আপনি তত লস করবেন ফলে আপনি প্রফিট থেকে বঞ্চিত হবেন । তাই আপনার উছিত জত সম্ভব ট্রাডিং ভুল কম করা । ভুল করার পর আপনাকে ভুল টা কেন করচেন সেটা খুজে বের করতে হবে । এক ভুল বার বার করা যাবে না ।
-
ফরেক্স এ ভুল ট্রেড দেয়া উচিত না আপনাকে অনেক চিন্তা ভাবনা করে ট্রেড দেয়া উচিত। আর ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জেনে অনেক *দিন ডেমো করে তারপর রিয়াল ট্রেড করার ডেমোতে ভুল গুলু শুদ্রে নেয়া। আর আপনি যদি ফরেক্স অনেক অভিজ্ঞতা অর্জন করেও ভুল ট্রেড দেন তাহলে আপনা ওই ভুলটা ভাল ভাবে এনালাইসিস করা উচিত করে দেখা উচিত যে কোথায় ভুলটা হয়েছে আর কেন হয়েছে। আর আমি মনে করি প্রতিটি ট্রেড একটু সময় নিয়ে একটু চিন্তা করে মাথা ঠান্ডা করে ট্রেড করা *উচিত আর আপনি *যদি এই ভাবে ট্রেড করে তাহলে আমার মতে আপনি ট্রেড সাফল্য অর্জন করতে পারবেন।
-
আপনি ৫ টি ট্রেডে প্রফিট করলে আপনি তার পরবর্তী ট্রেড যদি ভুল ভাবে ওপেন করে ফেলেন তাহলে ওই বাকি ৫ টির প্রফিট লস হয়ে যাবে। তাই আপনাকে প্রতিটি ট্রেড এই খুব সিরিয়াস থাকতে হবে এবং সবসময় যে ট্রেড থাকতেই হবে এমন কোন কথা নেই। ধন্যবাদ
-
আমি স্টপ লস দিয়া মার্কেট এ ত্রাদেইং করার ছেস্তা করি । তারপর ও আমাদের ভুল ট্রেড এ অনেক শময় হয়া জায় । আশলে বেশির ভাগ সময়ে ভুল ট্রেড হয়া থাকে , সে জনা আমাদের মার্কেট কে ভাল করে বঝা উছিত । মার্কেট কে না বুঝে ট্রেড করার অর্থ নিজের বিপদ নিজে দেকে আনা । কারন মার্কেট আপনাকে বারবার লাভ দিলও একটি ভুল ট্রেড আপনার অ্যাকাউন্ট শূন্য করে দিতে যথেষ্ট , তাই স্টপ লস ব্যবহার করা উছিত ।