-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ফরেক্সের সাধারণ নিয়মনীতি এবং ট্রেড করার বিষয়বস্তু সম্পর্কে ভাল করে জানতে হবে । ডেম একাউন্ট খোলার পর আপনাকে জানতে হবে কোন কারেন্সী নিয়ে ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেন । এরপর ধীরে ধীরে মার্কেটের কারেন্সী সম্পর্কে সকল ধারণা চলে আসবে । এতে করে আপনি একজন ভাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন । ফরেক্স ব্যবসায় নতুনদের জন্যে euousd, gbpusd, audusd, usdjpy কারেন্সী সর্বোত্তম ।
-
হাই, আপনি কেমন আছেন, আমরা সকলেই এখানে সাফল্যের জন্য কাজ করছি তবে সাফল্য তাদের কাছে আসবে যাদের এটি পাওয়ার ক্ষমতা রয়েছে, আমি দেখতে পেলাম যে ভাগ্য ফ্যাক্টর ফরেক্সের সাথে নির্দিষ্ট ফরেক্সে আমাদের কঠোর পরিশ্রমের সাথে কাজ করবে না যা কাজের অভিজ্ঞতা ছাড়াও দেয় আপনি যেমন অন্যান্য ব্যবসায় সাফল্য অর্জন করেন তাই সত্যিই গুরুত্বপূর্ণ কিছু নেই যা বলে যে আমরা ভাগ্যের ভিত্তিতে উত্পাদন করি যা তারা কখনও অর্জন করেনি। সফলভাবে বাণিজ্য থেকে সাফল্য পান, ধন্যবাদ অনেক বন্ধু
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক মুদ্রা বিনিময় মার্কেট। তাই এ মার্কেটে অনেক প্রকার কারেন্সি পেয়ার করা যায়। তবে আমার মতে সবচেয়ে ভালো কারেন্সি পেয়ার হলো ইউএসডি ক্যাড। এই মুদ্রায় সবচেয়ে বেশি বাজার মুভমেন্ট করে তাই এমন করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।,,,,,ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে অনেক কারেন্সি আছে কিন্তু সব কারেন্সি নিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেটে ভাল করা যাবে না তাই ভাল একটি কারেন্সি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে ভাল করা যাবে তাই ফরেক্স মার্কেটে ট্রড করার জন্য ইউরো এউএসডি ভাল কারেন্সি এই কারেন্সি নিয়ে ট্রেড করা ভাল ।
-
ফরেক্সে নতুনদের জন্য আসলে ট্রেড করার জন্য কোন পেয়ার ভাল হবে তা নির্ভর করে মার্কেট আনালাইসিস এর উপর। মার্কেট আনালাইসিস করে যে পেয়ার টপ এ থাকবে সেটি নিয়ে ট্রেড করতে হবে। আমার মতে গোল্ড পেয়ারে ট্রেড করা ভাল এর মার্কেট মুভমেন্ত উপরের দিকে থাকে। আপনি নিজে মার্কেট আনালাইসিস করে ট্রেডিং এর সিদ্ধন্ত নিলে ভাল হয়।
-
মেজর পেয়ার গুলোতে টেড করলে লস ঘুরে আসে প্রায়।মেজর পেয়ার এর স্পেড ও কম কাটে।তাছারা এ সব পেয়ার ২/৩মাস পর আবার প্রায় একই জায়গায় ঘুরে আসে।আর গোল্ড এ তো অনেক অভিজ্ঞতা ছারার টেড করে ওপেন করা সম্ভব নয়।তাই নতুনদের গোল্ডে এ টেড করা ঠিক নয়
-
আপনি বৈদেশিক মুদ্রার বাজারে একটি দম্পতির সাথে কাজ করছেন কিনা তা আপনি নির্ভর করেন বা একটি দম্পতির বিনিময় করে আপনি ক্রমবর্ধমান ফলবান হতে পারেন। আপনি বিশ্লেষণের সাথে বিনিময় করেন এবং দেখুন কোন যুগটি আপনার পরীক্ষাকে ক্রমবর্ধমান কার্যকর করে তোলে। আপনার তদন্তটি সবচেয়ে ভাল হবে এমন জুটির আপনার বিনিময় করা উচিত। আরও কী, আপনি যথাযথভাবে স্বর্ণ পরীক্ষা করতে পারবেন এমন সুযোগে আপনি সেই বিন্দু থেকে দুর্দান্ত উপকার করতে পারবেন।
-
ফরেক্সে নতুনদের জন্য আসলে ট্রেড করার জন্য কোন পেয়ার ভাল হবে তা নির্ভর করে মার্কেট আনালাইসিস এর উপর। মার্কেট আনালাইসিস করে যে পেয়ার টপ এ থাকবে সেটি নিয়ে ট্রেড করতে হবে। আমার মতে গোল্ড পেয়ারে ট্রেড করা ভাল এর মার্কেট মুভমেন্ত উপরের দিকে থাকে। আপনি নিজে মার্কেট আনালাইসিস করে ট্রেডিং এর সিদ্ধন্ত নিলে ভাল হয়
-
আমি সব সময়ই বলে থাকি আর তা হল ফরেক্সে নতুন ট্রেডারদের সব সময়ই উচিত ঐ সকল কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করা যার মার্কেটে অনেক বেশি ডিমান্ড বা চাহিদা রয়েছে আর সেই ধরনের কারেন্সির কথা বলতে গেলে অবশ্যই প্রথমে eur/usd এ কারেন্সি পেয়ারটিই সামনে চলে আসবে।আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ন কারেন্সি মনে হয় এই কারেন্সি পেয়ারকে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । মার্কেটে আমার আগমন বেশি দিনের নয় । মার্কেটে ট্রেড করার জন্য পেয়ার নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে আমি সাধারনত ইউরো ইউএসডি পেয়ারে ট্রেড করতে পছন্দ করি । তাছাড়া ক্রোডেল এ মাঝে মধ্যে ট্রেড করা হয় । তবে ক্রোডেলে ট্রেড করলে লট সাইজ একেবারে কমিয়ে নেই ।