-
ভাই এখানে একেকজন ট্রেডারের একেক রকম সময় লাগে, তাই এটা নির্ভর করে তার পরিস্থিতি কিংবা ট্রেডারের চিন্তা-ভাবনার উপর ভিত্তি করে। সেই দৃষ্টিভঙ্গিতে তাকালে দেখা যায় কারও ২ বছর, কারো ৫ বছর, কারও ৭ বছর আবার কারও মনে করেন যে ১০ বছরও লেগে যায় বা যেতে পারে। এই মার্কেটটা মূলত তার মেমরীর ক্যাচিং পাওয়ারের উপর বেস করে ধাবিত হতে থাকে। তাই যে সহজে সবকিছুকে বুঝতে ও ধরতে পারেন এবং সে অনুযায়ী তাৎ*ক্ষণিকভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখেন, সে ততই সামনে এগিয়ে যেতে থাকেন।
-
আমি বলবো ফরেক্সে অভিজ্ঞতা কখনো একদিনে আসে না। আপনাকে মনে রাখতে হবে যে, যাই হোক আমি ফরেক্স থেকে সরে যাব না। আমাদের অনেক ট্রেডার একবার বিফল হয়ে ফরেক্সের বদনাম করে বেড়ায়। অথচ তারা বিভিন্ন কাজে বারবার বিফল হয়েও অই কাজে আবার মনযোগ দেয়। ফরেক্সে তিক্ত কোন অভিজ্ঞতাও আপনার কোন এক সময়ে উপকার আসবে। প্রচুর অভিজ্ঞতার সমন্বয় একজন ট্রেডার কে অভিজ্ঞ করে তোলে, এর কোন বাধা ধরা সময় নেই।
-
ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হতে গেলে অর্থ্যাৎ দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হতে হলে কত সময় লাগবে তা ব্যাক্তিবিশেষের উপর নির্ভর করে । অনেকে আছে যারা কঠোর পরিশ্রম করার মাধ্যমে এই মার্কেটকে দ্রুত আয়ত্তে নিয়ে আসছেন । আবার অনেকে আছে দীর্ঘদিন যাবত ট্রেড করার পরেও কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন নি । অভিজ্ঞ হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই একজন ভালো বিশ্লেষক হতে হবে । ফরেক্স মার্কেট অভিজ্ঞ হতে হলে ধৈর্য্য ধরে সামনের দিকে এগিয়ে যান এবং একসময় বুঝবেন আপনি অভিজ্ঞ ।
-
ফরেক্সে ভাল অভিজ্ঞতা অর্জন করতে হলে একটু বেশি সময় লাগে। তবে আপনি চেষ্টা করলে ২ মাসের মধ্যে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আর ভাল অভিজ্ঞ হওয়ার উপায় হল আপনি বিভিন্ন অভিজ্ঞ ট্রেডারদের কাছে শিখতে পারেন।এবং ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে শিখতে পারেন।আর ফরেক্সে ডেমো একাউন্ট খুলে শিখতে পারেন।
-
ফরেক্স মার্কেটে অবিজ্ঞতার কোন শেষ নেই। কারন ফরেক্স মার্কেটে যারা অনেক অনেক দিন ধরে ট্রেড করে আসছে সে অনেক অবিজ্ঞতা সম্পর্ন হয়ে থাকে। ফরেক্স মার্কেটে অবিজ্ঞতা হতে অনেক সময় লাগে। কারন ফরেক্স মার্কেট অনেক বিশাল একটি ব্যা পার। এটা এত সহজে জ্ঞান লাভ করা সম্বব না।
-
একেকজন ট্রেডারের একেক রকম সময় লাগে, তাই এটা নির্ভর করে তার পরিস্থিতি কিংবা ট্রেডারের চিন্তা-ভাবনার উপর ভিত্তি করে। সেই দৃষ্টিভঙ্গিতে তাকালে দেখা যায় কারও ২ বছর, কারো ৫ বছর, কারও ৭ বছর আবার কারও মনে করেন যে ১০ বছরও লেগে যায় বা যেতে পারে। এই মার্কেটটা মূলত তার মেমরীর ক্যাচিং পাওয়ারের উপর বেস করে ধাবিত হতে থাকে। তাই যে সহজে সবকিছুকে বুঝতে ও ধরতে পারেন এবং সে অনুযায়ী তাৎ*ক্ষণিকভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখেন, সে ততই সামনে এগিয়ে যেতে থাকেন।
-
কোন কাজে অভিজ্ঞতা অর্জন করতে সময়ের প্রয়োজন। মানুষ যে কোন কাজে ধীরে ধীরে এক্সপার্ট হয়ে ওঠে। এক লাফে কখনো তাল গাছে ওঠা যায় না। মানুষের মেধা এবং পরিশ্রমের ওপর নির্ভর করে কে কত তাড়াতাড়ি অভিজ্ঞ হয়ে উঠতে পারে। দ্রুত অভিজ্ঞ হতে হলে ফরেক্স এ প্রচুর সময় দিতে হবে পাশাপাশি ফরেক্স সম্পর্কে অধ্যাবসায় করে যেতে হবে।
-
ফরেক্স এর মধ্যে অভিজ্ঞ হতে হলে মিনিমাম হলেও দুইমাস ডেমো একাউন্টতে ট্রেড করতে হবে না হলে তেমন বুজা যাবেনা,ফরেক্স হচ্ছে সম্পুরন্ন এনালাইসিস করার বিষয় ,এনালাইসিইস করতে না পারলে তেমন কিছু করা যাবে বা ভাল ফল আসবে না।তাই কম পক্ষে হলেও দুই মাস বা তার চেয়ে বেশি প্রাক্টিচ করা ভাল ।তাই নতুনদের ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেড করা উত্তম।
-
আপনার কমপক্ষে ৫ থেকে ৬ মাস ডেমো ট্রেড করতে হবে।,এর আগেই আপনি শিখে যাবেন কিন্তু লাইভ ট্রেডিং অন্য জিনিস,তাই লাইভ ট্রেডিং এর ইমোশন কে কন্ট্রলে আনতে চাইলে ডেমো ট্রেডের কোন বিকল্প নাই।এবং লোভ বর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হলে আপনাকে বেশি বেশি ফরেক্স মার্কেট নিয়ে এ্যানালাইসিস করতে হবে এবং ফরেক্স মার্কেট ঘাটতে হবে। অভজ্ঞ হতে হলে একজন ট্রেডারের কতদিন সময় লাগবে তা প্রকৃত পক্ষে বলা মুসকিল। এখানে অভিজ্ঞতার কোন শেষ নাই। আপনি এক বছরের মধ্যেও অভিজ্ঞ হতে পারেন আবার কয়েক বছরও লেগে যেতে পারে। সত্যিকারার্থে বলতে পারি, আপনি যত বেশি এ্যানালাইসিস করবেন ততবেশি অভিজ্ঞ হবেন।