-
হা। মোবাইল থেকে ও ফোরামে কাজ করা যায়। তবে এটা অনেক দীর্ঘ সময় ও বিরক্তিকর বিষয়। আপনি যদি এন্ড্রইয়েড ইউজার হন তাহলে মোটামটি ভালো কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ফোরামের সাইটে লগ ইন করে বাকি কাজ করতে হবে। তবে আমি মনে করি যদি পিসি থাকে তাহলে পিসি থাকে তাহলে পিসি তেই কাজ ক্রা ভালো।।
-
মোবাইলে ফোরামের কাজ করা যাবে। তবে সব মোবাইলে সম্ভব নয় এজন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল। আমি নিজেই মোবাইলের মাধ্যমে ফোরামে কাজ করে থাকি।সবসময়ই মোবাইলে কাছে থাকে বলে মোবাইলের মাধ্যমে ফোরামে যেকোন সময় সুযোগ পেলেই কাজ করতে পারি।তাই আমি মনে করি মোবাইলের মাধ্যমে ভালোভাবেই ফোরামে কাজ করা সম্ভব।
-
হা ফরেক্স বাংলা ফোরামে আপনি মোবাইল থেকেও কাজ বা পোষ্টিং করতে পারবেন । তবে আমার মতে মোবাইল থেকে না করাই ভাল । কেননা মোবাইল থেকে টাইপ করতে অনেক সময় লাগে । তাছাড়া কিছু কিছু বানান সঠিক ভাবে লেখা যায়না মোবিইল দিয়ে । তবে আপনি করে দেখতে পারেন ।
-
অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন দ্বারা ফরেক্স এর সাথে সংযুক্ত থাকতে পারবেন । বর্তমানে আমরা নিজেদের স্মাটফোন ব্যবহার করে প্রায় ভার্চুয়াল সব কাজ সারতে পারি যা আমাদেরকে আগে করতে হত কম্পিউটারে । তাই আমি মনে করি যে একটা এন্ড্রয়েড ফোন কিংবা একটা স্মার্টফোনের মাধ্যমে ফোরামের সাথে সংযুক্ত থাকতে পারবেন । আর স্বাচ্ছন্দে পোস্টও করতে পারবেন ।
-
মোবাইল থেকে অব্যশই ফোরামে কাজ করা যাবে। কারন এন্ড্রেয়েড মোবাইলে এখন করা যায়। তবে আপনি মোবাইলে লিখে কিছু করতে পারবেন না। কারন মোবাইল্ স্ক্রিন ছোট। সবচেয়ে ভাল হবে আপনি যদি কম্পিউটার ব্যবহার করে লিখেন।
-
হ্যা আপনি ফরেক্স বাংলা ফোরামে মোবাইলের মাধ্যমেও আপনি পোস্ট করেত পারবেন । তবে আপনার মোবাইলটি অবশ্যই এন্ড্রয়েড ভার্সন হতে হবে । এই ফোরামের অনেকেই তাই করে থাকেন । আমিও মোবাইলের মাধ্যমে পোস্ট করতে পছন্দ করি । কেননা এতে করে আমার পছন্দমত সময়ে ফোরামে পোস্ট করতে পারি । ধন্যবাদ ।
-
মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় তবে তা অনেক কস্টকর মানে হয়। কারন মোবাইলের স্ক্রিন অনেক ছোট যার ফলে লেখা পরতে ও লিখতে অসুবিধা হয়। আমি মনে করি মোবাইলে কাজ না করাই ভালো। সবচেয়ে বেশি সুবিধা হয় ডেস্কটপ অথবা লেপ্টপে কাজ করলে। তবে আপনি চাইলে এন্ড্রয়িড মোবাইল ব্যবহার করে পোস্ট করতে পারেন।
-
হুম ফরেক্স বাংলা ফোরাম মোবাইলের মাধ্যমে করা যায় তবে সেই হ্যান্ডসেট অবশ্যই এন্ড্রোয়েড মোবাইল ফোন হতে হবে তাহলে ফোরাম করা যাবে তবে ল্যাপটপ এবং ডেস্কটপ দ্বারা ফোরাম করলে অতি সহজে ফোরাম করা যায় আরর মোবাইলে ফোরাম করতে অনেক সময় লাগে।তাই আমার মতে ল্যাপটপ এবং ডেস্কটপ এ ফোরাম করা ভাল।
-
মোবাইল থেকে অবশ্যই ফোরামে কাজ করা যায়।। আমি প্রায় ৪ মাস যাবত মোবাইল থেকে ফোরামে কাজ করে আসছি।। ফোরাম থেকে মোবাইল এ কাজ করা অনেক সহজ।। আপনি যেখানেই থাকুন না কেন আপনার সাথে মোবাইল থাকলে আপনি ফোরামে কাজ করতে পারবেন।
-
মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার।তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিদা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই অামার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা ভাল।