আমার দিনে কোন নিদ্দিষ্ট পরিমান ট্রেডের সংখ্যা নেই কারন আমি এখানে পাটটাইম হিসাবে ট্রেড করে থাকি। তবে যখন সময়
অনেক থাকে সেই সময় ট্রেড অ্যানালাইসিস করে অল্প সংখ্যক ট্রেড করে থাকি।।।।
Printable View
আমার দিনে কোন নিদ্দিষ্ট পরিমান ট্রেডের সংখ্যা নেই কারন আমি এখানে পাটটাইম হিসাবে ট্রেড করে থাকি। তবে যখন সময়
অনেক থাকে সেই সময় ট্রেড অ্যানালাইসিস করে অল্প সংখ্যক ট্রেড করে থাকি।।।।
আমি সাধারনত বড় টাইম ফ্রেমে ট্রেড ওপেন কপ্রতে পছন্দ করি । আর সেই জন্যই যদি ১ ঘণ্টার ট্রেড ওপেন করি তাহলে ২ টা ট্রেড আর যদি ৪ ঘণ্টার ট্রেড ওপেন করি তাহলে ১ টি ট্রেড ই ওপেন করি । বেশি বেশি ট্রেড ওপেন করে লস হওয়ার ভয় থাকে , তাই ছোট লটে এবং বড় টাইম ফ্রেমে ১ -২ বারের মধ্যেই সিমাবদ্ধ আছি ।
আমি দিনের বেলার চেয়ে রাতেই বেশী ট্রেড করে থাকি । তাই দিনে আনুমানিক ২ থেকে ৩ টা ট্রেড করি । এই ট্রেড করে আমি সফলতা অর্জন করতে পারি । আপনারা কম ট্রেড করে মার্কেট সর্ম্পকে এ্যানালাইসিস করতে থাকেন ।
আসলে আমি কত গুলো ট্রেড প্রতিদিন করি তা নির্বর করে আমার মনের উপর কারন আমার মনে এবং মার্কেটে অবস্থা যদি বাল থাকে তবে বেশি ট্রেড করি আর যদি খুব একটা ভাল না হয় তবে বেশি ট্রেড করি না কারন ভাল কোন নিউজ থাকলে ট্রেড করত পারলে লাভ হবে না হলে লস।
দিনে একটা থেকে দুইটা ট্রেড করা উচিত। কারন বেশি ট্রেড করলে আপনি নিজের ইমোশন কন্ট্রোল করতে পাবেন না। আপনার ভেতর লোভ চলে আসতে পারে। এছাড়া ছোট ছোট প্রফিট না নিয়ে একবারে বড় প্রফিট নিন। রিস্ক কম, টেনসনও কম। তাই বেশি বেশি ট্রেড না করে দিনে এক থেকে দুইটা ট্রেড করুন। দুইটা ট্রেডেই ৩০ থেকে ৪০ পিপসের বেশি নেওয়া সম্ভব।
আমি দিনে ৪-৫ টা ট্রেড করি। এতেই আমার প্রফিট ভালোই হয়। অনেকে মনে করে যত বেশি ট্রেড করা যাবে তত বেশি লাভ হবে এই ধারনা একেইবারেই ভুল। অনেক অভিজ্ঞ ট্রেডারের মতে ওভার ট্রেডের ফলেও একাউন্ট অনেক সময় একাউন্ট যিরো হয়। তাই আমার মতে আমাদের প্রতিদিন ৩-৫ টি ট্রেড করা উচিত মার্কেট বুঝে তা না হলে এখান থেকে ভাল প্রফিট করা যাবে না।
আমি প্রতিদিন কত গুলো ট্রেড করব সেই রকম কোন নির্দিষ্ট টাইম নাই যেহেতু মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আমি এই ৫ দিন প্রতিদিন মার্কেট এনালাইসিস করে যেইদিন যত গুলো সিগনাল পাই তত গুলো ট্রেড ওপেন করি আর আমি বেশির লং টাইম ট্রেড করতে ভালবাসি তাই ভাল সিগনাল পাইলে ট্রেড করি।
আসলে আপনি যদি দিনে এতগুলো ট্রেড করতেই হবে এমন ধারণা নিয়ে বসে থাকেন তবে হবে কেন? এই মার্কেট চলে নিজের ইচ্ছা মত তাই যখনই আপনার সিস্টেম বলবে তখনই ট্রেড করা উচিত। এখানে জোর করে ট্রেড করতে গেলে লসের বোঝাই শুধু বাড়বে আর কিছু নয়।
ফরেক্স মার্কেট এ আমি প্রতিদিন 2-3 টা ট্রেড রাখি একটা ক্লোজ হবার পরে আরেকটা ট্রেড ওপেন করি এ ভাবে একের পরে একটি ট্রেড ওপেন করি আর ক্লোজ করি,মুলত সবসময় ফরেক্স মার্কেট এ 2 টা ট্রেড রাখি,এ জন্য আমার প্রফিট বেশি লস কম হয়।
আমি দিনে খুব কম ট্টেড করি। আমি প্রতিদিন এ ১ থেকে ২ দুটি পেয়ারে ট্টেড করি। আর তা খুব কম লটে ট্টেড করি। আমি ০.০১ থেকে ০.০৩ সেন্ট পর্যন্ততে এর চেয়ে বেশী লটে আমি ট্টেড করি না। এতে আমি সঠিক হয়ে ট্টেড করি তাতে আমার প্রতিদিন ২ ডলার থেকে ৩ ডলার আয় হয়।