খোঁজার হয় তাহলে কি অন্য ট্রেডারদের 95% তারপর করছেন আপনি সফল না হতে পারেন।তুমি বাজারের বাস্তবসম্মত প্রত্যাশা রাখো,
Printable View
খোঁজার হয় তাহলে কি অন্য ট্রেডারদের 95% তারপর করছেন আপনি সফল না হতে পারেন।তুমি বাজারের বাস্তবসম্মত প্রত্যাশা রাখো,
ফরেক্স শিখতে যার যার নিজের জ্ঞানের উপর নির্ভর করে। কারন সবার জ্ঞান সমান নয়। কেউ অনেক ভাল করে তারাতারি শিখতে পারে আবার কেউ অনেক দেড়ি করেও শিখে। তবে আমার মতে এভারেজ এ সবারই ফরেক্স শিখতে ১ বছর পর্যন্ত ফরেক্স শিখেনিলে ভাল হয়।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত ভাবে বলা যায় না , তবে ফরেক্স এ ভাল করে শেখার জন্য ৪-৫ মাস সময় দিতে হবে । আমার ৪-৫ মাস সময় লেগেছিল ফরেক্স সম্পর্কে ভাল করে বুজার জন্য , তবে সবার এর থেকে সময় বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে । তাই আগে ভাল করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । তার জন্য যত দিন সময় লাগুক ।
আসলে আপনি কত দিন নিবেন সেটা তো আপনার ওপরে নির্ভর করছে। আপনি যত সময় দিবেন আপনি ততো ভাল শিখতে পারবেন। আর আপনি যত বেশি প্যাকটিস করবেন ততো আপনার জন্য উপকার হবে। আপনি উচ্রছা করলে ১-২ মাসের মধ্যেই ফরেক্স শিখতে পারেন কিন্তু এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা ঠিক বুজে বলা যায় না , তবে ফরেক্স এ যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি শেখা যাবে । কারো কারো ৪-৫ মাস ও লাগতে পারে আবার কারো আরও কম সময় লাগতে পারে । ফরেক্স শিখতে বেশি বা কম সময় লাগুক কিন্তু ভাল করে ফরেক্স শেখা খুবই গুরুতপূন , আমার ফরেক্স এ কাজ শিখতে ৩-৪ মাস লেগেছিল ।
প্রথমে ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । তারপর যদি আপনি মনে করেন আপনি রিয়েল অ্যাকাউন্ট এ লাভ করতে পারবেন তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্ট এ ডিপোজিট করতে পারেন । আপনি যদি মনে করেন আপনি ফরেক্স সম্পরকে দক্ষ তা হলে আপনি ফরেক্স মাকেটে রিয়েল ট্রেড করতে পারেন।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা কখনও ঠিক করে বলা যায় না । তবে ফরেক্স আমরা ৪-৫ মাস শিখতে পারি । তবে ভাল করে না শেখা পজন্ত ফরেক্স এ সময় দিয়ে যেতে হবে । যত দিন সময় লাগুক ফরেক্স এ ভাল করে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন ।
পূর্ণ ব্যবসা. অতএব আমরা ফরেক্সে মুনাফা পেতে এবং দ্রুত এবং আরো আরো টাকা করা শিখতে এবং পাবে অনুশীলন চালিয়ে যেতে হবে
শিখতে এবং ফরেক্সে লাভ পেতে হলে অনুশীলন চালিয়ে যেতে হবে।
ফরেক্স শিখতে কত দিন সময় লাগবে তা ঠিক করে বলা যায় না , তবে ফরেক্স শেখার জন্য কমপক্ষে ৪-৫ মাস সময় দিয়ে শিখতে হবে । তবে ভাল করে ডেমো ট্রেড না শেখা প্রজন্ত ফরেক্স এ রিয়েল ট্রেডিং করা যাবে না । যেই দিন ফরেক্স এর সম্পর্কে পুরপুরি অভিজ্ঞতা আসবে সেই দিন থেকে ফরেক্স এ ট্রেড করতে হবে ।