-
আমার মতে ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।
-
অামার অভিজ্ঞতায় ফরেক্স ব্যবসা হল অন্য সকল ব্যবসার শীর্ষে । ব্যবসার শীর্ষে অামরা মূল্যয়ন করি না । অামরা যথাযথ এর মূল্যয়ন করব তাহলেই অামরা সফলকাম হতে পারব । যে ট্রেডার ভালোভাবে বুঝতে পেরেছে সে কখনোই চিন্তাযুক্ত হয়নি । অামরা এর মাহত্ব বুঝে কাজ করব ।
-
হ্যা ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।
-
এই বিষয়টা নির্ভর করে আপনার ট্রেডিং দক্ষতার উপর৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷এজন্যই যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷
-
ফরেক্স লাভজনক ব্যাবসা তবে এর জন্য ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে। এখন যদি ফরেক্স ট্রেডিং করলেই প্রফিট লাভ করা যায় এই মন নিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়াই ট্রেড শুরু করেন তা হলে অবশ্যই লস করবেন ।
-
ফরেক্স অবশ্যই অধিক লাভজনক ব্যবসা । এই ব্যবসার মাধ্যমে আমরা নিজেদেরকে স্বাবলম্বি করতে পারি । আর সেই সূত্রেই আমরা নিজেদের আত্ননির্ভরশীল করতে পারি । আমি মনে করি যে ফরেক্সে ট্র্রেড করে সফল তারাই হতে পারে যারা কিনা অনেক বেশি পরিমাণে এই মার্কেটে কাজ করার জন্য চেষ্টা করে এবং সেখানে সফলতার সাথে কাজ শুরু করে । আর দক্ষতাটকেও উন্নতি করতে হবে ।
-
ফরেক্স মার্কেট অনেক লাভ জনক একটি ব্যবসা লাভ বের করে আনার দ্বায়িত্ব আমাদের।দক্ষতা না থাকলে ফরেক্সে ট্রেড করে আপনি লাভ করতে পারবেন না বা ধনী হতে পারবেন না।ভিজ্ঞতা ছাড়াই এখানে ট্রেড করতে শুরু করেন তা হলে তখনতো অবশ্যই লস করবেন।
-
যেমন লাভ জনক তেমন ক্ষতি জনকও । এখানে যত দ্রুত লাভ হয় তার থেকে আরও দ্রুত লস হতে পারে। আপনি যদি এখানে থেকে লাভ করতে চান আপনাকে যারপর নাই দক্ষ হতে ই হবে। এবং কিছু হারানোর মানসিকতাও থাকতে হবে। তবে এখানে দক্ষতা ছাড়া লাভ করা তো দূরের কথা এখানে ঠিকে থাকা সম্ভব না। তাই এখানে লাভ করতে হলে আগে দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স ব্যবসায় একটি লাভ জনক ব্যবসায়। ফরেক্স এ কাজ করে অনেকে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে। আপনি ও পারেন ফরেক্স এ কাজ করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে। তবে তার জন্য লাগবে অনেক পরিশ্রম। আমি ও ফরেক্স এ কাজ করে নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছি।
-
ফরেক্স আসলেই অন্যান্য বিজনেসের তুলনায় বলা যায় যে অধিক লাভজনক একটা ব্যবসা। এখানে কোন ব্যক্তি যদি তার জ্ঞানকে প্রপারলী বিশেষ দক্ষতার সাথে প্রয়োগ করতে পারেন, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে সেই ব্যক্তি তার সুন্দর ভবিষ্যতকে গড়তে একটা সঠিক মাধ্যম ও একটা সুন্দর দিক বেঁছে নিয়েছেন। যেটা তিনি একসময় উপলব্ধি করবেন এবং মন থেকে বলবেন, ফরেক্স আসলেই অধিক লাভজনক একটা ব্যবসা।