- 
	
	
	
	
		ফরেক্সকে আমি আমার শিখার  অন্যতম মাধ্যেম মনে করি  । তাই প্রতি দিন সাধ্যমত আনেক বেশী সময়  দেয়ার চেষ্টা করছি । কেননা আমি ফরেক্স পোরামে যত বেশী সময় দিচ্ছি ততই শিকছি এবং দক্ষ হচ্ছি । আর ফরেক্স ট্রেডে দক্ষতার মুল্য অনেক অনেক বেশী । আমি মনে করি ফোমের দক্সতা সফলতার জন্য সহায়ক হবে ।
	 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্স মার্কেট এর বিগিনার ট্রেডার মাত্র।আমি ফরেক্সে অনেক সময় দিই। আমি কিছু না হলেও ৬ থেকে ৭ ঘন্টা ফরেক্স মার্কেট এ সময় দিই। বেশিরভাগ সময় আমি বাংলা ফোরাম সাইট এ থাকি যাতে সবার পোস্ট  পড়ে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আর বাকি সময় টুকু ডেমো একাউন্ট প্রাকটিস করি যাতে ট্রেড সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারি।
	 
 
- 
	
	
	
	
		বর্তমানে আমি আমার চিকুরির কারনে ফরেক্স মার্কেটে বেশি একটা সময় দিতে পারিনা প্রতিদিন ম্যাক্সিমাম ৫ ঘন্টা সময় দিতে পারি যদিও এই সময় টা প্রফেসনাল ট্রেডার হবার জন্য যথেষ্ট না আমি চেস্টা করবো ধীরে ধীরে সময় বের করতে কারন সময় না দিলে সাকসেস হবো না
	 
 
- 
	
	
	
	
		প্রতিদিন যত সময় ফরেক্স ব্যবসায় দেওয়া প্রয়োজন তত সময় দিতে পারি না । কিন্তু চেষ্টা করি বেশী সময় ফরেক্স ব্যবসায় দিব । আর এটাও আশা করি ফরেক্স ব্যবসা দিয়ে লাভবান হতে পারব । আমরা সব সময় এই ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব  । সুতরাং বেশী বেশী সময় দেওয়ার চেষ্টা করব এই ফরেক্স মার্কেটে ।
	 
 
- 
	
	
	
	
		ব্যক্তিগতভাবে বলতে গেলে প্রতিদিন আমি ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্যায় করে থাকি এই সময়ের মধ্যে আমি মার্কেট অ্যানালাইসিস করি,ট্রেড ওপেনের আগে মানিম্যানেজমেন্ট করি,অভিজ্ঞ ফরেক্স মার্কেট বিশ্লেষকদের দেওয়া অ্যানালাইসিসের সাথে নিজের অ্যানালাইসিস কমপেয়ার করি অবশেষে ট্রেড ওপেন করি।
	 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্স মার্কেটে নিয়মিত ৫ থেকে ৬ ঘন্টা সময় দিই।ফরেক্স ব্যবসা অনেক লাভ জনক ব্যবসা কিন্তু এই ব্যবসা থেকে লাভবান হতে গেলে আমাদের মার্কেট সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে হবে।আর মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করতে হলে আমাদের অনেক সময় দেওয়া প্রয়োজন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আমি কতটা সময় দিই তা নির্দিষ্ট করে বলতে পারব না।আমি যখনি সময় পাই তখনে ফরেক্স মার্কেট সম্পর্কে লেখা পড়া করি।কারন এই মার্কেটে তাদেরই জায়গা যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষ।আমি ফরেক্স মার্কেট কে নিজের মুল পেশা হিসবে নিয়েছি।কারন এই কাজ করতে গেলে আমার বাইরে কোথাও যাওয়া লাগে না ।আমি ঘরে বসেই এই কাজ করতে পারি।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা করার মাধ্যমেই আয় করা হয়ে থাকে। এই মুদ্রা কেনা বেচা করাকেই ট্রেডিং বলা হয়ে থাকে। ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি ট্রেড করা উচিত মার্কেট এনালাইসিস করে। আন্দাজে ট্রেড করলে তার ফলাফল কখনই ভাল হয় না। সবসময় জেনে বুঝে ট্রেডিং করা উচিত। খামখেয়ালি ভাবে ট্রেডিং করা উচিত নয়।
	 
 
- 
	
	
	
	
		আমি একজন ছাত্র। তাই ফরেক্স এ সময় তেমন খুব বেশি সময় দিতে পারি না। তবে যে কইয়েক ঘন্টা সময় ফরেক্স এ ব্যয় করি তা খুব মনোযগ সহকারে ফরেক্স এ দি। আশাকরি ফরেক্স আমাকে নিরাশ করবে না। কারন আমি জানি যে পরিশ্রম করে সে সফল হবেই।
	 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্স নতুন।ফরেক্সের উৎপত্তি বা কখন থেকে ফরেক্স শুরু হয়েছে সেটা আমি জানিনা তবে এই বিষয়গুলো আমাদের জানা উচিৎ।আশা করি অভিজ্ঞরা জানাবেন।