-
আমি এখন পর্যন্ত কখনোই কোনো ব্যাংকের মাধ্যমে প্রফিট করার ডলার উত্তোলন করিনি যার জন্য এ সম্পর্কে আমার ধারণা খুবই নগণ্য। আমি এখন পর্যন্ত যতবার প্রফিট উইথড্র করেছি ততোবারই আমার স্কিল একাউন্টে নিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছি অর্থাৎ অন্য কারো একাউন্টে ট্রান্সফার করে তার থেকে নগদ টাকা নিয়েছি। তাছাড়া আমি শুনেছি যে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করাটা যেমন সময়সাপেক্ষ ব্যাপার তেমনি বেশ ঝামেলা পূর্ণ। তাই আমি এখন পর্যন্ত সব সময়ই স্কিল একাউন্টের সাহায্য নিয়ে টান্সফার করার মাধ্যমে টাকা উত্তোলন করেছি।
-
বর্তমানে ফরেক্স ট্রেডারদের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই ডলারের চাহিদাও অনেক। তবে অনলাইনে ডলার কেনা বেচা করার ক্ষেত্র্রে সাবধান হওয়া উচিত।এজন্য ফরেক্স মার্কেট থেকে উপার্জিত প্রফিট প্রথমে স্ক্রিল নেটেলার ওয়েব মানি বা পেপাল এর মাধ্যমে নিতে হয়। পরবর্তীতে এসব সাইট থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্রো করা যায়।
-
ইনাষ্টাফরেক্স একাউন্ট থেকে ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো যায়।তবে আপনার মানি ব্রোকার একাউন্ট থাকতে হবে।তবে ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো জন্য অনেক ফরমালিটি পালন করতে হয় এবং সেই সাথে ব্যাংকে টাকা জমা হতে সাত দিন সময় লাগে ও কমিশন বেশি কাটে।এজন্যই ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো খুব সমস্যা প্রবন।আর তাই আমি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করিনা।
-
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।
-
ব্যাংকে ডলার উত্তোলন করলে অনেক কম রেট পাওয়া যায় কিন্তু ইন্টারনেটে বিক্রয় করে দিলে অনেক ভাল রেট পাওয়া যায়। আমার জানামতে বর্তমানে অনেকেই এই পদ্ধতিতে তাদের ডলার উত্তোলন করে থাকে। আমি এখনও বড় অংকের প্রফিট করতে পারিনি যে ব্যংকের মাধ্যমে উইথড্র করবো।এজন্য আমি নেটলারের মাধ্যমে ডলার উত্তোলন করি।আর সেই ডলার অন্যকে দিয়ে দিই এবং সে টাকা প্রদান করে। তবে ভবিষ্যতে বড় প্রফিট করতে পারলে ব্যংকের মাধ্যমে উত্তোলন করবো ভাবছি।
-
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই। বর্তমানে ফরেক্স ট্রেডারদের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই ডলারের চাহিদাও অনেক। তবে অনলাইনে ডলার কেনা বেচা করার ক্ষেত্র্রে সাবধান হওয়া উচিত।এজন্য ফরেক্স মার্কেট থেকে উপার্জিত প্রফিট প্রথমে স্ক্রিল নেটেলার ওয়েব মানি বা পেপাল এর মাধ্যমে নিতে হয়। পরবর্তীতে এসব সাইট থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্রো করা যায়।
-
ব্যাংকের মাধ্যমে ডলার উঠানো অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং তাছাড়া এখানে অনেক ঝামেলা পোহাতে হয় ,তবে আমি এই ব্যাপারে নিশ্চিত নয় । আমার জানা ও দেখা মতে বেশিরভাগ ট্রেডার ডলার ব্যাংকের মাধ্যমে না নিয়ে অন্য উপায়ে উত্তলন করে থাকে । এ ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড প্রক্রিয়া বেশি ব্যবহৃত হয় । টাকা অল্প সময়ে এবং সহজে উত্তলন করতে চাইলে এই প্রক্রিয়াই সবচেয়ে বেশি কার্যকর ।আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না।
-
আপনি কি ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করú
আমি এখনো পর্যন্ত লসই রিকভারি করে যাচ্ছি । আগে প্রফিট করি তারপর না হয় ভাববো
হ্যা ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করা যায় কি না । তবে আমি যতদুর জানি ব্যাংকের মাধ্যমে ডলার সরাসরি উত্তোলন করা যায় না । আপনাকে ৩য় কোনো পক্ষের সাহায্য নিতে হবে ডলার উত্তোলন করতে ।।
-
আমার জানামতে ব্যাংকের মাধ্যমে ডলার উঠানো অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং তাছাড়া এখানে অনেক ঝামেলা পোহাতে হয় ,তবে আমি এই ব্যাপারে নিশ্চিত নয় । আমার জানা ও দেখা মতে বেশিরভাগ ট্রেডার ডলার, মাস্টার কার্ড এর মাদ্ধমে টাকা লেন দেন করতে পারবেন। তাছারা ব্যাংক এর মাদ্ধমে টাকা উত্তোলন করলে অনেক জামেলা পুহাতে হয়।এটা আমি শুনেছি তব্র আমি এই বেপারে নিশ্তিত
-
আসলে আমি আমার প্রফিটকৃট ডলার নেটেলার একাউন্টে ট্রান্সফার করি।সেখান থেকে এক সিনিয়র ভাইয়ের কাছে ডলার দিয়ে, তার কাছ থেকে নগদ টাকা নিয়ে নেই। মাঝে মাঝে ব্যাংক থেকেও ডলার ভাঙ্গিয়ে টাকা গ্রহণ করি।কিন্তু অধিকাংশ সময়ই আমি ঐ সিনিয়র ভাইয়ের কাছ থেকেই ডলার এক্সচেঞ্জ করে, টাকা গ্রহণ করি।যদিও প্রতি ডলারে ভাইয়াকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিতে হয়, তারপরও আমার কাছে এইটাই কম ঝামেলা যুক্ত এবং নিরাপদ বলে মনে হয়।